পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন ঢাকা ব্যাংকের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক রোকশানা জামান তার কাছে থাকা ৪৬ লাখ শেয়ার তার পত্নী এটিএম হায়াতুজ্জামান খানের (কোম্পানির একজন উদ্যোক্তা) কাছে হস্তান্তর করবেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক।
কাফি
পুঁজিবাজার
ইবনে সিনার নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণের ভিত্তিতে কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডারসহ ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, অন্যান্য পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসি চেয়ারম্যান, অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর উপস্থাপন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষকদের রিপোর্ট। আলোচনার পর সর্বসম্মতভাবে এসব প্রতিবেদন অনুমোদন পায়।
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। এজিএমে স্পন্সর পরিচালক হিসেবে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পুনরায় নির্বাচিত হন।
জাতীয় অর্থনীতিতে অবদান রেখে কোম্পানিটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কর ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা জমা দিয়েছে। পাশাপাশি প্রচলিত শ্রম আইনের আলোকে শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে ৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৩৯১ টাকা বরাদ্দ করা হয়েছে।
সভা শেষে কোম্পানির উন্নতি, শেয়ারহোল্ডার ও কর্মীদের কল্যাণ, দেশের অগ্রগতি এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। এর মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৪০ হাজার ৩৮৩ টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৬ লাখ টাকার , দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪০ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ১০ লাখ ১২ হাজার ২৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৮ বারে ১৪ লাখ ৮১ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আল- আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১৬৪ বারে ১ লাখ ৭৫ হাজার ২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্টস
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটিড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৬ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকাআনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকার।
১১ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন লিমিটেড , রানার অটোমোবাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং সোনালী পেপার লিমিটেড।
পুঁজিবাজার
দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪০ বারে ৮ লাখ ২ হাজার ২২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্ট মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৭ বারে ২৬ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬ বারে ৪৭ হাজার ৭৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– আনলিমা ইয়ার্নের ৪.৭৬ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলসের ৪.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.২৬ শতাংশ, এরামিট সিমেন্টের ৪.১৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ ও ট্রাস্ট ব্যাংকফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ দর কমেছে।



