পুঁজিবাজার
যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন ইউনুসুর রহমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন সাবেক সচিব মো. ইউনুসুর রহমান। গত ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩৮তম বৈঠকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, মো. ইউনুসুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করের। পরবর্তীতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব (প্রশাসনিক প্রধান), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ইউনুসুর রহমান।

পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক মো. মোমিন আলী ১ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে এই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
এর আগে ১৫ সেপ্টেম্বর এই পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পুঁজিবাজার
ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৮০ লক্ষ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার (০৫ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৬ লক্ষ ৬৩হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১ কোটি ৯৯ লক্ষ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩৩ লক্ষ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৭৭ হাজার টাকা, সিটি ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ২৩ লক্ষ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
পুঁজিবাজার
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার (০৫ অক্টোবর) ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে ৮০ পয়সা বা ৫.০৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এম এল ডাইং লিমিটেডের ৪.৯৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের ৪.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৪.৪২ শতাংশ, স্যালভো ক্যামিকেলের ৪.৩৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.০৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ৩.৫৯ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক পিএলসি। এসময় কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, রোববার (০৫ অক্টোবর) দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক পিএলসির ৮.৭৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টসের ৮.৩৩ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮.০০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৭.৬৯ শতাংশ এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।
কাফি