পুঁজিবাজার
তিন কোম্পানি বাদ দিয়ে সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে কোনো কোম্পানীকে যুক্ত করা হয়নি এবং পূর্বের ৩টি কেম্পানিকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৩টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এটি আগামী ২৫ নভেম্বর থেকে কার্যকরী হবে।
বুধবার (১৩ নভেম্বর) সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাদ যাওয়া কোম্পানীগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, রিজেন্ট ট্যাক্সটাইল এবং রতনপুর স্টিলরি-রোলিং মিলস লিমিটেড ।
চূড়ান্ত সিএসই শরিয়াহ ইনডেক্স এ অন্তর্ভুক্ত ১২৩ কোম্পাসিসমূহ হলো- আমরা নেটওয়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক, অগ্নি সিস্টেমস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমান কটন ফাইব্রাস, এমবি ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, বাটা সু, বিবিএস ক্যাবলস, বিডিকম অনলাইন, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডরিন পাওয়ার, ড্রাগন সোয়োটার, ইস্টাণ ক্যাবলস, ই-জেনারেশন, এস্কয়ার নিট কম্পোজিট, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি পিএলসি, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুন্ডস, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি ক্যামিকাল, গ্লোবাল ইসলামী ব্যাংক, জিকিউ বলপেন, গ্রামীনফোন, হাক্কানী পাল্প, হামিদ ফেব্রিক্স, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস, ইনডেক্স এগ্রো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, কে এন্ড কিউ (বাংলাদেশ), কেডিএস এক্সেসরিজ, খান ব্রাদার, খুলনা পাওয়ার, কোহিনূর ক্যামিকেল, লাফার্জ হোলসিম, লিগ্যাসি ফুটওয়ার, লিন্ডে বাংলাদেশ, লুব-রেফ (বাংলাদেশ), এম.এল. ডাইং, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি, ওয়াম্যাক্স ইলেকট্রোড, অলিম্পিক এক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস, রহিমা ফুড কর্পোরেশন, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি, সাইহাম টেক্সটাইলস্ মিলস, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার কমপ্লেক্স, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিলকো ফামাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, স্যোশাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সামিট এলায়েন্স, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, দি ঢাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ডিএফএস থ্রেড ডাইং, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এসএম

পুঁজিবাজার
ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর, বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
পুঁজিবাজার
খান ব্রাদার্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
পুঁজিবাজার
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি
কর্পোরেট সংবাদ
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএএসএমের সেমিনার

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে এবং আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থার (আইওএসসিও) পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সেমিনারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. গোলাম সারোয়ার হোসেন খান, ফ্যাকাল্টি মেম্বার (গ্রেড-৩), বিএএসএম। তিনি “ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন ইন ক্যাপিটাল মার্কেট” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
সেমিনারে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের ওপর গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। শেষে মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পুঁজিবাজার
৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ভিন্ন ভিন্ন খাতের কোম্পানি তাদের পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ ঘোষণা করেছে। এই সভাগুলোতে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর সভার সময়সূচি ও আলোচ্য বিষয় নিচে দেওয়া হলো: