Connect with us
৬৫২৬৫২৬৫২

রাজনীতি

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

Published

on

মেঘনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মধ্যে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই প্রস্তুতি রাখতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মির্জা ফখরুল বলেন, আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই। দেশের মর্যাদা প্রতিষ্ঠায় তারেক রহমানের যে চিন্তা–ভাবনা, তা বাস্তবায়নে আমরা এগিয়ে যেতে চাই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপি মহাসচিব বলেন, এখন লড়াই হচ্ছে নির্বাচনে জয়লাভের লড়াই। এই নির্বাচনে আমাদের পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত করতে হবে। অনেক বাধা আসবে, প্রচারণা চলবে। কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, হবেও না।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, মুক্তিযুদ্ধের দল, গণতন্ত্রের সংগ্রামের দল। আমাদের সাফল্য আসবে ইস্পাতদৃঢ় ঐক্য থেকে, অন্য কোনো কিছু নয়।

১৯৭১-এর প্রজন্মকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কোন সাহসে এমন কথা বলা হয়? ১৯৭১ আমাদের অস্তিত্ব। এটা সবসময় মনে রাখতে হবে।

তিনি বলেন, আজ অন্ধকার থেকে আবারও এক ধরনের কালো থাবা বেরিয়ে আসছে কি না, তা নিয়ে শঙ্কা আছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সেই শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান গড়ার লড়াই, অন্যদিকে অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই—দুটি নিয়েই এগোতে হবে। জাতি কখনও সংগ্রাম ছাড়া উপরে ওঠে না। ১৯৭১ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই আন্দোলন পর্যন্ত তরুণরা প্রাণ দিয়েছে। তাদের আত্মত্যাগকে শক্তি হিসেবে নিয়ে এবারও আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

সবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

Published

on

মেঘনা

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী মহল যোগসাজশে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এআই দিয়ে কিছু ছবি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছে ওয়াল্ড হিন্দু স্টাগলের সভাপতি শিপন কুমার বসু। তিনি আরও বলেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেয়ার কারণ উল্লেখ করে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণ নদী বলেন, জামায়াতে ইসলামীর দলে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন বলে জানান তিনি। নির্বাচনের মাঠে সাড়া পাচ্ছেন সব ধর্মের মানুষের।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

বিলবোর্ড অপসারণে পক্ষপাতিত্বের অভিযোগ

Published

on

মেঘনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বলবৎ হবে আচরণবিধিসহ নির্বাচনি আইন। মোড়ে-মোড়ে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন থাকবে না এবং আনুষ্ঠানিক প্রচারণার নির্ধারিত সময়ের আগে মিছিল-মিটিংও করা যাবে না। এই প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার সরানো হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে অভিযোগ উঠেছে, কিছু কিছু স্থানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। সরেজমিনে ঢাকা-৮ আসনের অন্তর্গত বিজয়নগর এলাকায় দেখা গেছে, জামায়াত সমর্থিত ড. হেলাল উদ্দিনের বিলবোর্ড সরানো হয়েছে, কিন্তু বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের বিলবোর্ড এখনও রয়েছে। মির্জা আব্বাসের একটি বিলবোর্ড রয়েছে বিজয়নগর নুর মসজিদের পশ্চিম পাশে। এই সময় তার বিপরীতে থাকা ড. হেলাল উদ্দিনের বিলবোর্ড সরানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশেও মির্জা আব্বাসের বিলবোর্ড এখনও দেখা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, “বিলবোর্ড অপসারণ কার্যক্রম স্বচ্ছ নয় এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, “সব বিলবোর্ড ও ব্যানার সরানোর অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।”

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

কলকাতা থেকে পালাতে পারছে না আ.লীগের সহস্রাধিক নেতা

Published

on

মেঘনা

৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর দেশ ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এবং পুলিশ কর্মকর্তার একটি বড় অংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাদের মধ্যে অনেকে আবার তৃতীয় দেশে যেতে চাইলেও ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ নিয়ে পলাতকদের মাঝে শঙ্কা বেড়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেনীর এক বিতর্কিত নেতা, যিনি দীর্ঘদিন স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতেন, রাজনৈতিক অস্থিরতার পরপরই পরিবারসহ কলকাতা গিয়ে উঠেছেন।

সম্প্রতি লন্ডনমুখী হতে চাইলেও কলকাতা বিমানবন্দর থেকে অনুমতি না থাকায় তাকে ফেরত পাঠানো হয়। পুলিশের এক অতিরিক্ত ডিআইজিও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সর্বশেষ অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদকের সঙ্গে কথা বলা বেশ কয়েকজন পলাতক নেতা ও পুলিশ কর্পোরেটও বিষয়টি স্বীকার করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী, এমপি, দলীয় নেতা–কর্মী এবং বহু পুলিশ কর্মকর্তা আত্মগোপন করেন। এদের বড় অংশ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন- ত্রিপুরা, আগরতলা, কলকাতা, আসাম থেকে মেঘালয় পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন তারা। কেউ কেউ হোটেল ভাড়া নিয়েছেন, অনেকে শহরতলিতে সস্তা বাসায় থাকছেন।

ভারতে থাকা নেতাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ, কারো কাছে বৈধ কাগজপত্র নেই- ফলে ভারত ছাড়াও সম্ভব হচ্ছে না।

আবার সেখানে অবস্থান করলেও পুলিশি নজরদারি এড়াতে তারা দিনের বেলা ঘরে থাকেন, রাতেই বাইরে বের হন।

আসাদুজ্জামান খানের অবস্থান নিয়ে ধোঁয়াশা

ভারত থেকে কথা বলা এক আওয়ামী লীগ নেতা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। রায় ঘোষণার আগের দিন নিউ মার্কেটে দেখা মিললেও এরপর আর তার অবস্থান কারও জানা নেই। তবে তিনি ভারতেই আছেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও এসব নেতা দাবি করছেন তারা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়, তবুও অভিযোগ আছে—কলকাতায় বসে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্যান্য মাধ্যমে দেশে থাকা অনুসারীদের নির্দেশনা দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সহস্রাধিক নেতা ভারতে

আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ খসড়া তালিকা অনুযায়ী, প্রায় দুই হাজারের মতো নেতা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে সহস্রাধিক নেতা রয়েছেন ভারতে- বিশেষত কলকাতায়। হোয়াটসঅ্যাপ বা অনলাইন মিটিংয়ের মাধ্যমে দল পুনর্গঠনের চেষ্টা চলছে বলেও কয়েকজন নেতা জানিয়েছেন।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একটি ইউনিট সম্প্রতি কলকাতায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে। তারা সপ্তাহখানেক অবস্থান করে পলাতকদের ঠিকানা, চলাফেরা ও যোগাযোগের বিষয়ে তথ্য নিয়ে সদর দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছে।

কলকাতার কয়েকটি হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের আগমন বাড়তে থাকে।

নিউ মার্কেট, নিউটাউন, মারকুস স্ট্রিট ও গড়িয়া এলাকায় তাদের উপস্থিতি বেশি। কলকাতা পুলিশের দল প্রায় প্রতিদিনই হোটেলে গিয়ে বাংলাদেশি অতিথিদের বিষয়ে খোঁজখবর নেয়, তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় কেউকে হয়রানি করা হচ্ছে না।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জনতার মতামতেই তৈরি হবে জামায়াতের নির্বাচনি ইশতেহার: জামায়াত আমির

Published

on

মেঘনা

আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জামায়াত আমির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনি ইশতেহার। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এক নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ দিন ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।

নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, সব অপরাধের যাত্রা শুরু হয় অপ-নির্বাচন থেকে। তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে। অনেকে নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না। তাদের প্রতি আহ্বান জানাব, পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠা করবেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

Published

on

মেঘনা

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।’

জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মেঘনা মেঘনা
পুঁজিবাজার1 hour ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৬২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার2 hours ago

শেষ কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার5 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১৫৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার5 hours ago

শেয়ারবাজারে উল্টো পদচারণা, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হয়েছে এর উল্টো।...

মেঘনা মেঘনা
পুঁজিবাজার19 hours ago

লোকসান বেড়েছে লুব-রেফের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মেঘনা
জাতীয়4 minutes ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি15 minutes ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি21 minutes ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য28 minutes ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়37 minutes ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়39 minutes ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী51 minutes ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
রাজনীতি1 hour ago

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

মেঘনা
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

মেঘনা
পুঁজিবাজার1 hour ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

মেঘনা
জাতীয়4 minutes ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি15 minutes ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি21 minutes ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য28 minutes ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়37 minutes ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়39 minutes ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী51 minutes ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
রাজনীতি1 hour ago

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

মেঘনা
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

মেঘনা
পুঁজিবাজার1 hour ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

মেঘনা
জাতীয়4 minutes ago

নাগরিকদের বাংলাদেশসহ চার দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

মেঘনা
রাজনীতি15 minutes ago

জামায়াতের প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে: কৃষ্ণ নন্দী

মেঘনা
অর্থনীতি21 minutes ago

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপার মাত্র: বাংলাদেশ ব্যাংক

মেঘনা
স্বাস্থ্য28 minutes ago

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

মেঘনা
জাতীয়37 minutes ago

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

মেঘনা
জাতীয়39 minutes ago

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

মেঘনা
রাজধানী51 minutes ago

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

মেঘনা
রাজনীতি1 hour ago

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

মেঘনা
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

মেঘনা
পুঁজিবাজার1 hour ago

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন