কর্পোরেট সংবাদ
বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ আরও দুই জেলায়
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা তৈরি ও সৃজনশীল চিন্তাভাবনায় আগ্রহী করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ হলো এবার নাটোর ও পাবনায়। এই কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে সম্প্রতি নাটোরের বনবেলঘরিয়া শহীদ রেজা-উন-নবী উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়, মহারাজা জে এন স্কুল এন্ড কলেজ, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং পাবনা জেলার পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রাধানগর মজুমদার একাডেমি স্কুলের শিক্ষার্থীদের জন্য বই দেয়া হয়।
নাটোর জেলা পরিষদ মিলনায়তন ও পাবনার জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক দু’টি অনুষ্ঠানে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান স্ব স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশ এর রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর ভাইস- প্রেসিডেন্ট সায়মা আহসান সহ অনেকে।
বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৮০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লক্ষ বই বিতরণ করেছে যার মাধ্যমে প্রায় ৩০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের এর বেশি পাঠক উপকৃত হয়েছে।
কর্পোরেট সংবাদ
এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির দেশজুড়ে বিস্তৃত রিসিভেবল অপারেশন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন প্রতিষ্ঠানটির কালেকশন প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলাহীন করার পাশাপাশি ডিস্ট্রিবিউটর ভ্যালু চেইনে স্বচ্ছতা নিশ্চিত করবে।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট সিস্টেম ব্যবহার করে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে রিয়েল-টাইম পেমেন্ট সংগ্রহ করতে পারবে, যা প্রতিষ্ঠানটির রিসিভেবল ডেটার যথার্থতা নিশ্চিত করার পাশাপাশি ম্যানুয়াল প্রক্রিয়ার প্রয়োজনীয়তা হ্রাস করবে।
এছাড়াও, এসএমসি এন্টারপ্রাইজ নিজেদের কর্পোরেট গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করবে। কালেকশন ও ডিসবার্সমেন্ট প্রক্রিয়া একক ডিজিটাল ইন্টারফেসে আসার ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে দক্ষতা ও নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ. টি. এম. জামাল উদ্দিন এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের হেড অব লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেট ইউনিট মুসাব্বির আহমেদ।
এই চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে, শক্তিশালী ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমই শক্তিশালী ব্যবসার ভিত্তি। আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা এসএমসির মতো প্রতিষ্ঠানগুলোর ফাইন্যান্সিয়াল কার্যক্রমকে করবে আরও সহজ, গতিশীল ও কার্যকর। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানকে ক্ষমতায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সায়েফ উদ্দিন নাসির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবুল বশির খান, জেনারেল ম্যানেজার চন্দ্র নাথ মণ্ডল এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেন।
এই উদ্যোগটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনা ও সক্ষমতা উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
এমকে
কর্পোরেট সংবাদ
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর পুরান পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বিশেষ ছাড়ে উন্নত চিকিৎসা বিষয়ক বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংকের পক্ষে হেলাল আহমেদ, হেড অব অপারেশন্স এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের পক্ষে সরদার এ রাজ্জাক, পরিচালক, ফাইন্যান্স এন্ড এইচআর, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- মো মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার, মো রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস, কে.এ.আর.এম মোস্তফা কামাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন মুরাদ হোসেন খান, নির্বাহী পরিচালক, শহীদুল আলম রিপন, জেনারেল ম্যানেজার, জনাব মাসুদ খান, ডেপুটি জেনারেল ম্যানেজার-সহ উভয় প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
এমকে
কর্পোরেট সংবাদ
কম সুদে ঋণ দেবে ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের একটি চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে ইউসিবি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা ব্যবহার করে কম সুদে ছোট অঙ্কের ঋণ দেবে। পুরো প্রক্রিয়াটি মোবাইল ও ইন্টারনেট–নির্ভর হবে, তাই গ্রাহকরা খুব তাড়াতাড়ি, সহজ আর স্বচ্ছভাবে এই ঋণ নিতে পারবেন। বিশেষ করে যারা আগে ব্যাংকের সেবা পেতেন না, তাদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক রুপ রতন পাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেন, এই ডিজিটাল ক্ষুদ্রঋণ ব্যবস্থা দেশের আর্থিক সেবা আরও সহজ করবে এবং কম আয়ের মানুষের জীবনযাত্রা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম। ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মো. শাহজালালের নেতৃত্বে দুদকের একটি টিম আজই তাকে আদালতে হাজির করবেন বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০২৫ সালের ১৬ জুলাই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। এর আগে তিনি রূপালি ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নেওয়ার মাধ্যমে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ, নুরজাহান গ্রুপের পরিচালক ও ওবায়েদ উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার আসামিরা হলেন- অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, অগ্রণী ব্যাংক লিমিটেড আছাদগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপমহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসী ও সাবেক মহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন।
এছাড়া মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের এমডি জহির আহমেদ, ওই প্রতিষ্ঠানের পরিচালক টিপু সুলতান ও ফরহাদ মনোয়ারকেও আসামি করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ মঞ্জুর করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নুরজাহান গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন ও উত্তোলন করে। নুরজাহান গ্রুপের একটি বেনামি প্রতিষ্ঠানের নামে শাখায় হিসাব খোলা থেকে শুরু করে হিসাব পরিচালনার জন্য নুরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদকে হিসাব পরিচালনার জন্য দেওয়া হয়। নতুন এই প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের ঋণ মঞ্জুরি এবং পরে ঋণ মঞ্জুরিপত্রের শর্তাবলি যথাযথভাবে পরিপালন নিশ্চিত না করে সু-পরিকল্পিতভাবে ব্যাংকের ৫১ কোটি টাকা (বর্তমানে সুদে-আসলে ১৮৯.৮০ কোটি টাকা) আত্মসাৎ করে আসামিরা।
এমকে
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে নব নিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও পরিচিতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল এএসএম রেজাউল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম কাউসার আলম, ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) কে এফ এ সোহেল এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালায় ১৩০ জন নবনিযুক্ত সিকিউরিটি গার্ড অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দায়িত্ববোধ, ব্যাংকিং প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।



