কর্পোরেট সংবাদ
ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাচ্ছে বিকাশে
এখন ঘরে বসেই যাত্রীরা মেট্রোরেলের কার্ড রিচার্জ করতে পারছেন বিকাশে। নতুন এই সুবিধার মাধ্যমে যাত্রীদের আর স্টেশন কিংবা ব্যাংকের বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করার ঝামেলা যেমন থাকলো না তেমনি মেট্রোরেল কর্তৃপক্ষের কার্ড রিচার্জ ব্যবস্থাপনাও হলো আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী।
বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের কার্ড ব্যবহৃত হচ্ছে – র্যাপিড ও এমআরটি পাস। নতুন ব্যবস্থায় দুই ধরনের কার্ডই বিকাশ-এর মাধ্যমে রিচার্জ করা যাবে। আর, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মেট্রোরেলের কার্ডের রিচার্জ বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% করে ক্যাশব্যাক। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বারে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।
মেট্রোরেলের কার্ড রিচার্জ করার জন্য বিকাশ অ্যাপের সাজেশন বক্স থেকে মেট্রোরেল আইকনে ট্যাপ করে অথবা সরাসরি র্যাপিড পাস এর ওয়েবসাইট (www.rapidpass.com.bd) বা অ্যাপে যেতে হবে। র্যাপিড পাস ওয়েবসাইটে নিবন্ধন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর গ্রাহকের কার্ডটির তথ্য দিয়ে কার্ডটি নিবন্ধন করতে হবে।
পরের ধাপে রিচার্জ অপশনে যেয়ে যে কার্ডটি রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করে নিশ্চিত করলেই কার্ডটি রিচার্জ হয়ে যাবে। অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম)-এ কার্ডটি ট্যাপ করে রিচার্জকৃত ব্যালেন্স যুক্ত করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে। একটি কার্ডে একবারে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
এমকে
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকের সাথে খুলনা জোনের গ্রাহকদের মতবিনিময়
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় করেছেন ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকের খুলনা জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং খুলনা জোনপ্রধান মো. আব্দুর রউফসহ ব্যাংকের গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিমিয় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের তারল্য চাহিদাসহ বিভিন্ন ব্যাংকিং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সেসব বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রাহকদের আরো আস্থার সাথে এই ব্যাংকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
সভায় গ্রাহকরা জানান, দীর্ঘদিন তারা এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সার্বিক সেবা কার্যক্রম ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট। তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন তারা।
এমকে
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংক ও মাস্টারকার্ডের অংশীদারিত্বে চালু হলো ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড
সিটি ব্যাংক মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে মাস্টারকার্ড নেটওয়ার্কের অধীনে তাদের প্রথম ক্রেডিট কার্ড—সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড—চালু করেছে, যা প্রিমিয়াম ব্যাংকিংয়ে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।
দেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই বিশেষ কার্ডটি অসাধারণ জীবনযাত্রা-সংক্রান্ত সুবিধা, ব্যক্তিগতভাবে উপযোগী সেবা এবং বিশ্বব্যাপী অতুলনীয় প্রবেশাধিকারের সুযোগ প্রদান করে।
সোমবার (২৪ নভেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডের উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার সঙ্গে বিস্তৃত উন্নত সুবিধা নিয়ে এসেছে। কার্ডধারীরা পাবেন ১০ হাজার টাকা মূল্যের স্বাগত উপহার ভাউচার এবং সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ-পরামর্শ সেবা। তাঁরা শেরাটন ঢাকা, দি ওয়েস্টিন ঢাকা, লে মেরিডিয়ানসহ দেশের বিভিন্ন পাঁচতারকা হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’বুফে সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাউঞ্জকি-এর মাধ্যমে বিদেশি বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং সিটি ব্যাংকের সকল লাউঞ্জে সীমাহীন প্রবেশাধিকার পাবেন।
কার্ডধারীরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধাসমূহও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যের আবাসন এবং বিশেষ খাদ্যাভিজ্ঞতা।
