খেলাধুলা
রান উৎসবের ম্যাচে দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের প্রথম জয়
নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেতৃত্বে আসরের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম ৩ ম্যাচের সবকটিতেই হেরেছিল আসরের সফলতম দলটি। তবে চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়াল হার্দিকের দল। দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিল মুম্বাই।
রবিবার (৭ এপ্রিল) ওয়াংখেড়েতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান করে মুম্বাই। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রানের বেশি করতে পারেনি দিল্লি।
২৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় দিল্লি। ১০ রানের মাথায় তাকে আউট করেন রোমারিও শেফার্ড। দ্বিতীয় উইকেটে পৃথ্বী শ ও অভিষেক পোরেল দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ২৩৫ রান তাড়া করতে হলে যতটা বিধ্বংসী ব্যাট করতে হতো সেটা করতে পারেননি তারা। ৬৬ রান করে জাসপ্রিত বুমরাহর বলে আউট হন তিনি। অভিষেককেও আউট করেন বুমরা। ৪১ রান এসেছে তার ব্যাট থেকে।
শেষ পাঁচ ওভারে জিততে দিল্লির দরকার ছিল ৯০ রান। এক দিকে ঝোড়ো ইনিংস খেলছিলেন ট্রিস্টান স্টাবস। কিন্তু অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। ফিনিশারের অভাবে আরও এক বার ভুগতে হল দিল্লিকে। স্টাবস ২৫ বলে ৭১ রান করে অপরাজিত থেকেছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন রোহিত শর্মা ও ঈশান কিশান। এই দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৭৫ রান করে দিল্লি। ২৭ বলে ৪৯ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়েছেন রোহিত। তাতে ভাঙে ৮০ রানের উদ্বোধনী জুটি।
চোট কাটিয়ে আসরে প্রথমবার খেলতে নামেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রত্যাবর্তনে রান পেলেন না তিনি। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এরপর ঈশানও ফিরেছেন। ২৩ বলে ৪২ রান করেন তিনি।
হার্দিক পান্ডিয়া ও তিলক ভর্মা ধীর গতির ব্যাটিং করলে একসময় মনে হচ্ছিলো দুইশ রান ছোয়ার লক্ষ্যে খেলছে তারা।তবে টিম ডেভিড ও শেফার্ড উইকেটে এসে গিয়ার পরিবর্তন করেন। শেষ চার ওভারে ৮৪ রান তোলে মুম্বাই। ডেভিড ২১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।
শেষ ওভার পুরোটাই খেলেন শেফার্ড। আনরিখ নরকিয়েকে চারটি ছক্কা ও দু’টি চারে শেষ ওভারে ৩২ রান নেন শেফার্ড। সবমিলিয়ে ১০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগোল বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। ২০২২ সালের পর এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয় সাফজয়ী দলটি তারই পুরস্কার পেল ফিফা র্যাঙ্কিংয়ে। যেখানে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল ১৩২ নম্বরে উঠে এসেছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দলটি।
ফিফা এবার মেয়েদের র্যাঙ্কিং প্রকাশ করল চার মাস পর। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে নারী দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলেছে। যার পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে দলগুলোর অবস্থান। পুরো বছরই মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, এবারও তারা সেই অবস্থান ধরে রেখেছে। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ২–৩ এ উঠেছে স্পেন ও জার্মানি। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড ৪ নম্বরে নেমে গেছে। এই প্রথমবার ফিফা নারী দলের র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে জিব্রাল্টার (১৮৫তম)।
শীর্ষ ১০–এর ভেতর থাকা বাকি দলগুলো হচ্ছে ৫ নম্বর থেকে যথাক্রমে সুইডেন, কানাডা, ব্রাজিল (এক ধাপ উন্নতি), জাপান (এক ধাপ অবনতি), উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস (এক ধাপ উন্নতি)। এক ধাপ পিছিয়ে এই প্রথম র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে (১১) চলে গেল ফ্রান্সের মেয়েরা। মেয়েদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৮ ধাপ করে উন্নতি হয়েছে সৌদি আরব (১৬৬) ও এস্তোনিয়ার (৯৯)। সর্বোচ্চ অবনতি ঘটেছে লাওসের (১৬ ধাপ)।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব
প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে এর আগে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছিল কাউন্টি ক্রিকেট কতৃপক্ষ।
চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কতৃপক্ষ।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর লিগ ক্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎড়াতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ
