Connect with us

অন্যান্য

ডিএসই লক্ষ্য স্বচ্ছ, দক্ষ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নিশ্চিত: প্রধান রেগুলেটরি কর্মকর্তা

Published

on

তশরিফা

স্টক এক্সচেঞ্জের মূল লক্ষ্য হলো মূলধন উত্তোলনের জন্য একটি স্বচ্ছ, দক্ষ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম নিশ্চিত করা বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত “প্রবৃদ্ধির পরবর্তী পদক্ষেপ: তালিকাভুক্তির পথে অগ্রযাত্রা-প্রবৃদ্ধি, সুশাসন ও বিশ্বাসযোগ্যতা জোরদারের কৌশলগত দিকনির্দেশনা” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি উল্লেখ করেন, নতুন আইপিও রুলস ২০২৫ মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি, শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির মাধ্যমে টেকসই পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেমিনারে উপস্থিত বক্তারা গণমাধ্যমকে জানান, তালিকাভুক্তি ডিএসই’র ধারাবাহিক প্রবৃদ্ধি একটি সময়োপযোগী ধাপ, যার মাধ্যমে কর্পোরেট সুশাসনের সঙ্গে পরিচালন কাঠামো আরও সুসংগত হয়। এ পদক্ষেপ স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাজার শৃঙ্খলা শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ সৃষ্টি করে। নতুন কাঠামোতে লিস্টিংকে কৌশলগত প্রবৃদ্ধির সিদ্ধান্ত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গভর্ন্যান্সকে তালিকাভুক্তির পূর্বশর্ত করা হয়েছে। এছাড়া ডিউ ডিলিজেন্স ও তালিকাভুক্তির পরবর্তী দায়বদ্ধতা শক্তিশালী করায় বাজারে শৃঙ্খলা, সঠিক মূল্য নির্ধারণ ও বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫–এর ওপর আলোচনা করেন অতিরিক্ত পরিচালক শেখ মো: লুত্ফুল কবির। তিনি নতুন বিধিমালার পটভূমি, প্রধান পরিবর্তন, আইপিও প্রক্রিয়া, বুক বিল্ডিং ও আন্ডাররাইটিং প্রক্রিয়ার সংস্কারসমূহ তুলে ধরেন। তিনি জানান, নতুন বিধিমালা আইপিও প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বাজারবান্ধব করে সম্ভাবনাময় কোম্পানির পুঁজিবাজারে প্রবেশ সহজ করবে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিব আলমগীরের নেতৃত্বে একটি টিম “Process of Onboarding Prospective Issuers under the New Rules” বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। এতে সফল আইপিও প্রক্রিয়ার তিনটি মূল ধাপ—কৌশলগত পরিকল্পনা, আইপিও প্রস্তুতি এবং আইপিও লেনদেন সম্পাদন তুলে ধরা হয়। আইপিও-কে একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি উল্লেখ করে তারা স্বচ্ছতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের দেশের পুঁজিবাজার কাঠামো, তালিকাভুক্তি প্রক্রিয়া এবং QIO (Qualified Investor Offer) কাঠামোর মাধ্যমে ক্ষুদ্র মূলধনী ও স্টার্টআপ কোম্পানির বাজার প্রবেশের সুযোগ ব্যাখ্যা করেন। এছাড়া ATB-তে কম খরচে শেয়ার হস্তান্তর, আধুনিক ট্রেডিং সিস্টেম ও বিদ্যমান কর সুবিধার বিষয়টিও আলোচনায় আসে।

সমাপনী বক্তব্যে প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান বলেন, বাজারের বাস্তব চাহিদা বিবেচনায় রেখেই এই নীতিমালা তৈরি করা হয়েছে। টাইমলাইনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা একটি বড় অগ্রগতি। সে অনুযায়ী সিস্টেম প্রস্তুত করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়। এর মাধ্যমে একটি আরও পরিপক্ব, সুসংগঠিত ও কার্যকরভাবে নিয়ন্ত্রিত স্টক মার্কেট গড়ে তোলা সম্ভব হবে।

এমএন

শেয়ার করুন:-

অন্যান্য

শেয়ারবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেনও

Published

on

তশরিফা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৫ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেন আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রবিবার (২৫ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৭ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১০১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৯৪৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫২৬ কোটি ৫০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির, বিপরীতে ২২৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

