কর্পোরেট সংবাদ
মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্য আড্ডা
বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা নিয়ে আলোচনা করতে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যদের সাথে এবার সাহিত্য আড্ডায় যোগ দিয়েছিল স্বনামধন্য প্রকাশনা ও আবৃত্তি সংগঠন ‘আজব প্রকাশ’।
সৈয়দ মাজহারুল পারভেজের সম্পাদিত ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের কবিতা’ সংকলনটি নিয়ে হয়েছিল এবারের আলোচনা। যেখানে কেবল কবিতার শিল্পগুণ নিয়েই নয়, বরং আলোচনা হয়েছিল কবিতার বিষয়বস্তু ও বিভিন্ন সময়ে লেখা এসব কবিতার এই সংকলনে স্থান পাওয়া নিয়েও।
গত ২৭ মার্চ সাহিত্যসভায় রিডিং ক্যাফে এবং আজব প্রকাশের সদস্যরা বইটির বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। আলোচকরা কবিতার বিভিন্ন দিক নিয়ে নিজেদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করতে ভুল করেননি। সম্পাদকের কবিতা নির্বাচন নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন যে, মুক্তিযুদ্ধবিষয়ক আরও অনেক উল্লেখযোগ্য কবিতা রয়েছে, যেগুলো এই সংকলনে যুক্ত হতে পারতো।
সাহিত্য আড্ডার গুরুত্ব নিয়ে নিজের মতামত ব্যক্ত করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, সাহিত্য, বিশেষ করে কবিতা, আমাদের মাঝে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, প্রতিষ্ঠানে পড়ার সংস্কৃতি গড়ে তোলা, যা আমাদের জ্ঞান এবং বিনোদন দানের পাশাপাশি ক্ষমতায়ন করতেও ভূমিকা রাখবে। এই ধরনের সাহিত্য আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের বহুমুখী বর্ণনার সাথে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের ঐতিহ্যের গভীরতাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম করে তোলে।
এপ্রিল মাসের আলোচনার জন্য ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে নির্বাচন করেছে প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টোর ছোটগল্পের সংকলন। পরবর্তী আলোচনাও উপভোগ্য হতে চলেছে বলে বিশ্বাস এই পাঠচক্রের সদস্যদের। আজব প্রকাশকে সাথে নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের এই উদ্যোগটি ইতিহাসের জটিলতা এবং মানবিক অবস্থাকে অনুধাবন করতে সাহিত্যের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। পড়ার যে একটা শক্তি আছে, এই উদ্যোগটি আমাদের সমষ্টিগত এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে সংজ্ঞায়িত করার মাধ্যমে প্রতিনিয়ত তার-ই প্রমাণ রেখে যাচ্ছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে অনার-গ্রামীণফোনের চুক্তি
গ্রামীণফোনের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহক ও কর্মীসহ নির্দিষ্ট গ্রাহকরা অনারের পণ্য কেনার ক্ষেত্রে অফার ও ছাড়সহ আকর্ষণীয় নানা সুবিধা উপভোগ করবেন।
বাংলাদেশের যেকোনো অনার ব্র্যান্ড শপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় গ্রহণের সুযোগ পাবেন ক্রেতারা। অনারের অনলাইন স্টোর থেকে ট্যাবলেট কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১ হাজার টাকা ছাড় পাবেন তারা। একইসাথে, জিপিস্টার গ্রাহকরা ৮০০ টাকা সমমূল্যের ১ বছরের ব্র্যান্ড ওয়্যারেন্টি ও ৬ মাসের ফ্রি সার্ভিস গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, অনারের ক্রেতাদের মধ্যে যারা জিপিস্টার গ্রাহক, তারা ইন্টারনেট ডেটা (সিগনেচার, প্লাটিনাম, গোল্ড ও সিলভার) কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “ক্রেতাদের চাহিদা পূরণ ও বিশেষ সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন প্রযুক্তি নিশ্চিত করতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই অংশীদারিত্ব।”
গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি বলেন, “গ্রাহকদের জীবনের মানোন্নয়ন করতে আমরা সবসময় অর্থবহ অংশীদারিত্ব করার ওপর গুরুত্ব দিয়ে আসছি। অনারের সাথে এই অংশীদারিত্বের মধ্য দিয়ে আমাদের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি আরও জোরদার হবে। পাশাপাশি, আমাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি বিশেষ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান এবং গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি ও পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মার্কেটিং, কমার্শিয়াল সাব্বির আহমেদ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এবি ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং
এবি ব্যাংক পিএলসির বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের সিনিয়র সদস্যবৃন্দ, ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধানগন উপস্থিত ছিলেন।
ব্যাংকের সামগ্রিক অগ্রগতির পর্যালোচনা কৌশল এবং কীভাবে ২০২৪ সালে ব্যাংক তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে সভায় সে বিষয়ে পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বরিশালের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ব্যাংকের কল্যাণমূখী সেবার প্রসারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। শরীয়াহর উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও আঞ্চলিক প্রধান মো. আব্দুর রউফ বক্তব্য দেন।
বরিশাল অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং ১৪টি উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন
এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিসিও কবীর আহমেদ।
সম্মেলনে একটি টেকসই ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হুমায়ুন কবির, আইসিসি বিভাগের প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ, রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সিআরও সিরাজুল আমিন আহমেদ, ট্রেজারি বিভাগের প্রধান মো: আব্দুল গফুর রানা।
এসময়, অনলাইনে প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, অঞ্চল প্রধানগণ এবং শাখা-উপশাখার ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে তা নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এনআরবিসিকে টেকসই ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক রাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩শতাধিক শিক্ষাথীর সরব উপস্থিতিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান জনাব ফারিহা হায়দায়।
তিনি বলেন, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান। এ সময় আলোচনায় শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হকের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী অর্ন্তভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে।