রাজনীতি
নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান কাদের।
ফেসবুক স্ট্যাটাসে কাদের লেখেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পাইছে।
এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলাম’রা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।’
উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলের জোটে এনসিপি ছাড়াও যোগ দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
এমকে
রাজনীতি
মামুনুল হকের নগদ আছে ৮৩ লাখ টাকা, নেই বাড়ি
ঢাকা-১৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মনোনয়নপত্রের সঙ্গে তিনি হলফনামাও জমা দিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, তার হাতে নগদ অর্থ রয়েছে ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় ৬ লাখ ৫৮ হাজার ৪৪৪ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে আয় ৬ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এ সময় তিনি হলফনামাও দাখিল করেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি মাস্টার্স/এম বি এ উল্লেখ করেছেন।
তথ্য অনুযায়ী, তার নামে ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিচারাধীন, একটি তন্তাধীন, বাকি মামলাগুলোতে তিনি প্রত্যাহার, অব্যাহতি বা খালাস পেয়েছেন।
মামুনুল হকের জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ব্যাংকে তার কোনো টাকা নেই। তার বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত কোনো শেয়ার নেই। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে এক লাখ টাকার। তার নামে দুই লাখ টাকার আসবাবপত্র রয়েছে। কোনো আগ্নেয়াস্ত্র নেই। অকৃষি জমির মূল্য ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা। তার নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন বা কৃষি জমি নেই।
তিনি ২০২৫-২০২৬ সালের আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। আয়কর রিটার্নে সম্পদের মোট মূল্য ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৯৫ টাকা উল্লেখ করা হয়েছে এবং তিনি ৪৯ হাজার ৩৪ টাকা আয়কর দিয়েছেন।
রাজনীতি
সারজিস আলমকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থী হওয়ায় পঞ্চগড়-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কাছে নিজের মনোনয়নপত্র জমা না দিয়ে এনসিপি প্রার্থী সারজিস আলমের সঙ্গে উপস্থিত থাকেন।
এ সময় অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সে কারণেই পঞ্চগড়-১ আসনে আমি মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা হবে।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এনসিপির প্রার্থী সারজিস আলম সাংবাদিকদের বলেন, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো পেশিশক্তি ও কালো টাকার দাপট, সহিংসতা ও হানাহানি আমরা আর দেখতে চাই না। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে অনেক মানুষের রক্ত, ত্যাগ ও অঙ্গহানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজনীতি
কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া এক লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণ রয়েছে। পাশাপাশি ১১ দশমিক ৭৭ শতক জমির ওপরে তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা।
একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন। তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।
নির্বাচনি হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।
রাজনীতি
পাটোয়ারীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের ড. হেলাল
ঢাকা-৮ আসনে জোটের সমীকরণে বাদ পড়েছেন আসনটিতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি আসনটিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে শুভকামনা জানিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, দেশ গঠনের বৃহত্তর স্বার্থে ও জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্যের জন্য কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি আন্তরিক সমর্থন জানাচ্ছি।
ঢাকা- ৮ আসনে জনাব নাসিরুদ্দীন পাটোয়ারির জন্য মন থেকে শুভকামনা রইলো।
ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল প্রায় আট মাস আগে। সাংগঠনিক সিদ্ধান্ত মেনে তখন থেকে কাজে নেমে পড়েছিলাম। ঢাকার এমন একটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেওয়ায় প্রথম দিকে মনে কিছুটা ভয় থাকলেও আত্মবিশ্বাসও ছিল।
হেলাল উদ্দিন লেখেন, আমার সাংগঠনিক সহকর্মীরা আমাকে সাহস যুগিয়েছেন এবং সর্বোচ্চটুকু উজাড় করে সহায়তা করেছেন। ভাইদের পাশাপাশি বোনরাও রাতদিন খেটেছেন। বাসায় বাসায় গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর ফলে অল্প কয়দিনেই ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে।
এই গণজোয়ার তৈরিতে ভূমিকা রাখা আমার দ্বীনি ভাইরা আশাকরি প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তে মন খারাপ করবেন না। জাতির বৃহত্তর স্বার্থে সংগঠনের সিদ্ধান্তকে মেনে নেওয়ার অনুরোধ করছি। আমরা শুধু এই সিদ্ধান্ত মেনেই নেব না, জোটের প্রার্থীকেই আমাদের প্রার্থী হিসেবে ধরে নিয়ে আগের মতই কাজ করে যাব ইনশাআল্লাহ।
ঢাকা-৮ আসনটি আরেক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এই আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন শহীদ ওসমান বিন হাদি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, সেই অবস্থান থেকে শহীদ হাদির মতই জুলাইয়ের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা নাসিরুদ্দীন পাটোয়ারিকে এই আসন দেওয়ায় তাকে স্বাগত জানাই। আমি তার সাফল্য ও মঙ্গল কামনা করছি এবং দোয়া করছি বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
রাজনীতি
এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বিকেলে এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এনসিপির মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ। এ বিষয়ে ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’
মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে।
যদিও আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন।




