সারাদেশ
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর বিশেষজ্ঞরা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই ও সেপ্টেম্বরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়। ওই সময় উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৫০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। আক্রান্তদের বেশির ভাগই গরুর মাংস সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।
১৩ ও ১৪ সেপ্টেম্বর আইইডিসিআরের প্রতিনিধিদল পীরগাছার সদর ও পারুল ইউনিয়ন থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে আটজনের দেহে অ্যানথ্রাক্সের উপস্থিতি নিশ্চিত করা হয়।
আইইডিসিআরের এক সূত্র জানায়, ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস ও ছাগলের মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে অন্তত ৩০ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া, স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়া আরও ২০ জন রোগীর তথ্য রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠিয়েছি। দেখা গেছে, আক্রান্তদের ৯০ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।
যদিও দুজনের মৃত্যু হয়েছে, তবে চিকিৎসকদের মতে, মৃত্যুর কারণ অ্যানথ্রাক্স নয়, তবে তাদের শরীরে জীবাণু ছিল।
চিকিৎসকদের মতে, অ্যানথ্রাক্স গবাদিপশুর রক্ত, মাংস, লালা, নাড়িভুঁড়ি ইত্যাদির সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। তবে মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না। সাধারণত চামড়ায় ঘা অ্যানথ্রাক্সের মূল উপসর্গ।
রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন জানান, পীরগাছা ছাড়াও কাউনিয়া ও মিঠাপুকুরে একই ধরনের উপসর্গ দেখা গেছে। নতুন করে আরও আটজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক মজুত আছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই মাসে অ্যানথ্রাক্সে শতাধিক গবাদিপশু মারা গেছে। তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু ছাইদ জানিয়েছেন, এ পর্যন্ত পীরগাছাসহ চার উপজেলায় ১ লাখ ৬৫ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। নতুন করে আক্রান্ত গবাদিপশু পাওয়া যায়নি এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সারাদেশ
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগির নিচে চাকার কাছে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার কাছে আগুন ধরে ধোঁয়া উঠতে থাকে। পরে মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ত্রুটিযুক্ত বগি রেখে রাতে ৭টার দিকে প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করে।
মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল ইসলাম বলেন, ট্রেনের পরিচালক জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে চালালে একটি বগির টাকায় আগুন ধরে যাচ্ছে। পরে ত্রুটিযুক্ত বগিটি রেখে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা শুরু করে।
সারাদেশ
সব সম্প্রদায়ের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই: চসিক মেয়র

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আমরা চট্টগ্রামকে একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে। প্রতিটি ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উদযাপন করার মাধ্যমে আমরা প্রকৃত নাগরিকত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও আমরা সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও সুন্দর শহর গড়ে তুলবো।
তিনি আরও বলেন, পূজা উপলক্ষ্যে নগরের বিভিন্ন মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জা সংস্কার, রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে। মেয়র হিসেবে আমি চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই। সবার সহযোগিতা নিয়ে আমি গড়ে তুলব ‘সেফ চট্টগ্রাম’।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, টুরিস্ট পুলিশ ইনচার্জ এস এম কামরুজ্জামান, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ, সহ-সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রতন চৌধুরী, বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু, শ্রী প্রকাশ দাস অসিত, হিল্লোল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাদেশ
ফেনীতে বাস উল্টে তিন জন নিহত

ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন মারা গেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগেই স্থানীয়রা বাসটি ও আহতদের উদ্ধার করেন।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজন মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন ফেনীর দাগনভূঞাঁ এলাকার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) ও দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)।
আহত অন্তত আটজনকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, মৃত্যু এবং গুরুতর আহতের খবর পেয়েছি। তবে এর সংখ্যা এখনো জানতে পারিনি। পুলিশ এনিয়ে কাজ করছে।
স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
সারাদেশ
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় মঙ্গলবার (৩০ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ-এর আশাপাশ এলাকা।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।
সারাদেশ
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল আহমেদ ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপ সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।