জাতীয়
বাংলাদেশে নির্বাচন-সংস্কারে সমর্থন অব্যাহত রাখবে নেদারল্যান্ডস
বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার অগ্রগতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি নেদারল্যান্ডস তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওরিস ভান বোমেল।
সোমবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশ্বাস দেন। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূত ভান বোমেলকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও মূল্যভিত্তিক সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, ভান বোমেলের মেয়াদকালে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।
তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সহযোগিতা বিভিন্ন খাতে গতি পাচ্ছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
এসময় রাষ্ট্রদূত ভান বোমেল বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশে তৈরি পোশাক, অভিবাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক অর্থনীতির মতো খাতে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী।
তিনি বলেন, বেসরকারি খাতের উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও আমরা সম্ভাবনা দেখছি। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় নেদারল্যান্ডস বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।
সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তরুণ ও উদ্যমী জনশক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এই জনগোষ্ঠী দেশের উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গণতান্ত্রিক স্থিতিশীলতার মূল চালিকা শক্তি। এসময় তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি ও প্রযুক্তিক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার প্রশংসা করেন। এসব খাতে আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি সক্ষমতা উন্নয়নের গুরুত্ব উল্লেখ করে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে ক্লিংগেনডেল ইনস্টিটিউটে নবীন কূটনীতিকদের প্রশিক্ষণ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার জন্য খাতভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়টি উল্লেখ করেন।
দুই পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। তারা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সফলতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জাতীয়
ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটিসহ দেশের ৭ টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।
বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট) ,আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
জাতীয়
ভূমিকম্পে পর চলছে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিরূপণ
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে মেট্রোরেলের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করার কাজ শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে জনপ্রিয় এই গণপরিবহণের বিভিন্ন পিলার পরীক্ষা করছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের ৪৪৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড যাচাই করতে দেখা যায় জাপানি ও বাংলাদেশি প্রকৌশলীদের।
এবিষয়ে ডিএমটিসিএলের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, কিছুদিন আগে এর পাশের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ায় তারা ৪২৮ নম্বর পিলারের বিয়ারিং প্যাড নিয়ে বিশেষভাবে সতর্ক। তাই ভূমিকম্পের পর এটি ঠিক আছে কি না, তা নিশ্চিত করার জন্য জাপানি প্রকৌশলীরা পরীক্ষা করছেন।
যাচাইকাজে যুক্ত জাপানি প্রকৌশলী কিয়ামুরা সান বলেন, সব কিছু ঠিকঠাক আছে, এটা কেবল আমাদের রুটিন চেক। একটু আগেই ভূমিকম্প হয়েছে তাই সতর্কতার অংশ হিসেবে আমরা এটা চেক করতে এসেছি।
গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন।
এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে রাজধানীর বংশাল এলাকায় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
জাতীয়
ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল।
ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসেন। আতঙ্কের মধ্যেই দুই হলের উঁচু তলা থেকে লাফিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহত শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মুহসীন হলের আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ।
অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। দুজনই নিচে লাফ দেওয়ার সময় আঘাত পান। এদিকে স্যার এ এফ রহমান হলের একটি কক্ষেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
জাতীয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার
দেশে তীব্র ঝাঁকুনির ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা একটার আগে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া ‘প্রধান উপদেষ্টার বার্তা’ শীর্ষক এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টে আরও বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে সাড়া দিচ্ছেন।
কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বেলা একটায় দেওয়া আরেকটি পোস্টে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর আরমানিটোলার কসাইটুলীতে একটি আটতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ভবনের কোনো ক্ষতি হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে। এখানে কোনো কেউ হতাহত হয়নি।
খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পার্শ্ববর্তী একটি দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন।
বারিধারার এফ ব্লকের ৫ নম্বর রোডের একটি বাসায় আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। ভূমিকম্পের কারণে এ অগ্নিকাণ্ড কি না, তা জানা যায়নি।
রাজধানীর সূত্রাপুর এলাকার স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাজধানীর কলাবাগানের আবেদখালী রোডে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।
জাতীয়
ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।
শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।
এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।



