পুঁজিবাজার
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস
![সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2024/04/new-life.jpg)
বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।
ডিএসইর দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৯০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ১৪৬ টাকা ৭০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তলিকায় ২৩ দশমিক ৬৮ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এপোলো ইস্পাত। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সায়।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তসরিফা ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ২৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৩ দশমিক ০৮ শতাংশ, সোনালী পেপারের ১৬ দশমিক ৫৯ শতাংশ, রিংশাইনের ১৫ দশমিক ০০ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৪ দশমিক ৬৯ শতাংশ, সিলভা ফার্মার ১৩ দশমিক ১৩ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ১২ দশমিক ৮৪ শতাংশ দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
![](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/Logo_OS_250_72.webp)
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ অনুমোদন
![মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ অনুমোদন মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2023/11/meghna-petro-1.jpg)
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এর ৪৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ ফেব্রুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।
এসময় সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ফারজানা মমতাজ। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় উম্মুল হাছনা, সচিব (অবসরপ্রাপ্ত) ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল্লাহ আল মামুন, সচিব (অবসরপ্রাপ্ত), স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; এস. এম.মঈন উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ জিয়াউল হক, অতিরিক্ত সচিব (প্রশাসন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; রওনক জাহান, যুগ্নসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ আবদুল মতিন, পরিচালক (অর্থ) বিপিসি ও সরকারের যুগ্মসচিব এবং পরিচালক, এমপিএল বোর্ড; জেয়াদ রহমান, ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মোঃ টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো: রিয়াজউদ্দিন অংশগ্রহণ করেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানি ২০২৩-২০২৪ হিসাব বছরে ৫৪২ লাখ ২৯ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৫০ লাখ ১১ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন এবং সন্তোষ প্রকাশ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও বেড়েছে
![ডিএসইতে পিই রেশিও বেড়েছে মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2022/09/pe-ratio.jpg)
বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি – ১৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ডিএসই’র পিই রেশেও বেড়েছে ০ দশমিক ৩০ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ৯ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে যা ছিল ৯ দশমিক ৭২ পয়েন্ট।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে পিই রেশিও ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩১৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৪ পয়েন্ট, আর্থিক খাতে ২৭.২ পয়েন্ট, খাদ্য খাতে ১৪ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬.২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.৮ পয়েন্ট, পাট খাতে ৩৬.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩১.৯ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.০০ পয়েন্ট, কাগজ খাতে ৩৬.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১১.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১০.১ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৬ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ৩২.২ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৬ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৩.৭ পয়েন্টে অবস্থান করছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন
![আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2024/04/mutual-fund-3-1.jpg)
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংকের দর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। ফান্ডটির ইউনিট দর মূল্য কমেছে ১ টাকা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ১০৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১০ টাকা ৭০ পয়সা।
সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ৮৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসএস স্টিলের ৭ দশমিক ৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৬ শতাংশ দর কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা
![সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2024/03/robi-1.jpg)
বিদেয়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ০০ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৩৯ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩৬ কোটি ৩৯ লাখ টাকা, বিএসসির ৩৪ কোটি ৫০ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৩১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো ১৫ হাজার ৮০৯ কোটি টাকা
![ডিএসইর বাজার মূলধন বাড়লো ১৫ হাজার ৮০৯ কোটি টাকা মেঘনা](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/dse-11.jpg)
বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকার বেশি।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৯ লাখ টাকা বা ২ দশমিক ৩৫ শতাংশ।
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৩০ পয়েন্ট বা ০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ৩২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে ডিএসইতে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫ কোটি ১৫ লাখ টাকা বা ১ দশমিক ২১ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম