পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই শাইনপুকুর সিরামিকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। আর আজ ১৭ মার্চ বাজারে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম

পুঁজিবাজার
এসএমইতে বিনিয়োগ সীমা কমানোর দাবীতে রিট, বিএসইসিকে নিষ্পত্তির নির্দেশ

এসএমই খাতে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকার পরিবর্তে ১০ লাখ টাকা করার দাবীতে রিট করা মামলায় আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে হাহকোর্ট নির্দেশ দিয়েছে।
এসএমই খাতে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকার পরিবর্তে ১০ লাখ টাকা করার দাবীতে রিট করা মামলায় আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে হাহকোর্টে নির্দেশ দিয়েছে।
বাদী হিসেবে রিটটি দায়ের করেন সাধারন বিনিয়োগকারী মো. জামাল হোসেন। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবি এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। মামলাটির শুনানি করেন হাইকোর্ট বেঞ্চের মহামান্য বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবির। হাইকোর্ট বিএসইসিকে ৩০ দিনের মধ্যে এসএমই মার্কেটে (কিউ১) বিনিয়োগ সীমা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছে।
এবিষয় মামলার বাদী জামাল হোসেন জানান, এতদিন শুধুমাত্র বড়দের সুবিধা দেওয়ার জন্য (কিউ১) ৩০ লাখ টাকা করা হয়েছিল। এটা বাজারের জন্য চরম বৈষম্য, যা এখন কিছুটা হলেও বৈষম্য কমবে।
উল্লেখ্য, বর্তমান নিয়ম অনুযায়ী এসএমই মার্কেটে বিনিয়োগ করতে হলে কোয়ালিফাইড ইনভেস্টরদের ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ সক্ষমতা থাকতে হয়। তবে সংশ্লিষ্ট গেজেটে এই সীমা ১০ লাখ টাকায় নির্ধারিত থাকলেও তা কার্যকর করা হয়নি যার পরিপ্রেক্ষিতেই এ রিট আবেদনটি করা হয়।
পুঁজিবাজার
রেনাটার ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ থেকে ০৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি
পুঁজিবাজার
ব্লকে ৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৮ অক্টোবর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ১ কোটি ২৩ লক্ষ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯৬ লক্ষ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ লক্ষ ৮১ হাজার টাকা, দেশবন্ধু ৪ লক্ষ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
ইউনিয়ন ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির শেয়ার দর কমেছে ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ৮.০০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৭.৮৯ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৭.৬৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৭ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের ৬.৬৭ শতাংশ, কে এন্ড কিউয়ের (বাংলাদেশ) ৬.৪৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৮ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৭.২১ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
কাফি