পুঁজিবাজার
ইজিএমের তারিখ জানালো সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড সিস্টেমে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় বিশেষ বিশ্লেষণের মাধ্যমে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বেশকিছু ধারার সংশোধনী অনুমোদন করা হবে। পাশাপাশি কোম্পানিটির নাম সংশোধন এবং অনুমোদন করা হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
এমআই

পুঁজিবাজার
স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন লংকাবাংলার চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মঈন তার স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মোহাম্মদ আবদুল মঈন তার স্ত্রী ইফফাত হককে কোম্পানিটির ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন। গত ২১ অক্টোবর মোহাম্মদ আবদুল মঈন স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা ৩০ অক্টোবরের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল।
গতকাল (২২ অক্টোবর) ডিএসইতে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৩ টাকা ৭০ পয়সা। এ হিসেবে উপহার দেওয়া শেয়ারের মূল্য দাঁড়ায় ১৩ কোটি ২২ লাখ টাকা।
এসএম
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৯২ শেয়ারদর

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯২টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৫ ও ১৯৯২ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯২টি, কমেছে ৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৩ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ১৩ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
পুঁজিবাজার
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৩ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩ টাকা ৫০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৬ টাকা ৭১ পয়সা।
পুঁজিবাজার
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা। গত বছর একই সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছিল ৫৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ফান্ডটিরর ইপিইউ হয়েছে ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি ৭২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৯ পয়সা। ওই সময় বাজারমূল্যে সম্পদ মূল্য ছিল ৯ টাকা ১৮ পয়সা।