পুঁজিবাজার
ডরিন পাওয়ারের ফেনী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ফেনীতে অবস্থিত ২২ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।
তথ্যানুসারে, গত বছরের ২৭ ফেব্রুয়ারি ডরিন পাওয়ারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে আলোচ্য প্লান্টটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে, যা এখনো বিবেচনাধীন। ফেনী বিদ্যুৎ কেন্দ্রটির পিপিএর মেয়াদ ১৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বা মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত এর উৎপাদন বন্ধ থাকবে।
২০০৮ সালের নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেডের যাত্রা হয়। ২০১০ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্দার্ন ও সাউদার্ন বিদ্যুৎ কেন্দ্র দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ডরিন পাওয়ার ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
অর্থসংবাদ/এমআই

পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সূত্র মতে, বুধবার (১৪ অক্টোবর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৫০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। আর ৩ দশমিক ৫০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইউসিবি, রহিমা ফুড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৩৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর। এদিন কোম্পানিটির ১ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লি:। কোম্পানিটির ১ কোটি ৭৯ লাখ ৭০ হাজারটাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯৬ লাখ ৪৫ হাজারটাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৩৯ লাখ ২২ হাজার টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
লংকাবাংলা ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১২.৭৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ১২.০১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৯.০৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮.২৪ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৮.২৩ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৭.৮৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৭.০২ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭.০২ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি , সামিট অ্যালায়েন্স, এ্যাপেক্স ফুটওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
কাফি
পুঁজিবাজার
প্রধান সূচক কমলো ৮০ পয়েন্ট, লেনদেন ৪৮৭ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে ৮০ পয়েন্ট। টাকার অংকে লেনদেন কমে ৪৮৭ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৫ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮০ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৮৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬০৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩টি কোম্পানির, বিপরীতে ৩২৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।