পুঁজিবাজার
বছরের প্রথম দিনে সূচকের উত্থান, সামান্য বেড়েছে লেনদেন
নতুন বছরের প্রথম ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৩ শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেনের পরিমান সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৬৮ কোটি ১৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৪ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৩টি কোম্পানির, বিপরীতে ৬৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে
পুঁজিবাজার
ফিনিক্স ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৫’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও ৩১ ডিসেম্বর,২০২৫ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
বছরের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫টি কোম্পানির ১৯ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিগুলোর মোট ১৮ লাখ ৩০ হাজার ৮৩৫ টি শেয়ার ৭৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৯৪ লাখ ০৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে গ্রামীনফোনের ৩ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমকে
পুঁজিবাজার
আরামিটের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আরামিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা বা ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নুরানী ডাইংয়ের শেয়ার দর ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সিটি ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং
সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ১৭ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, মনোস্পুল বাংলাদেশ, দেশ গার্মেন্টস, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ওরিয়ন ইনফিউশন, এনআরবিসি ব্যাংক এবং উত্তরা ব্যাংক পিএলসি।
এমকে
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) কোম্পানিটির ১৬ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক। কোম্পানিটির ১৫ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সিটি ব্যাংক, রহিমা ফুড, সায়হাম কটন, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এমকে




