পুঁজিবাজার
পূণ:মূল্যায়নে ইসলামিক ফাইন্যান্সের সম্পদ বৃদ্ধি
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির জমি ও ভবন পূণ:মূল্যায়নে কোম্পানিটির প্রায় ৩০ কোটি টাকার সম্পদ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির জমি ও ভবন পূণ:মূল্যায়ন পূর্ব আর্থিক হিসাবে মূল্য ছিল ২৭ কোটি ৬৮ লাখ টাকা। যা পূণ:মূল্যায়নের মাধ্যমে বাজার দর হয়েছে ৫৮ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির পূণ:মূল্যায়নে ৩০ কোটি ৪৮ লাখ টাকার সম্পদ বেড়েছে।
এসএম
পুঁজিবাজার
শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৬০ পয়সা বা ৮.৪০ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নূরানী ডায়িং। কোম্পানিটির শেয়ার দর ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর ৩.৬৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইয়াকিন পলিমার, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, আইসিবি ইমপ্লয়ি প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান, জিলবাংলা সুগার মিল এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে মুন্নু এগ্রো
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৯ টাকা ৭০ পয়সা বা ৮ দমমিক ৭৪ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, জেমিনি সি ফুড, খান ব্রাদার্স, নিটল ইন্স্যুরেন্স এবং মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ ডিসেম্বর) কোম্পানিটির ১৮ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন। কোম্পানিটির ১৬ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
তিন শতাধিক শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯২ কোটি ২০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০২টি কোম্পানির, বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। আর ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
ইস্টার্ন ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিএসইসি চিঠির মাধ্যমে বন্ড ইস্যুতে সম্মতি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট ও কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্যাসেল-৩ অনুযায়ি টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে।
এসএম




