পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, সামান্য বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯ শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৮ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১০০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ১৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে
পুঁজিবাজার
পুঁজিবাজার উন্নয়নে ডিএসই-সিএসইর সঙ্গে বিএসইসির বৈঠক
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই স্টেকহোল্ডারের সঙ্গে পৃথক সভায় পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিন সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, পরিচালক ড. মাহমুদ হাসান অংশগ্রহণ করেন।
এছাড়া, এদিন সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া, পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির, পরিচালক রিচার্ড ডি রোজারিও, পরিচালক মিনহাজ মান্নান ইমন, পরিচালক মো. হানিফ ভূইয়া ও পরিচালক মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।
পুঁজিবাজার
ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ারের যোগদান
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নুজহাত আনোয়ার। রবিবার (২৮ ডিসেম্বর) তিনি এ পদে যোগ দেন বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৮ ডিসেম্বর নুজহাতকে ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। তিনি প্রতিষ্ঠানটির প্রথম নারী এমডি।
ডিএসই জানায়, নুজহাতের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন, যেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে একাধিক সিনিয়র নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন।
নুজহাতের দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।
তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। তিনি বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি প্রতিষ্ঠা এবং দেশটিতে এর প্রথম বিনিয়োগসহ টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নুজহাত ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে মোট ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির ৩৫ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৭৮ লাখ ৬২ হাজার ৩২৩ টি শেয়ার ৩৫ বারে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের ৮ কোটি ৬১ লাখ টাকার, দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৯ লাখ ৮১ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এমকে
পুঁজিবাজার
যমুনা অয়েলের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার (২৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর টাকা ১৮ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, এপোলো ইস্পাত, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা আরামিটের দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯১ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, তমিজুদ্দিন টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান।
এমকে




