কর্পোরেট সংবাদ
জিপিএইচ ইস্পাত ও পিডব্লিউডির যৌথ গবেষণা প্রকাশ

দেশের শীর্ষস্থানীয় রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে যৌথভাবে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে দেশের খ্যাতনামা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। গবেষণায় উচ্চ শক্তিসম্পন্ন রিবার বি৬০০ডি-আর এবং কাঙ্খিত কংক্রিট কিভাবে আরসিসি বিল্ডিং ডিজাইনে কার্যকর এবং সাশ্রয়ী সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, ‘রিবার গ্রেড বি৬০০ডি-আর’যে পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নে সহায়ক—তাও তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আকতার। এছাড়াও বিভিন্ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
আরও উপস্থিত ছিলেন- বুয়েটের অধ্যাপক ড. রাকিব আহসান, সাবেক অধ্যাপক ড. ফকরুল আমিনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এইচ. মোহাম্মদ মতিউর রহমান (পি. ইঞ্জ.), প্রকৌশলী আবুল ফারাজ খান (পি. ইঞ্জ.), গণপূর্ত ডিজাইন বিভাগের প্রধান সাবেক প্রকৌশলী মো. আহসান হাবীব (পি. ইঞ্জ.) এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবু সাদেক (পি. ইঞ্জ.)। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে দুটি গবেষণাপত্র উপস্থাপিত হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কামরুজ্জামান (পি. ইঞ্জ.) তাঁর গবেষণায় দেখান, উচ্চ শক্তির রিবার ব্যবহার আরসিসি বিল্ডিং ডিজাইনে অত্যন্ত কার্যকর এবং সুউচ্চ ভবনের ক্ষেত্রে রিবার কনজেশন কমিয়ে খরচ হ্রাসে সহায়তা করে। একইসঙ্গে এটি পরিবেশে কার্বন নিঃসরণ ও গ্রীনহাউস গ্যাস কমিয়ে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
দ্বিতীয় গবেষণা পত্র মো. জাহিদ হাসনাইন ব্যাখ্যা করেন উচ্চশক্তির রিবারের সাথে কাঙ্খিত কংক্রিটের শক্তিমাত্রা, সামঞ্জস্যতা এবং উচ্চশক্তি রিবার ব্যবহারের সম্পর্কিত অন্যান্য দিকগুলো। সেমিনারে অধ্যাপক ড. রাকিব আহসান ও অধ্যাপক ড. ফখরুল আমিন বর্তমান বিএনবিসি ২০২০ এ উল্লেখিত অধ্যায়-২, অংশ-৫ অনুচ্ছেদ ২.১.১ এর নির্দেশনা অনুযায়ী উচ্চ শক্তি রিবার ব্যবহারের কথা বলেন।
সাবেক প্রকৌশলী এ এইচ মো. মতিউর রহমান বিল্ডিং কোড বিএনবিসি ২০২০ হালনাগাদ করার মাধ্যমে উচ্চশক্তির রিবার ব্যবহারের পরামর্শ দেন এবং গণপূর্ত অধিদপ্তরের হালনাগাদ এসওআর এ অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মো. আবু সাদেক বলেন, নির্মাণ সামগ্রী ব্যবহারে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশেরবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার এখন সময়ের দাবি। সেক্ষেত্রে জিপিএইচ ইস্পাত অগ্রণী ভূমিকা পালন করেছে যা প্রশংসনীয়। টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এইচবিআরআই কে আরো এগিয়ে আসার আহ্বান জানান যেখানে জিপিএইচ ইস্পাত সহযোগিতা করতে পারে।
জিপিএইচ ইস্পাতের টেকনিক্যাল হেড মো. সাইফুল ইসলাম দেশব্যাপী উচ্চ শক্তি রিবার সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানসম্পন্ন রিবার উৎপাদনের আধুনিক প্রযুক্তিকে অনুসরণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, গবেষণার মাধ্যমে আমাদের উন্নতি করতে হবে। উন্নত দেশগুলোতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোও গবেষণার জন্য উদ্যোগ নেয়। জিপিএইচ ইস্পাত বুয়েট, এমইএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণার কাজ করছে এবং আমরা জাপানের টোকিয়ো ইউনিভার্সিটিতে আমাদের ইঞ্জিনিয়ারদের দল পাঠানোর পরিকল্পনা করেছি। সেখানে তারা বিভিন্ন মেয়াদে গবেষণা ও প্রশিক্ষণ গ্রহণ করবেন, যা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। জিপিএইচ ইস্পাত শুধু ব্যবসায়িক লক্ষ্য পূরণে নয়, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতাও রয়েছে। তাই আমরা দেশের উন্নয়নে বিশেষত গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছি।
গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, জিপিএইচ ইস্পাত নির্মাণ খাতে গবেষণায় বিনিয়োগ করে তাদের দায়িত্বশীলতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাদের যৌথ গবেষণা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের গবেষণা অব্যাহত রাখা জরুরি। ভবিষ্যতের নির্মাণ কাজে নির্মাণসামগ্রী ব্যবহারে আরও দক্ষতা আনার জন্য জিপিএচের মতো আরও কোম্পানিকে এগিয়ে আসা উচিত।

কর্পোরেট সংবাদ
স্বপ্ন’র নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে চালু হল রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট। এটি আউটলেটটির ৭৫৪ তম শাখা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় এ আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বপ্নর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশনস) সাইফুল আলম রাসেল , রিজিওনাল হেড অব অপারেশনস মিস ক্বারিন, হেড অব মার্চেন্ডাইজিং ইহসান মাবুদ, জোনাল অপারেশন ম্যানেজার সাব্বির হোসেনসহ আরও অনেকে।
জানানো হয়, নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারির সেবা।
নতুন এই শাখার ঠিকানা হলো-এডিসি এম্পায়ার প্লাজা, হোল্ডিং (পুরাতন-১৮৩), (নতুন-৯১), রোড-১২/এ, সাত মসজিদ রোড (আবাহনী মাঠের দক্ষিণ পাশে)।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
রুবেল আজিজ একজন খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও সফলভাবে পরিচালনা করেছেন।
আজিজ পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ডিসেম্বর ২০১১ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতি, ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জনতা ইন্স্যুরেন্স কোং লিমিটেডের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের (ইউডব্লিউসি) ন্যাশনাল কমিটির সদস্যও বটে।
তিনি দেশের অন্যতম অভিজাত সামাজিক প্রতিষ্ঠান গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় তাঁর গভীর আগ্রহ রয়েছে এবং তিনি উদ্ভাবন ও ব্যাংকের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের বিষয়ে মূল টিমের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
কর্পোরেট সংবাদ
ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সদর দপ্তরে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর।
এছাড়াও ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া কর্তৃক ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।
সেই সঙ্গে, ইউসিবি ইনভেস্টমেন্ট আরও একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন: ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস (২০২৫),দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫),ইউরোমানি কর্তৃক বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪), এবং দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেছে।
এর বাইরেও, ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৫ সালে ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস, দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫) এবং ইউরোমানি কর্তৃক বাংলাদেশের বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪) হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস থেকেও একাধিক সম্মাননা লাভ করেছে।
এর আগেও, ইউসিবি ইনভেস্টমেন্ট অর্জন করেছে বেস্ট ব্যাংক ক্যাপিটাল (সুকুক, এশিয়া প্যাসিফিক, ২০২২) এবং এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের সেরা কর্পোরেট ব্যাংক (২০২২) সম্মাননা। এছাড়াও ব্যবসা পরিচালনার প্রথম বছরেই বিএসইসি কর্তৃক মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার (২০২১) অর্জন করে, যা ইউসিবি ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও নেতৃত্বের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরে।
গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থেকেছে—যার মধ্যে রয়েছে বন্ড ইস্যু, আইপিও, রাইটস ইস্যু, সিন্ডিকেটেড ঋণ, কর্পোরেট পরামর্শদান, এবং মার্জার ও অধিগ্রহণ সেবা। ‘TriCore নীতিমালা’—স্ট্যান্ডার্ড, সার্ভিস ও স্ট্রাটেজি—এই মূল বিশ্বাসে পরিচালিত হয়ে, ইউসিবি ইনভেস্টমেন্টের অভিজ্ঞ পেশাদার দল গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও কার্যকর সমাধান প্রদান করে আসছে।
কর্পোরেট সংবাদ
রেমিট্যান্স সেবা উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও মাস্টারকার্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে আরও দ্রুত, নিরাপদ এবং সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিতে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজভাবে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারবেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাজ ভাগানি, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত ও সুরক্ষিত রেমিট্যান্স পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। মাস্টারকার্ডের সহযোগিতায় আমরা আমাদের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করছি, যাতে গ্রাহকরা আরও সহজে ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে পারেন।
মাস্টারকার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাজ ভাগানি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি প্রধান চালিকা শক্তি। এই অংশীদারির মাধ্যমে আমরা প্রবাসীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন টাকা পাঠানোর পথ খুলে দিচ্ছি, যা কেবল তাদের পরিবারের জন্য নয়, দেশের ডিজিটাল আর্থিক অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। এতে তাদের পরিবার উপকৃত হবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তিও বাড়বে।
এই উদ্যোগটি একটি ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের স্বপ্নের পথে একটি বড় পদক্ষেপ, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এসএম