কর্পোরেট সংবাদ
৪ এপ্রিল বন্ধ হচ্ছে ইবির আবাসিক হল-সমূহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট’টি আবাসিক হল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে।
আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে এ ছুটি কার্যকর হবে।
শনিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটির বিষয়ে এ সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় আবাসিক হল সমূহ খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত হয়।
ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অর্থসংবাদ-কে বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৪ এপ্রিল সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে ক্যাম্পাস যেহেতু আগামী ২০ এপ্রিল খুলবে তাই আমরা আগামী ১৯ তারিখ সকাল ১০টায় হল খুলে দেয়া হবে।
তিনি আরও বলেন, ছুটিকালীন সময়ে বাড়তি নিরাপত্তার জন্য এবার প্রতি হলে ২ জন করে অতিরিক্ত প্রহরী দায়িত্বে থাকবে এবং হল খোলার আগে হলের অভ্যন্তরীণ ও চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি আরম্ভ হয়। যা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে ক্লাস এবং পরিক্ষা আরম্ভ হওয়ার কথা রয়েছে।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ’র রিজিওনাল সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. আবদুর রব মৃধা।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার।
সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান, ২টি কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্পোরেট সংবাদ
বাংলাদেশে অরেঞ্জ বন্ড চালু করবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল

বাংলাদেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড, অরেঞ্জ সুকুক এবং অন্যান্য থিমেটিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট চালুর লক্ষ্যে সম্প্রতি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট
এক্সচেঞ্জের সাথে চুক্তি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ হলো জেন্ডার-লেন্স ইনভেস্টমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে ব্র্যাক ইপিএলের পুঁজিবাজার সম্পর্কিত অভিজ্ঞতা এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্ভাবনী অর্থায়নব্যবস্থা ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে দেশে উত্তরণের যাত্রায় সহায়তা করবে।
‘অরেঞ্জ বন্ড প্রিন্সিপালস’-এর মাধ্যমে পরিচালিত অরেঞ্জ বন্ডগুলো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের গ্রিন বন্ড প্রিন্সিপালস, সোশ্যাল বন্ড প্রিন্সিপালস এবং সাসটেইনেবিলিটি বন্ড গাইডলাইনসের মতো আন্তর্জাতিক বিভিন্ন টেকসই অর্থায়ন মানদণ্ড মেনে চলে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ এবং অ্যাডভাইজরি অ্যান্ড পার্টনারশিপসের ডিরেক্টর দেবাশীস রায়। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফাহিমা চৌধুরী কেয়া, সিইও সৈয়দ রাশেদ হোসেন, হেড অব কর্পোরেট অ্যাডভাইজরি অনুপ দত্ত এবং প্রজেক্ট টিমের অন্যান্য সদস্যরা।
প্রায় দুই দশক ধরে দেশের পুঁজিবাজারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাক ইপিএলের, যাদের রয়েছে একাধিক নতুন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সল্যুশন চালুর খ্যাতি। এই চুক্তির বিষয়ে ব্র্যাক ইপিএলের সিইও সৈয়দ রাশেদ হোসেন বলেন, বাংলাদেশের এসএমই এবং নারী উদ্যোক্তাদের জন্য পুঁজি সংগ্রহের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে অরেঞ্জ বন্ড, যা দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ বলেন, বাংলাদেশে অরেঞ্জ বন্ড চালু করা কেবল উদ্ভাবনী অর্থায়ন নয়, বরং এটি হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান বদলে দেওয়া এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে এক উল্লেখযোগ্য
পদক্ষেপ।
ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ ও ডেটা-ভিত্তিক সল্যুশনের মাধ্যমে জেন্ডার-ইক্যুয়ালিটি এবং জলবায়ু কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নে অর্থায়ন ব্যবস্থার পুনর্গঠনে কাজ করে।
এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ইপিএল ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট যৌথভাবে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রস্তুতি নিশ্চিত করবে, তাদের থিমভিত্তিক বন্ড কাঠামো তৈরিতে পরামর্শ দেবে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এবং দেশে গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একত্রিত করবে।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩০৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম ও কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।
২০২৫ সালে প্রথমার্ধ শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথমার্ধ শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬৮ পয়সা।
২০২৫ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫ টাকা ২৯ পয়সা এবং ১৭ টাকা ১০ পয়সা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯ টাকা ৮৩ পয়সা এবং ৮ টাকা ৪৬ পয়সা।
২০২৫ এ প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। প্রথমার্ধ শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।
প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় পরিচালক হোসেন খালেদকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
হোসেন খালেদ একজন উদ্যোক্তা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যাংকের সঙ্গে যুক্ত। তিনি ৭ বছর ধরে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি ব্যাংকের দুটি অঙ্গপ্রতিষ্ঠান—সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।
ব্যাংকিং খাতের বাইরেও হোসেন খালেদের রয়েছে উল্লেখযোগ্য নেতৃত্বগুণ। তিনি ৪ মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) কো-চেয়ারম্যান এবং ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন (সিও) বাংলাদেশ চ্যাপ্টার’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে, তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনার পিতা, আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ও ৪ মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।