বাংলাদেশিদের গড় বুদ্ধি বিশ্বে সর্বনিম্ন স্তরে

Published

on

তশরিফা

রসিকতার ছলে অনেকেই বলে থাকেন বাংলাদেশিদের আইকিউ কম বা দেশের মানুষের বুদ্ধি কম। তবে বাস্তবে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ কত, কীভাবে তা নির্ধারণ করা হয়েছে এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায়—সে বিষয়ে পরিষ্কার ধারণা অনেকেরই নেই।

ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ বলতে মূলত বুদ্ধিমত্তা পরীক্ষার ফলাফলকে বোঝায়। বাংলায় এর সহজ অর্থ ‘বুদ্ধিমাত্রা’। আইকিউ পরিমাপের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি থাকলেও এর জন্য নির্দিষ্ট কোনো একক সূত্র নেই। সাধারণত মানুষের বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতার ভিত্তিতে আইকিউ নির্ধারণ করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় আইকিউ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ১৯৯টি দেশের তথ্য নিয়ে প্রকাশিত এই তালিকাটি তৈরি করা হয়েছে ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিন-এর পরিচালিত কিছু সুপরিচিত ও ব্যাপকভাবে প্রচারিত গবেষণার ওপর ভিত্তি করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সবশেষ ২০২২ সালে প্রকাশিত এই তালিকায় দেশভিত্তিক গড় আইকিউয়ের পাশাপাশি ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (আইসিআই) এবং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিআইএসএ) স্কোরও অন্তর্ভুক্ত করা হয়। প্রকাশের পর বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তালিকায় দেখা যায়, ১০৬.৪৮ আইকিউ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে জাপান। মাত্র ০.০১ পয়েন্ট ব্যবধানে ১০৬.৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ান। আর ১০৫.৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে সিঙ্গাপুর।

শীর্ষ ছয়টি দেশের মধ্যেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একচেটিয়া আধিপত্য লক্ষ্য করা গেছে। ১০৫.৩৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হংকং, ১০৪.১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে চীন, এবং ১০২.৩৫ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

সপ্তম স্থান থেকে তালিকায় ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি শুরু হয়। ১০১.৬ স্কোর নিয়ে বেলারুশ সপ্তম এবং ১০১.২ স্কোর নিয়ে ফিনল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। ক্ষুদ্র ইউরোপীয় রাষ্ট্র লিচেনস্টাইন ১০১.০৭ স্কোর নিয়ে নবম এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ১০০.৭৪ স্কোর নিয়ে দশম স্থানে অবস্থান করছে।

তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথম ছয়টিই এশীয় দেশ এবং বাকি চারটি ইউরোপীয় দেশ। লক্ষণীয় বিষয় হলো—এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কেউই প্রথম দশে স্থান পায়নি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত পিছিয়ে। ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। বাংলাদেশের গড় আইকিউ স্কোর ৭৪.৩৩। একই তালিকায় ভারত রয়েছে ১৪৩তম স্থানে, তাদের গড় আইকিউ ৭৬.৭৪। আর ৮০ স্কোর নিয়ে পাকিস্তান আছে ১২০তম অবস্থানে।

দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশ আফগানিস্তানও গড় আইকিউয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ৮২ স্কোর নিয়ে আফগানিস্তানের অবস্থান ১০৩তম।

তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে হিমালয়ের দেশ নেপাল। দেশটির গড় আইকিউ স্কোর মাত্র ৪২.৯৯, যা তালিকায় সবচেয়ে কম। অন্যদিকে তালিকার শীর্ষে থাকা জাপানের স্কোর ১০৬.৪৮।

ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা এশীয় দেশগুলোর মধ্যে রয়েছে—মিয়ানমার ৫২তম (স্কোর ৯১.১৮), ইরাক ৬১তম (স্কোর ৮৯.২৮), থাইল্যান্ড ৬৪তম (স্কোর ৮৮.৮৭), ভুটান ৬৮তম (স্কোর ৮৭.৯৪), শ্রীলঙ্কা ৭১তম (স্কোর ৮৮.৬২), মালয়েশিয়া ৭৩তম (স্কোর ৮৭.৫৮) এবং আফগানিস্তান ১০৩তম (স্কোর ৮২.১২)।

