পুঁজিবাজার
রহিমা ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড লিমিটেড।
বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ২৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১০ টাকা ৫৮ পয়সা।
এমআই

পুঁজিবাজার
ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ২১ হাজার ৪৪ টি শেয়ার ২৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ১ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
বিডি থাই ফুডে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূক্র মতে, মো. রবিউল আলমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ। যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
এসএম
পুঁজিবাজার
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ’-এর পরিবর্তে ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৮২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিলের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। আর ৫ দশমিক ৯৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ইনডেক্স আগ্রো, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং বিএসআরএম স্টিলস লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির ১৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিলের লেনদেন হয়েছে ১৫ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।