সদস্যরা আরও পাবেন তিন মাস মেয়াদি স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ (মেরিনা বে স্যান্ডস), ফ্লেক্সিরোম-এর মাধ্যমে বৈশ্বিক ডেটা রোমিং সুবিধা, ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদ এবং টিপিসি গলফ গেইন সুবিধা। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক মাস্টারকার্ড পরিচারক-সহায়তা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় এবং ভূমিভিত্তিক পরিবহনে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত ক্রেডিট সুবিধা। এ ছাড়া দেশের পাঁচ হাজারেরও বেশি অংশীদার বিক্রয়কেন্দ্রে ০% কিস্তি সুবিধা এবং নির্বাচিত বিভিন্ন রেস্তোরাঁ, পোশাকের দোকান ও জীবনযাপন-সংক্রান্ত ব্র্যান্ডে বিশেষ ছাড়ও থাকছে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, এই উদ্বোধন বাংলাদেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের আর্থিক সেবা ও অভিজ্ঞতা প্রদানের এক উজ্জ্বল প্রমাণ।
মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশে এমন এক শ্রেণির মানুষ তৈরি হচ্ছে যারা বিশ্বমানের সেবা প্রত্যাশা করেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেক্ষাপটকেও গুরুত্ব দেন। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের পরিবর্তিত প্রত্যাশার প্রতিফলন। মাস্টারকার্ডে আমরা শুধু লেনদেনের বাইরে গিয়ে উন্নত অভিজ্ঞতা, সহজ প্রবেশাধিকার, সুবিধা এবং জীবনযাত্রা-সংক্রান্ত বৈশিষ্ট্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সিটি ব্যাংকের সঙ্গে আমাদের এই সহযোগিতা বাংলাদেশে উন্নতমানের ব্যাংকিং সেবার ভবিষ্যৎ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এমকে
কর্পোরেট সংবাদ
বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান
দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োগ দিয়েছে। ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দেশজুড়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে কাজী মাহবুব হাসানের। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারগুলোতে রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন, ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নের সফল অভিজ্ঞতাও রয়েছে তার।
কাজী মাহবুব হাসান সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসি’র প্রতিষ্ঠাতা সিইও হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে তিনি একদম গোড়া থেকে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে নেতৃত্ব দেন। পাশাপাশি, রবি আজিয়াটার সিআইও হিসেবে তিনি অপারেটরটির আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা এবং বড় মাপের প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নত এই সেবাসমূহ নিশ্চিত করেছে প্রায় শূন্য ডাউনটাইম ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল সেবা।
এর আগে তিনি দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে ও আইবিএম ইউকে -তে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। ডয়চে টেলিকম ও ইউনিলিভারের মতো বৈশ্বিক ক্লায়েন্টদের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও কাজী মাহবুব হাসান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা কাজী মাহবুব হাসান একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থী।
নিয়োগ প্রসঙ্গে কাজী মাহবুব হাসান বলেন, “দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটরের অংশ হিসেবে কাজ করার মানে হচ্ছে, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হওয়া। আমি এমন ব্র্যান্ড গড়ে তুলতে চাই, যারা মানুষের প্রয়োজন বোঝে, তাদের কথা শোনে এবং সহানুভুতির সাথে সহজ ও কার্যকর সমাধান নিশিচত করে। যাত্রার শুরু থেকেই বাংলালিংক এর গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন দায়িত্বে আমার লক্ষ্য প্রতিটি সেবার অভিজ্ঞতাকে আরও উন্নত করা; যেন প্রতিটি কানেকশন শুধুমাত্র মানুষকে একে অপরের সাথে যুক্তই করবে না; পাশাপাশি, সত্যিকার অর্থেই তাদের জীবনকে সমৃদ্ধ করবে।”
এমকে
কর্পোরেট সংবাদ
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিন বিভাগে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে। কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ পুরস্কার অর্জন করেছে।
২২ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড এ পুরস্কার প্রদান করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিতিতে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