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র রয়েছে ২৯তম স্থানে (স্কোর ৯৭.৪৩), রাশিয়া ৩৫তম (স্কোর ৯৬.২৯) এবং ইউক্রেন ৫৭তম স্থানে রয়েছে, যার গড় আইকিউ স্কোর ৯০.০৭।

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে তাকে গড় বা স্বাভাবিক বুদ্ধিমাত্রা হিসেবে ধরা হয়। স্কোর ১৩০ হলে সেই ব্যক্তি সাধারণের তুলনায় বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হিসেবে বিবেচিত হন। আর যদি আইকিউ স্কোর ১৬০ ছাড়িয়ে যায়, তাহলে তাকে এক কথায় ‘জিনিয়াস’ বলা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

নজরুলের সেকাল-হাদির একাল, জাতির পরকাল

Published

on

তশরিফা

ঢাকার কেন্দ্রেই কাজী নজরুল ইসলামের কবর। বিদ্রোহী কবি, যিনি অন্যায়ের বিরুদ্ধে নীরবতাকেও অপরাধ বলে চিহ্নিত করেছিলেন। তাঁর কবরের পাশেই আজ শুয়ে আছেন ওসমান হাদি। ন্যায়ের পক্ষে নির্ভীক এক নাগরিক কণ্ঠ, যিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে সত্য বলা এখনো বিপজ্জনক।

এই দুটি কবর পাশাপাশি থাকা কেবল ভৌগোলিক ঘটনা নয়। এটি আমাদের সময়ের এক গভীর নৈতিক প্রতীক। যেন নজরুলের অগ্নিবাণী ইতিহাস পেরিয়ে এসে ওসমান হাদির নীরব সমাধির মাধ্যমে আজও প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নজরুলের কবরের পাশে এক নীরব প্রশ্ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজকের বাংলাদেশ এক গভীর নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি আমাদের প্রতিষ্ঠানগুলোর শিরায় শিরায় ঢুকে পড়েছে। দলীয় রাজনীতি ন্যায়ের বোধকে গ্রাস করেছে। মতভিন্নতা শত্রুতায় রূপ নিয়েছে। অন্যের প্রতি সম্মান যেন ক্রমেই অপ্রয়োজনীয় হয়ে উঠছে। এই অবস্থায় সবচেয়ে ভয়ংকর ক্ষতি অর্থনৈতিক নয়, রাজনৈতিকও নয়। সবচেয়ে ভয়ংকর ক্ষতি হলো নৈতিক আত্মসমালোচনার ক্ষমতা হারিয়ে ফেলা।

এমন সময়ে কুরআনের একটি ছোট কিন্তু গভীর দোয়া আমাদের সামনে আয়নার মতো দাঁড়ায়। রব্বানা’গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।

এই দোয়ায় প্রথমেই বলা হয় হে আমাদের পালনকর্তা, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, এবং সমস্ত মুমিনদের সেই দিনে ক্ষমা করো যখন হিসাব নেওয়া হবে।

অন্যকে, দোষারোপ করার আগে নিজেকে প্রশ্ন করার এই সাহসটুকুই আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি অনুপস্থিত। আমরা সবাই যেন অন্যের ভুল গুনতে ব্যস্ত, কিন্তু নিজের দায় স্বীকার করতে অনীহা।

রবীন্দ্রনাথ বহু আগেই সতর্ক করেছিলেন যে নিজের চোখে ধুলো দেয়, সে অন্যের চোখে আলো দেখতে পায় না।

রাষ্ট্র যখন নিজের চোখে ধুলো দেয়, তখন অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে।

এরপর আসে বাবা মায়ের কথা। নৈতিক উত্তরাধিকার, কৃতজ্ঞতা এবং মানবিক মূল্যবোধের প্রতীক। বাবা মায়ের প্রতি সম্মান মানে কেবল পারিবারিক কর্তব্য নয়। এর অর্থ শিক্ষক, প্রবীণ, ভিন্নমতাবলম্বী এবং সর্বোপরি মানুষের জীবনের প্রতি সম্মান। আজকের বাংলাদেশে এই সম্মানের ভাঙন স্পষ্ট। আর যেখানে সম্মান থাকে না, সেখানে সহিংসতা ঢুকতে বেশি সময় লাগে না।

