পুঁজিবাজার
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী ‘এএএ’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ২০১৯, ২০২০, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি

পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২৬ শতাংশ। আর ৭ টাকা ৯০ পয়সা বা ৮.২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো, আইডিএলসি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রানার অটো, একমি পেস্টিসাইড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা । আজ কোম্পানিটির ২২ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৫ লাখ ১৯ হাজার টাকার। আর ২১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদাস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টেকনো ড্রাগস।
কাফি
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৭৩৪ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ২৬৭ কোম্পানি শেয়ার দর বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৭৩৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১১১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৯২০ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৭৩৪ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৫৩ কোটি ৬৯ লাখ ০৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টি কোম্পানির, বিপরীতে ৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
পুঁজিবাজার
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২২ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
পূবালী ব্যাংকের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস ও বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ এবং বাকী ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
কাফি