আন্তর্জাতিক
চলতি মাসে বাজারে আসছে শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি

অবশেষে বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। চলতি মাস থেকে স্থানীয় বাজারে পাওয়া যাবে চীনের প্রযুক্তি জায়ান্টটির নতুন এ উদ্ভাবন। তবে এখনো আন্তর্জাতিক অভিষেকের তথ্য জানা যায়নি, দামও রাখা হয়েছে আড়ালে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি।
চীনের গাড়ির বাজারে ইভির বিক্রিতে শীর্ষস্থান নিতে লড়ে আসছে বিওয়াইডি ও টেসলার মতো কোম্পনি। তীব্র মূল্যহ্রাসের লড়াইয়েও নেমেছে তারা। এরই মাঝে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির শাওমি। ইভির ক্রয়াদেশ নিতে এরই মধ্যে চীনের ২৯টি শহরে ৫৯টি স্টোর খুলেছে প্রযুক্তি জায়ান্টটি।
গত বছর স্পিড আলট্রা সেভেন (এসইউ সেভেন) মডেলের উন্মোচনের সময় শাওমির সিইও লেই জুন জানিয়েছিলেন, বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতার একটি হতে চায় শাওমি। আগামী ১০ বছরে এ খাতে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।
লেই জুন আরো জানিয়েছিলেন, স্পিড আলট্রা সেভেনে রয়েছে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি। ফলে নতুন গাড়িগুলো টেসলা ও পোরশের ইভির চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম। শাওমি আশা করছে, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে গাড়িটির শেয়ার্ড অপারেটিং সিস্টেম প্রযুক্তি ক্রেতাদের আকৃষ্ট করে অবদান রাখবে।
এদিকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি আরো কঠোর হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য গাড়ি তৈরির অনুমোদন সীমিত করেছে বেইজিং। এছাড়া ইভি খাতে ভোক্তাদের চীনে সরকারের দেয়া ভর্তুকি সুবিধাও শেষ হয়েছে বছর খানেক আগে। বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নতুন প্রযুক্তি ও কৌশল নিয়ে এগোতে হবে শাওমিকে।
বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিতে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বেইজিং অটোমোটিভ গ্রুপ কোম্পানির অংশীদার হয়ে কাজ করছে শাওমি। বিএআইসি গ্রুপের একটি ইউনিটে তৈরি হচ্ছে স্পিড আলট্রা সেভেন। এখানে বছরে প্রায় দুই লাখ গাড়ি তৈরির লক্ষ্য রয়েছে তাদের।
বিলিয়নেয়ার ইলোন মাস্কের কোম্পানি টেসলা সম্প্রতি চীনে ইভির দাম কমিয়েছে। এর আগে একই উদ্যোগ নেয় নেতৃত্বে থাকা বিওয়াইডি। টেসলা ও বিওয়াইডি ছাড়াও বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোরর বাজার হিস্যা রয়েছে চীনে। এছাড়া একাধিক উদীয়মান কোম্পানি ইভি নির্মাণে বিনিয়োগ করেছে। এক্ষেত্রে ভালো সাড়া পেয়েছে স্মার্টফোনের বাজারে শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে। ফেব্রুয়ারিতে ২০ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে হুয়াওয়ের আইটো ব্র্যান্ডের ইভি।
শাওমি জানায়, এসইউ সেভেন মডেল একক বা দ্বৈত মোটর কনফিগারেশনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে শীর্ষ চীনা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড ও বিওয়াইডি করপোরেশনের ব্যাটারি ব্যবহার হচ্ছে। এদিকে ইভি বাজারে আসার ঘোষণার পর হংকংয়ে শাওমির শেয়ারমূল্য বেড়েছে ১০ শতাংশের বেশি।

আন্তর্জাতিক
যুদ্ধবিরতি নিয়ে হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানালো জাতিসংঘ

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলা নিরসনে যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে হামাসের দেওয়া ইতিবাচক বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (৪ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব গুতেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। জিম্মিদের মুক্তি এবং ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার বিষয়ে হামাসের ইতিবাচক সাড়াকে তিনি স্বাগত জানান।
এর আগে শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার মূল রূপরেখার সঙ্গে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে এবং আলোচনার ইঙ্গিত দিয়েছে।
স্টিফেন ডুজারিক আরও বলেন, মহাসচিব অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের জন্য তাঁর অবিচল আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য আন্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরকে তাদের ‘অমূল্য’ ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আন্তর্জাতিক
গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইসরায়েল সরকারের