নজরুলের সময়েও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নিষেধ ছিল। ব্রিটিশ শাসনের চোখে বিদ্রোহ ছিল অপরাধ। কবিতা ছিল ভয়। কলম ছিল হুমকি। নজরুল জেল খেটেছেন, তাঁর লেখা বন্ধ করা হয়েছে, তাঁর কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছে। তবু তিনি চুপ করেননি। কারণ তিনি জানতেন চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ।

ওসমান হাদির সময়েও সেই নিষেধাজ্ঞা রয়ে গেছে। শাসনের রং বদলেছে, ভাষা বদলেছে, কিন্তু ভয় দেখানোর চরিত্র বদলায়নি। এখন আর কবিকে জেলে নেওয়া হয় না। এখন সত্য বলা নাগরিককে একা করে দেওয়া হয়। ভয় দেখানো হয়। একসময় তাকে সরিয়ে দেওয়া হয়।

ওসমান হাদির নির্মম হত্যা এই ভাঙনেরই ফল। তিনি কোনো দলের মুখপাত্র ছিলেন না। ছিলেন না ক্ষমতার অংশ। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে সবার জন্য কথা বলা এক অবিচল কণ্ঠ। তাঁকে হত্যা করা মানে কেবল একজন মানুষকে হত্যা করা নয়। এটি ছিল সত্য বলার সাহসকে হত্যা করা।

আরও বেদনাদায়ক সত্য হলো আজ পর্যন্ত তাঁর হত্যাকারীরা এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীরা আইনের মুখোমুখি হয়নি। এই বিচারহীনতা কেবল রাষ্ট্রের ব্যর্থতা নয়। এটি আমাদের সমষ্টিগত নীরবতার ফল।

এখানেই নজরুলের সেই অমোঘ উচ্চারণ নতুন করে ধ্বনিত হয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

এই পংক্তির তাৎপর্য আজ আরও গভীর। কারণ ন্যায়ের পক্ষে নিহত ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত রয়েছেন নজরুলের কবরের পাশেই। যেন বিদ্রোহী কবির উত্তরাধিকার নীরবে এক নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

হাদির হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এক নীরব নাটকের পরিণতি। যেখানে সত্য বলা ধীরে ধীরে অপরাধে পরিণত হয়। আর অন্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়াই নিরাপদ জীবন হিসেবে শেখানো হয়।

আজ সবচেয়ে বড় প্রমাণ হলো হাদি নেই, কিন্তু তাঁর হত্যার বিচার নেই। এই বিচারহীনতাই বলে দেয় অন্যায় থেমে নেই। অন্যায় তার নিজের গতিতে চলছে। অন্যায়ের মৃত্যু নেই। মৃত্যু আছে কেবল প্রতিবাদের।

এই কারণেই নজরুল ঘুমিয়ে আছেন শান্ত হয়ে। তিনি জানতেন তাঁর বিদ্রোহ শেষ কথা নয়। তার পাশে আজ ঘুমিয়ে আছেন হাদি। কবি নন, রাজনীতিক নন, একজন সাধারণ মানুষ, যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি।

এই পাশাপাশি শুয়ে থাকা আমাদের জন্য কোনো গৌরব নয়। এটি আমাদের ব্যর্থতার স্মারক। আমরা প্রতিবাদীদের কবর দিতে শিখেছি, কিন্তু তাদের দাবিকে বাঁচিয়ে রাখতে পারিনি।

এই প্রশ্নের উত্তর কেবল স্মরণে থাকলে চলবে না। কারণ স্মরণ জাতিকে বদলায় না, বদলায় দায়িত্ববোধ। জাতির মাইন্ডসেট বদলাতে হলে প্রথমেই ভাঙতে হবে বিচারহীনতার নিশ্চিন্ত সংস্কৃতি। মানুষ তখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যখন সে জানে অন্যায় করলে রেহাই নেই।

