রাজনীতি
নুরের আসনে হাসান মামুনকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীদের শপথ
পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিজয়ী করার লক্ষ্যে দশমিনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। এ উপলক্ষে প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায় নির্বাচনি কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু নেতাকর্মীদের শপথ পাঠ করান। অনুষ্ঠানটির ভিডিও ও ছবি বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ছাড়াও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথবাক্যে মো. শাহ আলম শানু বলেন, আমরা জনগণের স্বার্থে হাসান মামুনের পাশে থাকব। এই নির্বাচনে তাঁর হয়েই মাঠে থাকব এবং তাঁর নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখব। কোনো প্রলোভন বা বিনিময়ের কাছে নিজেদের আদর্শ বিক্রি করব না। ইনশাআল্লাহ।
এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনীতি
২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনও নির্ধারণ করা যায়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজিব ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মনজু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনীতি
প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক শেষে যমুনা ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায়। দেড় ঘণ্টা বৈঠক শেষে ৯টা ১০ মিনিটের দিকে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে, গতবছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
রাজনীতি
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০০ নেতাকর্মী
চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপট থেকেই রাজরাজেশ্বর ইউনিয়নের ২০০ নেতাকর্মী আজ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী হবে।
রাজনীতি
সপরিবারে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন— যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সন্ধ্যা ৭টা ২৮মিনিটে বিএনপি চেয়ারম্যানকে বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও রয়েছেন।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন বিএনপি নেতা তারেক রহমান।
ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
এর আগে বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের জোরালো দাবি তোলে। তবে গত বছরের কোরবানি ঈদের আগের দিন ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান।
এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।
তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ।
রাজনীতি
নতুন জোটের নাম ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ১১টি রাজনৈতিক দলের নতুন জোটের নাম ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৮টায় সংবাদ সন্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বৈঠকে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ নাম চূড়ান্ত করা হয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশসহ নানা স্লোগানও জোটের কর্মসূচিতে থাকবে।
জোট সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমঝোতার ভেতরে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে, জানান সংশ্লিষ্টরা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা আসন সমঝোতায় চূড়ান্ত করতে বৈঠকে বসেন। বৈঠক সূত্রে জানা যায়, কোন দল কতটি আসন পাবে- এ বিষয়টি নিয়েই মূল আলোচনা হয়েছে।
দীর্ঘ আলোচনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হাতপাখা প্রতীকে ৫০টি আসন রেখে বাকি আসনগুলোতে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমঝোতা হয়।
বৈঠকের শেষে খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গে এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো এ আশা করছি।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বোঝে। নির্বাচন প্রতিযোগিতা পূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরণ করবো, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে।
তিনি বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করবো এ জোট যেন অটুট থাকে। কারো মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। কোনো দলীয় প্রার্থী হবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে।



