কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক গৃহীত এ পরীক্ষায় ৮৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনুত্তীর্ণ ১২ শতাংশ পরীক্ষার্থীর জন্য সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ সমাপনান্তে পূনর্মূল্যায়ন করা হবে।
কাফি
কর্পোরেট সংবাদ
জেসিআই’র ঢাকা ওয়েস্ট ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০
সপ্তমবারের মতো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০’ অনুষ্ঠিত হয়েছে। দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যত প্রজন্ম তৈরি করাই এই কর্মসূচির লক্ষ্য।
শুক্রবার (১৪ নভেম্বর ) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫০টির বেশি স্কুলের প্রায় ৩০০-এর বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর একই প্লাটফর্মে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চেয়ারম্যান এন্ড সিইও, বিশ্বসাহিত্য কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী ও চারুপুথির প্রতিষ্ঠাতা মো. এহসান-উর-রশিদ।
ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০ এর এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল বোর্ডের সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০১৭ লোকাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ২০২২ লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মাহমুদুর রহমান এবং ২০২৪ লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল।
ইভেন্ট অ্যাডভাইজার ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন, ইভেন্ট ডিরেক্টর সুবাহ আফরিন, ইভেন্ট কনভেনার মো. সাদ্দাম হোসেন এবং কো-কনভেনার ছিলেন মো. তানভির হাসান, ইব্রাহিম খলিল ফয়সাল, মো. সামিন রহমান, অদ্রিকা এষণা পূর্বাশা, মাসুদ এবং ক্রিয়েটিভ ও ভিজুয়াল লিড রিয়েল আহম্মেদ।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশের কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।
এমকে
কর্পোরেট সংবাদ
আমানত ও রেমিট্যান্স সংগ্রহে ইসলামী ব্যাংক শীর্ষে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক অতিক্রম করে ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থান করছে। ব্যাংকে সুশাসন ও গ্রাহকের আস্থা ফিরে আসায় ব্যাংক এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংক রেমিট্যান্স সংগ্রহেও শীর্ষস্থান ধরে রেখেছে।
রবিবার (১৬ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ব্যবসায় পর্যালোচনা সভায় প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এই বক্তব্য দেন। সভায় ব্যাংকের ব্যবসার কৌশলগত অগ্রগতি, শাখাভিত্তিক আমানত ও বিনিয়োগ প্রবৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। এছাড়া অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের প্রধান ও কর্পোরেট শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
এসআইবিএলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ঢাকা দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকদের সাথে প্রশাসক টিমের রিকভারি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রশাসক দল রিকভারি জোরদার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণের ৩২টি শাখা ব্যবস্থাপকের সাথে সরাসরি ও জ্যুম প্ল্যাটফর্মে মতবিনিময় সভা করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম।
এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় মো. সালাহ উদ্দীন বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রিকভারি কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। প্রতিটি শাখার খেলাপি গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিনিয়োগ আদায়ে জোরদার কার্যক্রম গ্রহণের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে শাখা ব্যবস্থাপকদের তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, অবলোপনযাগ্য নয় এমন বিনিয়োগ দ্রুত শনাক্ত করে যথাযথ পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতে হবে, গ্রাহকের ব্যবসায়িক অবস্থা বুঝে যৌক্তিক সমাধান দেওয়ার লক্ষ্যে তাদের সঙ্গে নিয়মিত ফলোআপ বজায় রাখতে হবে, ডকুমেন্টেশন ও পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে হবে। রিকভারি টিমগুলোর সঙ্গে শাখাসমূহের সমন্বয় আরও দৃঢ় করতে হবে, যেন প্রত্যেকটি অ্যাকাউন্টে আদায়ের অগ্রগতি দৃশ্যমান হয়।
কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকের স্থানান্তরিত কাকরাইল শাখার উদ্বোধন
এবি ব্যাংক পিএলসির কাকরাইল শাখা সম্প্রতি ঢাকার রমনায় ৮২, কাকরাইল রোডে স্থানান্তরিত হয়েছে।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহকগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসএম
কর্পোরেট সংবাদ
বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
বিকাশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। দেশের মানুষের সাথে নতুন আবেগে ফুটবল-কে সংযুক্ত করা এই খেলোয়াড়, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশ এর বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসাথে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সাথে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারী সহ উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
হামজা চৌধুরী সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা, যিনি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ইতিবাচক ব্যক্তিত্বের কারণে তিনি সকল শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত হামজা বাংলাদেশের পথশিশুদের নিয়ে কল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি তাঁর পারিবারিক নিবাস সিলেটের হবিগঞ্জে, একটি এতিমখানায় অর্থায়ন করে চলেছেন। বিকাশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশ এর সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন তিনি।
বিকাশ’র সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, “বিকাশ এর মত কোটি মানুষের ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। বিকাশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের । দেশসেরা এই ব্র্যান্ডটির প্রসারে একসাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
এমকে



