পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন ঢাকা ব্যাংকের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক রোকশানা জামান তার কাছে থাকা ৪৬ লাখ শেয়ার তার পত্নী এটিএম হায়াতুজ্জামান খানের (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছে হস্তান্তর করবেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক।
কাফি
পুঁজিবাজার
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৭৭৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।
২৪ ঘণ্টায় এক হাজার ১১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৬৪ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
পুঁজিবাজার
স্যালভো কেমিক্যালের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের নাম সংশোধনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্যালভো কেমিক্যাল ইন্ডাস্টি লিমিটেড’-এর পরিবর্তে ‘স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হবে। আগামীকাল ২৪ নভেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
জনতা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও রেটিং ঘোষণা তারিখ পর্যন্ত সময়ের আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ইবনে সিনার নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণের ভিত্তিতে কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডারসহ ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, অন্যান্য পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থাপন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষকদের রিপোর্ট। আলোচনার পর সর্বসম্মতভাবে এসব প্রতিবেদন অনুমোদন পায়।
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। এজিএমে স্পন্সর পরিচালক হিসেবে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনরায় নির্বাচিত হন।
জাতীয় অর্থনীতিতে অবদান রেখে কোম্পানিটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কর ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা জমা দিয়েছে। পাশাপাশি প্রচলিত শ্রম আইনের আলোকে শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা বরাদ্দ করা হয়েছে।
সভা শেষে কোম্পানির উন্নতি, শেয়ারহোল্ডার ও কর্মীদের কল্যাণ, দেশের অগ্রগতি এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। এর মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৪০ হাজার ৩৮৩ টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৬ লাখ টাকার , দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪০ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।



