পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ অক্টোবর) কোম্পানিটির ২২ কোটি ৯৪লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ), সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি ইন্স্যুরেন্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কাফি
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২০৫ শেয়ারের দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২০৫ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৩ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৫পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৩ ও ১৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
সমতা লেদারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমকে
পুঁজিবাজার
এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে ৬৬ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৬৬ শতাংশ।
শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৮৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট নিট অপারেটিং ক্যাশ-ফ্লো ছিলো ৪৮ পয়সা। যা গত বছর ২২ পয়সা ছিলো।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির রি-ভ্যালুয়েশনসহ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৮৬ পয়সা।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১৬.৪১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫.২৫ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। এতে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৯.৬৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্পিনিংয়ের দর কমেছে ৫.৭৬ শতাংশ, স্কয়ার ফার্মার ৫.৬৮ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৬১ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৯৫ শতাংশ, বাটা সু’র ৩.৬৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬১ শতাংশ এবং এসিআই লিমিটেডের ২.৪৯ শতাংশ।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫১.৭৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫০.৬৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। এসময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫০ শতাংশ।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের দর ৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪৬.৭৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪৬.৬৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৬.১৫ শতাংশ, নূরানী ডাইংয়ের ৪১.৬৭ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ৪০ শতাংশ বেড়েছে।
এমকে