রাষ্ট্রের পরিকাঠামো নতুন করে গড়ার অর্থ নতুন ভবন বা নতুন নাম নয়। এর অর্থ এমন একটি ব্যবস্থা, যেখানে একজন সাধারণ নাগরিকের জীবন রাষ্ট্রের কাছে ক্ষমতাবানের চেয়েও কম মূল্যবান হবে না। যেখানে হত্যা মানে শুধু একটি ফাইল নয়, বরং রাষ্ট্রের জন্য একটি অস্বস্তিকর ব্যর্থতা।

জবাবদিহিতা তখনই বাস্তব হয়, যখন ক্ষমতা জানে প্রশ্ন আসবেই। তদন্ত থামানো যাবে না, বিচার ঝুলিয়ে রাখা যাবে না, আর নীরবতাকে স্বাভাবিক আচরণ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না। আইন যদি দুর্বল হয়, তবে তা ইচ্ছাকৃত দুর্বলতা। সেই দুর্বলতা দূর না করলে অন্যায় থামে না, শুধু পদ্ধতি বদলায়।

ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যত কথাই বলি, তা নৈতিক উচ্চারণের বাইরে যায় না। বিচারই হলো সেই জায়গা, যেখানে রাষ্ট্র প্রমাণ করে সে কোন পক্ষে দাঁড়িয়ে আছে। ন্যায়ের পক্ষে, না সুবিধার পক্ষে।

নজরুল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, যখন কথা বলা নিষিদ্ধ ছিল। হাদি কথা বলেছিলেন, যখন কথা বলা বিপজ্জনক ছিল। দুজনই প্রমাণ করেছেন সময় বদলায়, কিন্তু অন্যায় বদলায় না যদি তাকে থামানো না হয়।

নজরুল ঘুমিয়ে আছেন শান্ত। তার পাশে হাদিও ঘুমিয়ে আছেন। এখন আর প্রশ্ন নয়, এখন পরীক্ষা। এই জাতি কি শুধু তাদের কবরকে সম্মান করবে। নাকি তাদের অসমাপ্ত দায়িত্বটুকু নিজের কাঁধে নেবে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। rahman.mridha@gmail.com

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

‘আমার পে’ গেটওয়ে ব্যবহার করে অবৈধ লেনদেন-অর্থপাচার

Published

on

তশরিফা

অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা ও সতর্কতা জারি করার পরেও তা বন্ধ হচ্ছে না। দেশি পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে অবৈধ পর্ন ও জুয়ার অ্যাপ গুলোতে অর্থ লেনদেন ও বিদেশে অর্থ পাচার হচ্ছে। এরমধ্যে অন্যতম একদিন অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘আমার পে’। সম্প্রতি প্রতিষ্ঠানটির গেটওয়ে ব্যবহার করে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, জুয়া ও বিভিন্ন ডেটিং অ্যাপসের মাধ্যেমে অনলাইনে অবৈধ লেনদেন হয়। এজন্য ব্যবহার করা হয় দেশি গেটওয়ে। সম্প্রতি অনলাইন ডেটিং অ্যাপস ও পর্নোগ্রাফির অবৈধ লেনদেন করা হয় ‘আমার পে’ গেটওয়ের মাধ্যেমে। অবৈধ অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির লেনদেন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ থাকা শর্তেও এ গেটওয়ে ব্যবহার করে লেনদেন ও পাচার হচ্ছে দেশের অর্থ। তবে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানটির দাবি এসব অ্যাপস তাদের মাধ্যমে শুধুই লেনদেন করে এর বেশি কি জানে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবিষয়ে জানতে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অর্থসংবাদ থেকে ‘আমার পে’র এমডি এ.এম. ইশতিয়াক সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, ডেটিং অ্যাপসের নামে অবৈধ পর্নোগ্রাফি অনুসন্ধানে নামে একটি মিডিয়া টিম। অনুসন্ধানে উঠে আসে ডেটিং অ্যাপসের নামে পর্নোগ্রাফি ও অবৈধ লেনেদেন। এসব অ্যাপসের লেনদেন হয়ে থাকে দেশি পেমেন্ট গেটওয়ে সফট টেক ইনোভেশন ‘আমার পে’র মাধ্যমে। এ গেটওয়ে ব্যবহার করে অবৈধ কাজের সঙ্গে জড়িত এসব অ্যাপেস সহজেই লেনদেন সম্পন্ন করছে। যা বেআইনি ও অবৈধ।

