জাতীয়
স্বাধীনতা পুরস্কারের জন্য ২১ ব্যক্তির নাম সুপারিশ

স্বাধীনতার মাসে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারটির নাম স্বাধীনতা পুরস্কার। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। জানা গেছে, সাধারণত এই পুরস্কারের সংখ্যা ১০টি হয়। তবে প্রধানমন্ত্রী চাইলে এ সংখ্যা কমাতে বা বাড়াতে পারেন।
সূত্র জানায়, সম্প্রতি এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিভিন্ন ক্ষেত্রে ২১ জনের নাম সুপারিশ করেছেন। এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য সাতজনের নাম সুপারিশ করা হয়েছে।
এর মধ্যে রয়েছেন-বীর মুক্তিযোদ্ধা কর্নেল (মরহুম) শওকত আলী, ডা. মোহাম্মদ আনিসুল হাসান, আবুল খায়ের মোহাম্মদ মহেব্বুর রহমান (আবুল খায়ের), বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সাজের্ন্ট মো. ফজলুল হক, আবদুর রাজ্জাক, ডা. আখলাকুল হোসাইন আহমেদ (মরহুম) ও গোলাম হোসেন।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমেদ খান। চিকিৎসা বিদ্যায় ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। শিক্ষায় প্রয়াত ড. রংগলাল সেন। অধ্যাপক মো. সোহরাব আলী। সাহিত্যে আবু জাফর শামসুদ্দীন ও আসাদ চৌধুরী (মরহুম)। সংস্কৃতিতে নাসিরউদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ক্রীড়ায় তানভীর মাজহার ইসলাম (তান্না), বীর মুক্তিযোদ্ধা শেখ আশরাফ আলী। পল্লী উন্নয়নে কামরুল ইসলাম সিদ্দিক। সমাজসেবায় সৈয়দ আবুল হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।
সূত্র জানায়, স্বাধীনতা পুরস্কার নিয়ে এই প্রস্তাব পর্যালোচনার জন্য গত ২৮ জানুয়ারি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট ৮৯টি মনোনয়ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ৭২ জন ব্যক্তি ও ১৭টি প্রতিষ্ঠান রয়েছে।
এসব সুপারিশ নিয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২১ জনের নাম সুপারিশ করা হয়। তবে কমিটি বলেছে, প্রধানমন্ত্রী ইচ্ছে করলে নীতিমালা অনুযায়ী এই সংখ্যা কমাতে কিংবা বাড়াতে পারেন।
এর আগে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুবিধা মতো সময়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পদক প্রদান করবেন।
উল্লেখ্য, সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
অর্থসংবাদ/এমআই

জাতীয়
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত আরও ৪৬৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন।
রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর ৫ জন এবং সিলেটে ৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
আর আগস্টে এখন পর্যন্ত ৫ হাজার ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২২ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
জাতীয়
হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন

জাতীয়
রোহিঙ্গা সমস্যার সমাধানে কক্সবাজারের সম্মেলন বড় সুযোগ: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও প্রকৃত সমাধানে পৌঁছানোর জন্য কক্সবাজারে অনুষ্ঠিতব্য সম্মেলনটি একটি বড় সুযোগ। জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি বৃহত্তর আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে এবং কক্সবাজারের এই সম্মেলনটি তার প্রস্তুতিমূলক একটি অংশ।
রোববার (১৭ আগস্ট) ঢাকায় থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি কূটনীতিকদের আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে সমর্থন করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট সমর্থন নির্দেশ করে।
এই সম্মেলনটির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো রোহিঙ্গা এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেওয়া।
তিনি জোর দিয়ে বলেন, এই সম্মেলনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নগুলোকে তুলে ধরার প্রচেষ্টা চলছে। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ এই প্রক্রিয়াতে নেতৃত্ব দিচ্ছে।
কাফি
জাতীয়
সেই রিকশাচালককে গ্রেপ্তার নিয়ে সরকারের বিবৃতি

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার (১৭ আগস্ট) এ বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।
এতে বলা হয়েছে, একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
দায়ের মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৩২ নম্বর থেকে আটকের পর ধানমন্ডি থানার এপ্রিল মাসে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসলে মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
কাফি
জাতীয়
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: সৈয়দা রিজওয়ানা

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব-নিকাশ ও রাজনীতি আছে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন। নির্বাচন পিছিয়ে যাবে কি না, সরকারের পরিকল্পনা কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব-নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।
সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার সরকারের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয় বলেও জানান উপদেষ্টা।
কাফি