পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ১৭৬ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে হয়েছে ১৭৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ৩৪মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১২ ও ১৮৮১ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ২১ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টি, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বিএসসি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির ২৬ কোটি ৪৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সায়হাম কটনের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
২৪২ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছিলো।
এসএম
পুঁজিবাজার
সাত প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, এমেজেএল বাংলাদেশ, ইনডেক্স এগ্রো, মনোস্পুল পেপার, জেএমআই সিরিঞ্জ, ফার্স্ট ফাইন্যান্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পেচুয়াল বন্ড।
এপেক্স ফুটওয়্যার
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমেজেএল বাংলাদেশ
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইনডেক্স এগ্রো
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ২’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৩, ২০২৪ এবং ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মনোস্পুল পেপার
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জেএমআই সিরিঞ্জ
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত এবং গত ২১ ডিসেম্বর রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ফার্স্ট ফাইন্যান্স
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘সিসি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৫’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পেচুয়াল বন্ড
প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সি পার্ল বিচের এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৮ অক্টোবর ডিএসইর মাধ্যমে সী পার্ল কর্তৃপক্ষ ২৮ ডিসেম্বর এজিএম করার কথা জানিয়েছিল। যা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এজিএমের তারিখ জানানো হবে।
এসএম
পুঁজিবাজার
দুই বন্ডের কূপণ রেট ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ড ও এসজেআইবিএল পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটি বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।
কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডটির ওই বছরে রেঞ্জ অব রিটার্ন ৬%-১০% এবং মার্জিন রিটার্ন রেট ২.৫০% হবে।
কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
এসএম




