পুঁজিবাজার
যৌথ বিনিয়োগে জমি কিনবে এমজেএল বিডি
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের প্রতিষ্ঠান এমজেএল বিডি পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথ বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, গুলশান অ্যাভিনিউয়ে একটি বাণিজ্যিক জমি কিনতে প্রতিষ্ঠান দুটি ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৫০ শতাংশ বিনিয়োগ করবে এমজেএল বাংলাদেশ ও বাকি ৫০ শতাংশ ইসি হোল্ডিংস। ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ করতে এই উদ্যোগ নিয়েছে এমজেএল বাংলাদেশ।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সম্পত্তি কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত সম্পত্তর অবস্থান-প্লট নং: ৩, ব্লক: এসডব্লিউ (সি), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। এই সম্পত্তির মূল্য ২১৪ কোটি ২০ লাখ টাকা।
কাফি
পুঁজিবাজার
বিআইসিএম’র রিসার্চ সেমিনার
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে “হাউ ক্যান বিজনেস মেইনটেইন সাস্টেনিবিলিটি: প্রেডিস্টিং সুস্টাইনাবলে গ্রোথ ইউসিং হাইব্রিড এনসিম্বলে এমএল মডেল?”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের প্রভাষক ইমরান মাহমুদ।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ’র সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. কে.এম. জাহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। আলোচ্য গবেষণা প্রবন্ধটির লেখক ইমরান মাহমুদ।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৯ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
এমকে
পুঁজিবাজার
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭.৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ার দর ৬.৯৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, তিতাস গ্যাস, জুট স্পিনার্স, লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৭ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ৬ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ফার কেমিক্যাল, এবি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ড এবং ইনফরমেশর সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৪২ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচকও
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৮৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ ৫৭ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম



