Connect with us
৬৫২৬৫২৬৫২

খেলাধুলা

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

Published

on

সাপ্তাহিক

এবারের আইপিএলে বংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলা মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রে যদি তারা চায়, তাহলে বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে।’

মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় ভারতের অনেক রাজনৈতিক নেতা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কলকাতা দলের জন্য বড় ধাক্কাই বলা চলে। কেননা বোলিংয়ে বৈচিত্রের কারণে ডেথ ওভারে তিনি খুবই কার্যকরি। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দেবকীনন্দন ঠাকুর আগেই মন্তব্য করেছেন, যে কেকেআরের কর্তৃপক্ষ ও শীর্ষ নেতৃত্বের উচিত মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাইরে রাখা।

অন্যদিকে, বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

এমকে

শেয়ার করুন:-

খেলাধুলা

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

Published

on

সাপ্তাহিক

বিপিএল ক্রিকেটের জমজমাট উৎসবের মাঝেই নেমে এল শোকের কালো ছায়া। শনিবার (২৭ ডিসেম্বর) নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে মাঠেই হার্ট অ্যাটাক করে চিরবিদায় নিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়াই শুরুর ঠিক আগমুহূর্তে তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট অঙ্গন।

রাজশাহীর বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল ঢাকা ক্যাপিটালস। সেই সময় ক্রিকেটারদের নিয়ে গা গরমের অনুশীলন সেশন পরিচালনা করছিলেন জাকি। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই কোচ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিপিএল ঘিরে গত কয়েক দিন ধরেই দারুণ ব্যস্ত ছিলেন মাহবুব আলী জাকি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে নিজের দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আজ ছিল তার দলের প্রথম পরীক্ষা। অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ঠিক আগেই বিদায় নিলেন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে যে, মাঠে অনুশীলন করানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বাংলাদেশের পেস বোলিং শক্তির পেছনেও ছিল তার বড় ভূমিকা। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে নেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদদের মতো তারকা পেসারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এমনকি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার এমন প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবার।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

আগামীকাল সিলেট-রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল

Published

on

সাপ্তাহিক

সব বিতর্ক আর নাটকীয়তার মাঝেও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামীকাল (শুক্রবার) স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে উদ্বোধনী এই লড়াই।

বিপিএল শুরুর আগমুহূর্তে মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনা বেশি হলেও উদ্বোধনী ম্যাচে রয়েছে বাড়তি আকর্ষণ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন জাতীয় দলের দুই অধিনায়ক-রাজশাহীর হয়ে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সিলেটের হয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এখন পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সকে তুলনামূলকভাবে সবচেয়ে গোছানো দল হিসেবেই দেখা হচ্ছে। বিদেশি ক্রিকেটাররা আগেভাগেই দলে যোগ দিয়েছেন, প্রস্তুতিও বেশ পরিকল্পিত। অধিনায়ক শান্ত আগেই জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর ম্যাচে ইতিবাচক ফলই প্রত্যাশা করছেন তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে আজই অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স। নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো মেহেদী হাসান মিরাজকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বীকৃত টি–টোয়েন্টিতে এর আগে ৩৩ ম্যাচে অধিনায়কত্ব করে ১৫টি জয় পেয়েছেন তিনি। ঘরের মাঠে খেলতে নামায় সিলেটও আত্মবিশ্বাসী।

টানা অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের কম্বিনেশন দাঁড় করিয়েছে সিলেট। দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও প্রথম ম্যাচে সবাইকে পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবু ঘরের দর্শকদের সামনে ভালো শুরু করতে চান মিরাজ।

দিনের দ্বিতীয় ম্যাচেও নজর থাকবে মাঠের বাইরের আলোচনার কারণে। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস—দুই দলই সম্প্রতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের অনুশীলন বয়কট করলেও পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে সমাধান হয়েছে। আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়ায় বিসিবি আপাতত দলটির দায়িত্ব নিয়েছে।

সব জটিলতার পরও শেষ পর্যন্ত মাঠেই ফিরছে ক্রিকেট-এটাই আপাতত বিপিএলের সবচেয়ে বড় স্বস্তির খবর।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

Published

on

সাপ্তাহিক

ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল পুঁজি গড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ভারত গুটিয়ে গেছে ১৫৬ রানে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব পেল পাকিস্তান। এর আগে ২০১২ সালে ভারতের সঙ্গে আসরের শিরোপা ভাগাভাগি করেছিল তারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩১ রানে হারিয়ে ফেলে তারা ওপেনার হামজা জহুরের উইকেট। তবে অন্য ওপেনার সামির মিনহাস ক্রিজের এক প্রান্ত আগলে রেখে দাপুটে ব্যাটিং করতে থাকেন। ১১৩ বলে উপহার দেন ১৭২ রানের চমৎকার এক ইনিংস। ১৭ বাউন্ডারি ও ৯ ছক্কায় সাজান অসাধারণ ইনিংসটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৯২ আর তৃতীয় উইকেটে আহমেদ হোসেনের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন সামির। আহমেদ হোসেনের ব্যাট থেকে আসে ৫৬ রানের দারুণ এক ইনিংস। তাতে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের হিমালয়সম সংগ্রহ গড়ে পাকিস্তান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতের হয়ে ৮৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন দীপেশ দেবেন্দ্রন। হেনিল প্যাটেল ৬২ রান দিয়ে নেন ২ উইকেট। সমান দুই উইকেট পান খিলান প্যাটেলও। তবে খরচ করেন ৪৪ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ভারত। ৬৮ রান তুলতেই হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। ৯৪ রান সংগ্রহ করতেই নাই হয়ে যায় ভারতের ৭ উইকেট। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন দীপেশ দেবেন্দ্রন। আর ২৬ রান এনে দেন ওপেনার বৈভব সূর্যবংশী। আর খিলান প্যাটেল যোগ করেন ১৯ রান। তাতে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে গেছে ভারতীয়রা।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আলি রাজা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪৭/৮, ৫০ ওভার (সামির ১৭২, আহমেদ ৫৬, উসমান ৩৫; দেবেন্দ্রন ৩/৮৩, খিলান ২/৪৪, হেনিল ২/৬২)।

ভারত অনূর্ধ্ব-১৯: ১৫৬/১০, ২৬.২ ওভার (দেবেন্দ্রন ৩৬, সূর্যবংশী ২৬; রাজা ৪/৪২, হুজাইফা ২/১২, সুবহান ২/২৯ ও সাইয়াম ২/৩৮)।

ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯১ রানে জয়ী।

ম্যাচসেরা: সামির মিনহাস।

সিরিজ সেরা: সামির মিনহাস।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

Published

on

সাপ্তাহিক

লো স্কোরিং ম্যাচে শঙ্কা ছিল শ্রীলঙ্কার কাছে না আবার হেরে যায়। তাতে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হতো না এবং সেমিফাইনালেই মুখোমুখি হতে হতো ভারতের। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে লো স্কোরকেও কঠিন করে ফেললো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারা। যার ফলে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৮৬ রানে। বাংলাদেশ জয় পেলো ৩৯ রানের ব্যবধানে।

এই জয়ে গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। শ্রীলঙ্কা হলো রানারআপ। সেমিফাইনালে বাংলাদেশ পেলো ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানকে এবং ভারত সেমিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম ফিল্ডিং নিলো তারা। টস হেরে ব্যাট করতে নামতে হয় বাংলাদেশকে। শুরুটা দারুণ করেছিলো জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৮৪ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪৯ রান করে আউট হন আবরার। ৩৬ রান করেন রিফাত বেগ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরপর আজিজুল হাকিম করেন ২৯ রান। কালাম সিদ্দিকি করেন ৩২। এরপর লেট মিডল অর্ডারে ২৯ রান করেন ফরিদ হাসান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দিমান্থা মাহাভিথানা ১৩ রানে আউট হন। ১২ রান করেন ভিরান চামুদিথা। কিথমা ভিথানাপাথিরানা শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক ভিমাথ দিনসারা আউট হন ১৭ রান করে।

চামিকা হিনাতিগালা ৪১ এবং আধাম হিলমি ৩৯ রান করে বাংলাদেশের জয় বিলম্বিত করেন। তবে এই দুই উইকেট পড়ার পর বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় বাতিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

Published

on

সাপ্তাহিক

মাঠের ক্রিকেট গড়ানো নিয়ে সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে বেঁধে দেয়া সময় অনুযায়ী, অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর থেকেই পুণ্যভূমি সিলেটে শুরু হবে বিপিএলের এবারের আসর।

কিন্তু সংশয় দেখা দিয়েছে বিপিএলের উদ্বোধন নিয়ে। আগামী ২৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এবারেরর বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল; কিন্তু সে অনুষ্ঠান নিয়ে জেগেছে সংশয়। সংশয় বলা সম্ভবত কম বলা হলো, উদ্বোধনী অনুষ্ঠানটাই বাতিলের পথে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে এ খবর। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্ভবত বাতিল হচ্ছে ২৪ ডিসেম্বর ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমন কি হলো যে হঠাৎ বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান একদম বাতিল হতে যাচ্ছে? মূলত আগামী ২৫ ডিসেম্বর, প্রায় দেড়যুগ পর বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ধারণা করা হচ্ছে, তার ফেরা উপলক্ষে রাজধানী ঢাকা তথা বিমানবন্দরে স্মরণাতীতকালের বৃহত্তম লোক সমাবেশ ঘটতে যাচ্ছে। সে সংখ্যা ২০ লাখও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওই বিশাল সংখ্যক মানুষ রাজধানীতে এলে একটা বিরাট গণজমায়েত হবে। পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড রেজিমেন্ট, র‌্যাব, আনসারসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ওই বিরাট সমাবেশের নিরাপত্তা প্রদানের কাজে ব্যস্ত থাকবে।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে নামি তারকা ও শিল্পীদের অংশগ্রহণের কথা রয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে।

বিসিবি ও বিপিএলের এক শীর্ষ কর্মকর্তা জানান, যেখানে রাজধানীর বাইরে থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে, সেখানে আমাদের বিসিবি তথা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমরা (বিসিবি) ২৪ ডিসেম্বরের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করার কথাই ভাবছি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার9 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার10 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং

বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বিডি...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার10 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার1 day ago

সিএমজেএফের নতুন সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসাবে যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। (ডিএসইতে যোগদানের পূর্বে...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

জিপিএইচ ইস্পাতের ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সাপ্তাহিক
জাতীয়2 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক3 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক4 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি5 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়5 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক6 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়6 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ7 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক3 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক4 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি5 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়5 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক6 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়6 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ7 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক3 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক4 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি5 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়5 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক6 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়6 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ7 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