তবে সফট টেক ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ.এম. ইশতিয়াক সারোয়ার ডেটিং অ্যাপসের কথা অস্বীকার করেন। তিনি জানান, লেনদেন তাদের প্রতিষ্ঠান থেকে হলেও ডেটিং অ্যাপসের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। কোনো মার্চেন্ট এমনটা করতে পারে।

পর্নোগ্রাফি ও জুয়ার মতো অবৈধ কাজের সঙ্গে জড়িত অ্যাপসকে কেনো তার পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো মার্চেন্ট যদি এমন সার্ভিস দিয়ে থাকে তাহলে সেখানে আমার কিছু করার নেই। আমার কোন মার্চেন্ট এমন কাজে জড়িত সেটা আমি জানি না, এটা দেখে বলতে পারবো।

এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। মতামত তাদের, দেশি এসব পেমেন্ট গেটওয়েগুলোকে জবাবদিহিতার আওতায় এনে এই চক্র শনাক্ত ও অর্থপাচার বন্ধ করা সম্ভব।

এসএম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অন্যান্য

সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা

Published

on

তশরিফা

মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস কর্মসূচির অংশ হিসেবে মধ্যবাড্ডার সড়কে অবস্থান নেওয়া চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্যে’র নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে সড়ক ছেড়ে দিলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে মধ্যবাড্ডা সড়কে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ থাকা যান চলাচল আবার শুরু হয়। এর আগে কর্মসূচির কারণে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রসঙ্গত, বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন ‘জুলাই ঐক্যে’র নেতাকর্মীরা। তবে পথে হোসেন মার্কেটের বিপরীত পাশে পুলিশি ব্যারিকেডের মুখে পড়লে তারা আর সামনে অগ্রসর হতে পারেননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় কোনও আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন এবং সেখানেই শান্তিপূর্ণভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে বক্তব্যে জুলাই ঐক্যের নেতারা সীমান্তে হত্যা বন্ধ, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রোধ এবং ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরানোর দাবি জানান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

তশরিফা তশরিফা
পুঁজিবাজার9 minutes ago

তশরিফা ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার18 minutes ago

বিএসইসি বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি পুঁজিবাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে দৃঢ়ভাবে...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার22 minutes ago

সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার28 minutes ago

পাওয়ারগ্রিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার40 minutes ago

ডরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার44 minutes ago

বিকন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

তশরিফা তশরিফা
পুঁজিবাজার48 minutes ago

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
তশরিফা
পুঁজিবাজার9 minutes ago

তশরিফা ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার18 minutes ago

বিএসইসি বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ মাকসুদ

তশরিফা
পুঁজিবাজার22 minutes ago

সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার28 minutes ago

পাওয়ারগ্রিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
রাজনীতি37 minutes ago

শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

তশরিফা
পুঁজিবাজার40 minutes ago

ডরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার44 minutes ago

বিকন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার48 minutes ago

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার52 minutes ago

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার59 minutes ago

ইন্ডেক্স এগ্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার9 minutes ago

তশরিফা ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার18 minutes ago

বিএসইসি বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ মাকসুদ

তশরিফা
পুঁজিবাজার22 minutes ago

সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার28 minutes ago

পাওয়ারগ্রিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
রাজনীতি37 minutes ago

শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

তশরিফা
পুঁজিবাজার40 minutes ago

ডরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার44 minutes ago

বিকন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার48 minutes ago

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার52 minutes ago

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার59 minutes ago

ইন্ডেক্স এগ্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার9 minutes ago

তশরিফা ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার18 minutes ago

বিএসইসি বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ মাকসুদ

তশরিফা
পুঁজিবাজার22 minutes ago

সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার28 minutes ago

পাওয়ারগ্রিডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
রাজনীতি37 minutes ago

শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

তশরিফা
পুঁজিবাজার40 minutes ago

ডরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার44 minutes ago

বিকন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার48 minutes ago

নাভানা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার52 minutes ago

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তশরিফা
পুঁজিবাজার59 minutes ago

ইন্ডেক্স এগ্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