বীমা
ফারইস্ট ইসলামী লাইফের সিইও পদে কামরুল হাসানের নিয়োগ বাতিল
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইন অনুযায়ী বীমা কোম্পানির সিইও পদে নিয়োগ পেতে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় তার নিয়োগ নামঞ্জুর করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আইডিআরএ’র পরিচালক (লাইফ) ও উপসচিব রকিবুল রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়।
চিঠিতে বলা হয়, ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(ক) অনুসারে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট দাখিল করার বিধান থাকা সত্ত্বেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তার বিদেশ থেকে অর্জিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট এবং স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করা হয়নি।
এছাড়া তিনি তার জীবন বৃত্তান্তে বিভিন্ন লাইফ বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোনো প্রমাণক দাখিল করেননি এবং তিনি তিনটি লাইফ বীমা প্রতিষ্ঠানে (প্রোটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স) মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন উল্লেখ করলেও কর্ম অভিজ্ঞতার কোনো প্রমাণক দাখিল করা হয়নি।
এছাড়াও, ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(খ) অনুসারে লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতার প্রমাণক সংযুক্ত করা হয়নি। প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ঋণখেলাপী নন মর্মে বীমা কোম্পানির পর্ষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র সংযুক্ত করা হয়নি। কর্তৃপক্ষের জারিকৃত চেকলিস্ট মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের সুপারিশ সম্বলিত এনআরসি কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি প্রদান করা হয়নি।
ফলে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ কর্তৃক নামঞ্জুর করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এসএম
বীমা
ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাদল, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান
বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। কোম্পানীর অন্যতম পরিচালক কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের ২৮৪তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়।
চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ব্যাংকিং ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব এবং স্বনামধন্য শিল্প উদ্যোক্তা। ইতোপূর্বে তিনি এনসিসি ব্যাংক লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতীক সিরামিকের চেয়ারম্যান এবং গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তোফাজ্জল হোসেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক সদস্য এবং বিজিএমইএ-এর ব্যাংকিং এন্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর দাতা সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টি বোর্ডের সদস্য। লেখক, গবেষক ও আলোচক হিসেবে সমধিক পরিচিত জনাব তোফাজ্জল হোসেন গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ষ্ট্রাটেজিক এন্ড পীস স্টাডিজ’ এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।
ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক ও গার্মেন্টস এবং অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপাটিজ এবং কানাডিয়ান সুয়েটারের পরিচালক। তিনি ব্যাংক-বীমা সেক্টরের অন্যতম উদ্যোক্তা ও ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মরহুম কে এম হাবীব জামানের সহধর্মীনী। কাজী মাহমুদা জামান ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম. এ পাশ করেন। পরবর্তীতে তিনি টি এন্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া গ্রামের বিশিষ্ট কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন।
কাজী মাহমুদা জামান নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি দেশের বিভিন্নএলাকার পাশাপাশি নিজ এলাকা গাজীপুরের কালিগঞ্জের মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করছেন।




