পুঁজিবাজার
বিএসইসির চেয়ারম্যানের মা আর নেই

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিএসইসি চেয়ারম্যানের পরিবার অর্থসংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ যোহর মরহুমার জানাযা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, হাসিনা মমতাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ছিলেন। ঢাবি থেকে অধ্যয়ন সম্পন্ন করেন তিনি। এছাড়া, ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং

বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ পয়সা বা ১৫.৩৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪০ পয়সা বা ১৪.৮১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেকের দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৩.৭৪ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইএফসির ১৩.৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.৭১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১২.৫০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১২.১২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ১২ শতাংশ, বিবিএস কেবলসের ১১.১৭ শতাংশ এবং ইসলামী ফাইন্যান্সের ১১.১১ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ২০.৬৮ শতাংশ
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩৩ টাকা বা ১৮.৫৫ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ডের ২ টাকা ৪০ পয়সা বা ১৭.৫৯ শতাংশ দর বেড়েছে।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫.৪৭ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৩.৫৪ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৮০ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১১.৯৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ডমিনেজ স্টিলের ১৮.৭৩ শতাংশ।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর-০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৫ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৬ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রূপালী লাইফ। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্সের ১৭ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৩৫ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সে ১৪ কোটি ৯৫ লাখ টাকা, প্রগতি লাইফের ১৪ কোটি ৬৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ২২ লাখ টাকা, রবি আজিয়াটার ১৪ কোটি ১০ লাখ টাকা এবং খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজের ১৩ কোটি ৭৪ লাখ টাকার।
পুঁজিবাজার
বিনিয়োগকারীদের মূলধন কমলো আরও ৮ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (০৫ অক্টোবর থেকে ০৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৮ হাজার কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৯৩৭ কোটি টাকা বা ১.০৯ শতাংশ।
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩২.০৭ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪৮.৮০ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩৭.৭১ পয়েন্ট বা ৩.২২ শতাংশ।
তবে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৪২৫ কোটি ৩১ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ২ লাখ টাকা বা ৫.৯৭ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬২০ কোটি ১০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ লাখ ৫ হাজার ২৭১টি শেয়ার ৩২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৪ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ৩ কোটি ৮৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্সের ৫৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম