পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো রেনউইক যজ্ঞেশ্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সামপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
ডিএসই পরিচালক ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। খোদ ডিএসইর এক সদস্য লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ডিবিএ এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অসদাচরণের অভিযোগে ডিএসই ও ডিবিএ সদস্য ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাউছার আল মামুন বুধবার এক লিখিত প্রতিবাদ ও সতর্কীকরণ পত্রের মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করেন।
তিনি অভিযোগ করেন, বিগত দুইটি ডিএসই ও ডিবিএ এর সাধারণ সভায় (এজিএম) বক্তব্য উপস্থাপন করতে দাঁড়ালেই মিনহাজ মান্নান ইমন সভাপতিকে নির্দেশনা দিয়ে তার বক্তব্য থামানোর চেষ্টা করেন। এতে একজন সদস্য হিসেবে তিনি অযথা বাধা, অস্বস্তি ও অপমানের শিকার হন বলে দাবি করেন। কোন সমস্যা নিয়ে ডিএসই বা ডিবিএ’র সাধারণ সভায় কথা বলতে গেলেই কণ্ঠরোধ করতে চাওয়া তো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে যোগ করেন কাউসার আল মামুন।
কাউছার আল মামুন জানান, সর্বশেষ ডিবিএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বক্তব্য শুরু করার আগেই ইমন প্রকাশ্যে “বক্তব্য সংক্ষিপ্ত করুন” বলে চরম ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে নির্দেশ দেন। এতে তিনি অপদস্থ ও অসম্মানিত বোধ করেন। তার অভিযোগ, নির্বাচিত পদকে প্রভাব খাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করে ইমন বারবার সভার স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করেছেন।
পত্রে তিনি উল্লেখ করেন, ডিএসই ও ডিবিএ কোনো ব্যক্তির একচ্ছত্র আধিপত্যের জায়গা নয়; বরং এটি সব সদস্যের সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সবারই সমান। কিন্তু একজন পরিচালক হিসেবে মিনহাজ ইমনের আচরণ প্রতিষ্ঠানের মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করছে।
অভিযোগপত্রের মাধ্যমে তিন দফা কঠোর বার্তা দেন ইমনকে- ১) সাধারণ সভায় সদস্যদের বক্তব্যে বাধা বা নির্দেশনা দিয়ে অনধিকার চর্চা বন্ধ করতে হবে। ২) নির্বাচিত সদস্য হিসেবে সকল সদস্যকে সম্মান প্রদর্শন করতে হবে। ৩) ক্ষমতার অপব্যবহার ও অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যত কোনো সভায় একই ধরনের আচরণ পুনরাবৃত্তি হলে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মিনহাজ মান্নান ইমন অর্থসংবাদকে বলেন, এটা নিয়ে সংবাদ করার কিছু নাই; আপনার মন চাইলে আপনি লিখতে পারেন; এটা তার ব্যক্তিগত আক্রোশ। এটা তার মনগড়া অভিযোগ। এবিষয়ে আমার কোনো বক্তব্য নাই।
এ বিষয়ে জানতে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
অর্থসংবাদ/এমকে
পুঁজিবাজার
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
ন্যাশনাল পলিমারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রূপালী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, ইবনে সিনার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ এবং ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমকে
পুঁজিবাজার
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না এমারেল্ড অয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০ টাকা ৭০ পয়সায়। আর বুধবার (০৩ ডিসেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৬ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এমকে
পুঁজিবাজার
এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং বাকী ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
এমকে
পুঁজিবাজার
লোকসানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ২৯ পয়সা লোকসান দিয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৫১ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ২২ টাকা ৬২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২ টাকা ৯৮ পয়সা।
এসএম



