পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করলো বিএসইসি
																								
												
												
											পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কমিশন থেকে এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে জানানো হয়েছে, তাদের প্রাইভেট প্লেসমেন্টের মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটির প্রস্তাব বাতিল করা হয়েছে।
এর আগে গত ২৯ জুন ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, তাদের পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।
আনসিকিউরড, নন-কনর্ভাটিবল এবং ফুললি রিডেমেবল বৈশিষ্ট্যের এই বন্ডটি ইস্যু করে তাদের ব্যাসেল-৩ মানদণ্ডের অধীনে থাকা টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিল ব্যাংকটি। যার সুদহার ফ্লোটিং (ভাসমান) এবং নিয়ন্ত্রক সংস্থা নির্দেশনা অনুযায়ী নির্ধারণের কথা জানানো হয়েছিল তখন। আর এই বন্ডের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছিল ৭ বছর।
																	
																															পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
														পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এসএম
পুঁজিবাজার
মেট্রো স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
														পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
														সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার (০৩ নভেম্বর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার এবং সিমটেক্সইন্ডাস্ট্রিজ পিএলসি ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার
ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
														সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩০০টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১১ পয়সা বা ১০ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে তমিজুদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৮ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার, রেনউইক যঞ্জেশ্বর, গোল্ডেন সন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস
														সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৫টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৭.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩১শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ৫.১৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউসিবি, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
	
     
 
	
	
	
	


														
																											
														
																											
														
																											
														
																											
														
																											
														
																											
														
																											