গাজা উপত্যকা দখলের জন্য ইসরায়েলের চলমান সামরিক অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আর্মি রেডিও এই খবর জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ উল্লেখ করেছেন যে, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তিনি লিখেছেন, বাস্তবে এর অর্থ হচ্ছে গাজা সিটি দখলের অভিযান এখন স্থগিত।
এই নির্দেশের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে গাজা সংঘাত বন্ধের লক্ষ্যে দেওয়া যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হওয়ার পর ইসরায়েলও তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাবটি গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে ‘নরকযন্ত্রণা’ ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এই ঘোষণার কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে, তারা এও জানিয়েছে যে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
আন্তর্জাতিক
সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে: এফএও

বিশ্ব খাদ্যমূল্য সেপ্টেম্বরে কিছুটা হ্রাস পেয়েছে। মূলত চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে এই পতন ঘটেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।
এফএওর খাদ্যমূল্য সূচক, আন্তর্জাতিকভাবে বাণিজ্য হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের মাসিক মূল্য পরিবর্তন পরিমাপ করে। সেপ্টেম্বরে এফএওর খাদ্যমূল্য সূচক গড়ে দাঁড়ায় ১২৮.৮ পয়েন্টে। আগের মাস আগস্টে সূচক ছিল ১২৯.৭ পয়েন্ট। যদিও গত বছরের একই সময়ের তুলনায় সূচক এখনো ৩ দশমিক ৪ শতাংশের বেশি।
এফএওর আলাদা এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস ২.৯৭১ বিলিয়ন টনে উন্নীত করা হয়েছে। গত মাসে এই পূর্বাভাস ছিল ২.৯৬১ বিলিয়ন টন। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশের বেশি। এটি ২০১৩ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। মূলত গম, ভুট্টা ও চালের ভালো উৎপাদন প্রত্যাশার কারণে এই পূর্বাভাস বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক
ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় পরিকল্পনার বিষয়ে হামাসের প্রতিক্রিয়া দেখে তিনি ‘দীর্ঘস্থায়ী শান্তি’র সম্ভাবনা দেখছেন। ফলে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি।’
হামাস এরইমধ্যে ট্রাম্পের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এতে সব ইসরায়েলি বন্দি মুক্তি, নিহতদের মরদেহ হস্তান্তর এবং গাজা প্রশাসন একটি স্বাধীন প্রযুক্তিগত (টেকনোক্র্যাট) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছে।
ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় ৪৮ জন ইসরায়েলি বন্দি রয়েছে, এর মধ্যে ২০ জন জীবিত। অন্যদিকে ইসরায়েলি কারাগারে প্রায় ১১ হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা সেবার অভাবে মারা গেছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।
হামাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার সংক্রান্ত বিষয়গুলো জাতীয় ঐক্যের ভিত্তিতে আন্তর্জাতিক আইন ও প্রস্তাব অনুযায়ী সমাধান হতে হবে। সংগঠনটি আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ আরব, ইসলামি ও আন্তর্জাতিক মহলের প্রচেষ্টাকে তারা মূল্যায়ন করছে—যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, জরুরি মানবিক সহায়তা প্রবেশ, গাজা দখল প্রত্যাখ্যান এবং জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধে।
এদিন ট্রাম্প হামাসকে আগামী রোববার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী, গাজাকে অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণা করা হবে এবং একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ট্রাম্প নিজে এর বাস্তবায়ন তদারকি করবেন।
পরিকল্পনায় বলা হয়েছে, অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যে হামাসের হাতে থাকা সব ইসরায়েলি বন্দি মুক্তি পাবে এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগার থেকে ছাড়া হবে। ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে এবং একটি প্রযুক্তিগত প্রশাসন আন্তর্জাতিক তত্ত্বাবধানে শাসনভার গ্রহণ করবে।
২০০৭ সাল থেকে গাজায় অবরোধ জারি রেখেছে ইসরায়েল। গত মার্চে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় অবরোধ আরও কঠোর হয়, ফলে ফিলিস্তিনি উপত্যকাটি দুর্ভিক্ষের মুখে পড়ে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গাজা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে, সেখানে দুর্ভিক্ষ ও মহামারি দ্রুত ছড়িয়ে পড়ছে।
আন্তর্জাতিক
ভারত থেকে কৃষিপণ্য, ওষুধ কিনবে রাশিয়া: পুতিন

ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।
প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, তারা শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি নরেন্দ্র মোদিকে জানি। তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।
পুতিন বলেছেন, ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য ৯০০ থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতি হবে। রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে।
তার দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।