পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৮৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৮২ শতাংশ দর কমেছে।
এমকে
পুঁজিবাজার
বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত
দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার। ২০২৬-২০২৭ সালের (২ বছর মেয়াদে) জন্য তারা দায়িত্ব পালন করবেন।
রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিএমবিএ’র নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পুঁজিবাজার
ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৯২ হাজার ৬৪৭টি শেয়ার ৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৪ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনেটার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে মালেক স্পিনিং এবং রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি দুটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরে মালেক স্পিনিং ১০ শতাংশ এবং রহিম টেক্সটাইল ১০ শতংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এসএম
পুঁজিবাজার
জেমিনি সি ফুডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু ওয়াং ফুড, বেস্ট হোল্ডিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কাট্টলি টেক্সটাইল, এস আলম কোল্ড, ফ্যামিলিটেক্স এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৪ জানুয়ারি) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, পূবালী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।
এসএম