ভারতের গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে পরাজিত করেন।
মাত্র ১৮ বছর বয়সী গুকেশ এই জয়ে রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙেছেন। কাসপারভ ১৯৮৫ সালে ২২ বছর বয়সে এই খেতাব জিতেছিলেন।
গুকেশ ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে পরাজিত করে ১৮তম দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। এর আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বনাথ আনন্দ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
চেন্নাইয়ের এই প্রতিভাবান তরুণ ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। তবে এবার ফিদে চ্যাম্পিয়নশিপে তার স্থান ছিল বহিরাগত প্রতিদ্বন্দ্বীর মতো।
ফাইনাল খেলায় কালো ঘুঁটি নিয়ে নেমে ডিং লিরেনের একটি গুরুত্বপূর্ণ ভুলের সুযোগ নেন গুকেশ। ডিং তার শেষ শক্তিশালী ঘুঁটি হারিয়ে বসেন, যা তাকে পরাজয়ের মুখে ঠেলে দেয়।
এই জয়ের ফলে বিশ্বে র্যাংকিংয়ে পঞ্চম এবং ভারতে র্যাংকিংয়ে দ্বিতীয় গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেছেন।
১৪ গেমের এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা গত দুই সপ্তাহ ধরে দাবা প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছিল।
চেন্নাই থেকে উঠে আসা গুকেশের পরিবারে কোনো এলিট দাবাড়ু নেই। তবে ছোটবেলায় স্কুল পরবর্তী দাবা ক্লাসে তার প্রতিভা ধরা পড়ে। ২০১৯ সালে ১২ বছর ৭ মাস বয়সে ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে তিনি গ্র্যান্ডমাস্টার হন।
চ্যাম্পিয়নশিপের ১৪ গেমে দুই প্রতিদ্বন্দ্বী ৮টি ড্র এবং ২টি করে জয় অর্জন করেছিলেন। বৃহস্পতিবার ফাইনালে ডিং চাপের মুখে ভুল করে কিস্তি হারালে গুকেশ জয় নিশ্চিত করেন।
ডিং লিরেন২০২৩ সালে চীনের প্রথম দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হন। তবে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন বিরতিতে ছিলেন। তবে চ্যাম্পিয়নশিপের শুরুতে ও ১২তম রাউন্ডের জয় তাকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছিল।
ডিংয়ের ফাইনাল ভুল সম্পর্কে চেজডটকম বলেছে, ডিং জয়ের সুযোগ পেয়েও রিস্ক ফ্রি পজিশনে পা ফেলেছিলেন, যা তাকে একটি পন-ডাউন এন্ড গেমে ঠেলে দেয়। ম্যাচ ড্র হওয়ার কথা থাকলেও, চাপ বাড়তেই ডিং ভুল করেন। তিন চাল পরেই তিনি পরাজয় মেনে নেন। গুকেশ এই জয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি এই পজিশনে জিতব আশা করিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ঐতিহাসিক ও অনুকরণীয়! এটি তার অনবদ্য প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল।
এই প্রতিযোগিতার পুরস্কার তহবিল ছিল মোট ২.৫ মিলিয়ন ডলার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আনুষ্ঠানিকভাবে ফিফা জানাল, আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।
বুধবার একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। একই দিনে ফিফা আরো জানিয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে। এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি, যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। দশ বছরের পরের তথা ২০৩৪ ফুটবল বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের অংশগ্রহণে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে ৮টি রাজধানী রিয়াদে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে (ফিফা) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা আসল।
ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিল সৌদি আরব। বিশেষত ফুটবলে বিশাল বাণিজ্যের বাজার ধরতে তারা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল। তার অধীনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রসহ ইউরোপ মাতানো অসংখ্য ফুটবলারকে নিজেদের ক্লাবে ভিড়িয়েছে সৌদি। অবশেষে তাদের উদ্দেশ্য সফল হতে যাচ্ছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আবারও অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ জয় করায় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। বাংলাদেশ ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোণঠাসা হয়ে যায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে ভারত অলআউট হলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের যুবারা।
২০২৩ সালে এই স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলদেশ।