পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩১৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইস্টার্ণ কেবলস, আরডি ফুড, ইন্টার্ণ লুব্রিবেন্টস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৮৮ হাজার ৪৬৬টি শেয়ার ৮০ বারে হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্যে ২১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডের। এদিন ব্লকে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬ কোটি ০৯ লাখ ৩১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিকিউ বলপেন। কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৯৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল।
এসএম
পুঁজিবাজার
ডরিন পাওয়ারের নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নরসিংদীর ২২ মেগাওয়াট ওই পাওয়ার প্লান্টটির সঙ্গে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) ১৫ বছরের মেয়াদ শেষ হয়েছে। কোম্পানিটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে বিআরইবি। এই পরিস্থিতিতে ওই পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানির মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি আর বাণিজ্যিকভাবে কার্যক্রমে রাখা সম্ভব নয়, তাই সম্পদ বিক্রির সিদ্ধান্তটি তাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে গৃহীত হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ইসলামী ব্যাংকের এজিএমের তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশে কোম্পানিটি এজিএমের তারিখ ও সময় চূড়ান্ত করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এজিএমের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ৭ ডিসেম্বর জারি করা আদেশ (কোম্পানি ম্যাটার নং ১১০৭ অফ ২০২৫) মেনে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রতিপালন নিশ্চিত করতেই পর্ষদ ত্বরিত গতিতে সভার আয়োজন করছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৪২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর,২০২৫ তারিখে সকাল ১০টায়। সভাটি সম্পূর্ণ সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
এসএম
পুঁজিবাজার
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৬.৭৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জাহিনটেক্সের শেয়ার দর ৩.৬৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা সিমেন্ট, একমি পেস্টিসাইডস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, একমি পেস্টিসাইডস, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যালস, মেঘনা পেট্রোলিয়াম, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এসএম




