পুঁজিবাজার
সিএসইর অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
![সিএসইর অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/CSE.webp)
চিটাগং স্টক এক্সচেঞ্জের (পিএলসি) উদ্যোগে আজ বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘অটোমেশন অফ ওপেন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এসেট ম্যানেজমেন্ট কোম্পানির সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিবৃন্দ এবং সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ এবং সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
কর্মশালায় ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের অটোমেশন প্রস্তাবনার বিষয়ক বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন সিএসইর ডিজিএম এন্ড হেড অফ বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী মাহফুজ মোরশেদ। টেকনলজিক্যাল বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাতেক মিনার।
কর্মশালায় ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের অটোমেশন অর্থাৎ ওয়েব ভিত্তিক লেনদেন প্লাটফর্মের বিস্তারিত তুলে ধরা হয়। এই লেনদেন আল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন উপযোগী হবে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ বলেন, সিএসই শুরু থেকেই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। অতীতে সিএসই-ই প্রথম অটোমেটেড হয়েছিল এবং এখন কাজ করছে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য। তাই আজকের কর্মশালার প্রোডাক্ট নিয়ে আমারা আশাবাদী। আমারা আশা করছি যারা সুদ বিহীন বিনিয়োগে আগ্রহী তারা এই প্রোডাক্টটি তাদের জন্য গ্রহণযোগ্য হবে। আমাদের ইকোনমি ভাল হচ্ছে এবং সামনে আরও ভাল হবে। তবে অবশ্যই পলিসি লেভেলে আমাদের সমন্বিত কাজ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে আমাদের ইনভেস্টররা বিনিয়োগের ভালো পরিবেশের সাথে সাথে ভালো রিটার্ন পাবেন। সর্বোপরি সিএসইর উদ্যোগকে স্বাগত জানাই এবং খুব দ্রুত এই প্রোডাক্টের দ্বার উন্মোচিত হওয়ার শুভ কামনা করছি।
বিএসইসির সম্মানিত অ্যাডিশনাল ডিরেক্টর শেখ লুতফুল কবির বলেন, পেপার শেয়ার থেকে “অর্ডার কালেকশন সিস্টেমের (ওসিএস) মাধ্যমে লেনদেন হলে এএমসি লাভবান হবেন। এক্ষেত্রে এএমসিদেরকেই এগিয়ে আশা উচিত। তবে দেরীতে হলেও এই সিস্টেম উন্মুক্ত হলে এবং আমরা সবাই মিলে সমন্বিত উদ্যোগে কাজ করলে আমাদের পুঁজিবাজার উপকৃত হবে।
সিএসইর সম্মানিত চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, সিএসই সব সময়ই নতুন প্রোডাক্ট আনয়নে অগ্রগামী। আজকের আয়োজনও নতুন মাইলফলক স্থাপন করবে। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত সকল অংশগ্রহণকারী যারা কর্মশালায় যোগদান করেছেন এবং স্বতঃস্ফূর্ত ফিডব্যাক প্রদান করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান এবং আজকের প্রাপ্ত ফিডব্যাকগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় সংযোজন/পরিবর্তন করা হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
![](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/Logo_OS_250_72.webp)
পুঁজিবাজার
ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন
![ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/dse-block-1.webp)
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৩১ হাজার ৭২৫টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ৯ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার ১ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামের এজিএমের সময় পরিবর্তন
![মেঘনা পেট্রোলিয়ামের এজিএমের সময় পরিবর্তন ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2023/11/meghna-petro-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অনিবার্য কারণে কোম্পানিটির এজিএমের সময় পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এজিএম ১৫ ফেব্রুয়ারি দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে।
এর আগে বিকালে সাড়ে ৩ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গোল্ডেন সন
![নগদ লভ্যাংশ পাঠিয়েছে গোল্ডেন সন Golden Son](https://orthosongbad.com/wp-content/uploads/2022/11/Golden-Son-.jpg)
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য বছরে কোম্পানিটি ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন
![এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন ব্লক](https://orthosongbad.com/wp-content/uploads/2024/04/mutual-fund-3-1.jpg)
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ১৭৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এনিসিসিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের দর কমেছে আগের দিনের তুলনায় ৬ টাকা ১০ বা ৫ দশমিক ৩৫ শতাংশ। আর ৪০ পয়সা বা ৪ দশমিক ৮৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, রানার অটো, ন্যাশনাল ফিড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
গোল্ডেন সনের ক্যাটাগরি পরিবর্তন
![গোল্ডেন সনের ক্যাটাগরি পরিবর্তন Golden Son](https://orthosongbad.com/wp-content/uploads/2022/11/Golden-Son-.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেডের ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসএম