কর্পোরেট সংবাদ
৪ এপ্রিল বন্ধ হচ্ছে ইবির আবাসিক হল-সমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে।
আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।
শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটির বিষয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত হয়।
ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অর্থসংবাদ-কে বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেয়া হবে।
তিনি আরও বলেন, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগে হলের অভ্যন্তরীণ ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি আরম্ভ হয়। যা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে ক্লাস এবং পরিক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে।

কর্পোরেট সংবাদ
ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সদর দপ্তরে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর।
এছাড়াও ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া কর্তৃক ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।
সেই সঙ্গে, ইউসিবি ইনভেস্টমেন্ট আরও একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন: ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস (২০২৫),দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫),ইউরোমানি কর্তৃক বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪), এবং দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেছে।
এর বাইরেও, ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৫ সালে ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস, দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫) এবং ইউরোমানি কর্তৃক বাংলাদেশের বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪) হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস থেকেও একাধিক সম্মাননা লাভ করেছে।
এর আগেও, ইউসিবি ইনভেস্টমেন্ট অর্জন করেছে বেস্ট ব্যাংক ক্যাপিটাল (সুকুক, এশিয়া প্যাসিফিক, ২০২২) এবং এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের সেরা কর্পোরেট ব্যাংক (২০২২) সম্মাননা। এছাড়াও ব্যবসা পরিচালনার প্রথম বছরেই বিএসইসি কর্তৃক মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার (২০২১) অর্জন করে, যা ইউসিবি ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও নেতৃত্বের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরে।
গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থেকেছে—যার মধ্যে রয়েছে বন্ড ইস্যু, আইপিও, রাইটস ইস্যু, সিন্ডিকেটেড ঋণ, কর্পোরেট পরামর্শদান, এবং মার্জার ও অধিগ্রহণ সেবা। ‘TriCore নীতিমালা’—স্ট্যান্ডার্ড, সার্ভিস ও স্ট্রাটেজি—এই মূল বিশ্বাসে পরিচালিত হয়ে, ইউসিবি ইনভেস্টমেন্টের অভিজ্ঞ পেশাদার দল গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও কার্যকর সমাধান প্রদান করে আসছে।
কর্পোরেট সংবাদ
রেমিট্যান্স সেবা উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও মাস্টারকার্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে আরও দ্রুত, নিরাপদ এবং সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিতে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজভাবে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারবেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাজ ভাগানি, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত ও সুরক্ষিত রেমিট্যান্স পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। মাস্টারকার্ডের সহযোগিতায় আমরা আমাদের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করছি, যাতে গ্রাহকরা আরও সহজে ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে পারেন।
মাস্টারকার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাজ ভাগানি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি প্রধান চালিকা শক্তি। এই অংশীদারির মাধ্যমে আমরা প্রবাসীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন টাকা পাঠানোর পথ খুলে দিচ্ছি, যা কেবল তাদের পরিবারের জন্য নয়, দেশের ডিজিটাল আর্থিক অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। এতে তাদের পরিবার উপকৃত হবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তিও বাড়বে।
এই উদ্যোগটি একটি ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের স্বপ্নের পথে একটি বড় পদক্ষেপ, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এসএম
কর্পোরেট সংবাদ
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএএসএমের সেমিনার

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে এবং আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থার (আইওএসসিও) পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সেমিনারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. গোলাম সারোয়ার হোসেন খান, ফ্যাকাল্টি মেম্বার (গ্রেড-৩), বিএএসএম। তিনি “ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন ইন ক্যাপিটাল মার্কেট” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
সেমিনারে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের ওপর গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। শেষে মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পর্ষদ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।