পুঁজিবাজার
পূরবী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৯ শতাংশ
 
																								
												
												
											পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কেমেছে ৯ শতাংশ।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ৩১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৫ পয়সা।
এসএম
 
																	
																															পুঁজিবাজার
ফিনিক্স ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫৭ শতাংশ
 
														পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫৭ শতাংশ।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫৯ পয়সা আয় হয়েছিলো।
সূত্র মতে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ২২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।
এসএম
পুঁজিবাজার
প্রিমিয়ার লিজিংয়ের লোকসান কমেছে
 
														পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা লোকসান হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ৬ টাকা ২২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৭৮ টাকা ৯৯ পয়সা।
এসএম
পুঁজিবাজার
বাংলাদেশ ফাইন্যান্সের সাফল্যের ধারা অব্যাহত; ইপিএস প্রবৃদ্ধি ১৬০ শতাংশ
 
														বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। অনিরীক্ষিত আর্থিক ফলাফল কোম্পানির কার্যক্রমে স্থিতিশীলতা, কৌশলগত শৃঙ্খলা এবং বিচক্ষণ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটিয়েছে যা নন-ব্যাংকিং আর্থিক খাতে চলমান চ্যালেঞ্জের মধ্যেও কোম্পানির দৃঢ় অবস্থান ও স্থিতিস্থাপকতা প্রমাণ করে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নয় মাসে কোম্পানিটি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্জন করেছে ৫৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৯৫ পয়সা লোকসান ছিলো। যা বিগত বছরের একই সময়ের তুলনায় ১৬০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৮ পয়সা।
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে সমন্বিত ফলাফলের এই উল্লেখযোগ্য উন্নতির মূল কারণ ছিল ঋণ, লিজ ও বিনিয়োগের বিপরীতে প্রভিশন হ্রাস পাওয়া এবং পূঁজিবাজারে বিনিয়োগ পোর্টফোলিওর কৌশলগত পুনর্গঠনের ফলে অতিরিক্ত প্রভিশন সমন্বয়। এই পদক্ষেপগুলো কোম্পানির নীট মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে এবং এর ফলাফল কোম্পানির শক্তিশালী ব্যালান্স শীট ব্যবস্থাপনা ও কার্যকর ঝুঁকি নিয়ন্ত্রণ কাঠামোর প্রতিফলন।
আর্থিক খাতে সার্বিক তারল্য সংকট, করপোরেট গ্রাহকদের অনিয়মিত ঋণ পরিশোধ এবং তহবিল ব্যয় বৃদ্ধির মতো প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি আর্থিক শৃঙ্খলা, ব্যয় দক্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। কোম্পানিটি এসএমই ও রিটেইল খাতে ঋণ পোর্টফোলিও বৈচিত্র্যকরণের পাশাপাশি আমানত ভিত্তি আরও শক্তিশালী করা এবং প্রযুক্তি-নির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে কার্যকরী দক্ষতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করছে।
ক্রমাগত উন্নতি এবং সুসংহত কৌশলগত পরিকল্পনার ধারাবাহিকতায় বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ভবিষ্যতেও প্রবৃদ্ধির ধারা বজায় রাখার বিষয়ে আশাবাদী। কোম্পানি তার সকল অংশীজনের প্রতি স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
এসএম
পুঁজিবাজার
প্রধান কার্যালয়ের জন্য জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
 
														পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) করপোরেট হেড অফিস স্থাপনের জন্য রাজধানীর গুলশানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত জমির প্লট নাম্বার-১১০, রোড নাম্বার-১১৩, গুলশান এভিনিউ। জমির পরিমাণ ২০ কাঠা। এই জমি কিনতে মূল্য সংযোজন কর এবং রেজিস্ট্রেশন খরচ ছাড়াই ব্যাংকটির ৩শ কোটি টাকা ব্যয় হবে।
এর আগে এমটিবির পরিচালনা পর্ষদ গুলশান-১ এর ১৩৮ নাম্বার সড়কের ১ নাম্বার প্লটে নির্মিত দ্যা কিউব নামের ২১তলা বাণিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছিল। গতকালের পর্ষদ সভায় আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।
গতকালের পর্ষদ সভায় এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরও একই সময়ে আয় ১ টাকা ৮৮ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৪১ শেয়ারদর
 
														সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪১টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৯ ও ১৯৮৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৩১ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টি, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের।
এসএম
 
	
     
 
	
	
	
	 
												


 
														 
																											 
														 
																											 
														 
																											 
														 
																											 
														 
																											 
														 
																											 
														 
																											

 
											 
											