কর্পোরেট সংবাদ
বিল পরিশোধের সহজ সমাধান বিকাশের ‘অটো পে’

ব্যস্ততার কারণে প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, মোবাইল ও ইন্টারনেট সংযোগ সচল রাখা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিংবা বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধের মতো জরুরি কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্য সহজ সমাধান হতে পারে বিকাশ ‘অটো পে’।
অটো পে চালু করলে গ্রাহকদের আর বারবার একই লেনদেনের কথা মনে রাখতে হবে না। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখলে, নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হয়ে যাবে।
বিকাশের অটো পে সেবার কারণে এখন ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দেওয়া কখনো মিস হবেনা। নির্দিষ্ট তারিখের আগে প্রিমিয়াম প্রদানের তারিখ ও টাকার পরিমাণ সেট করে দিলেই কোনো চার্জ ছাড়াই জমা হয়ে যাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বর্তমানে মেটলাইফের ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দেয়া যাচ্ছে বিকাশের অটো পে সেবার মাধ্যমে।
সেবাটি চালু করতে ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে অটো পে সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরে সেবার ধরন থেকে ‘মোবাইল রিচার্জ’, ‘সেন্ড মানি’ অথবা ‘পে বিল’ অপশন সিলেক্ট করে নাম্বার/প্রতিষ্ঠান, টাকার পরিমাণ এবং কত দিন অন্তর ‘অটো পে’ করা হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে ‘অটো পে’।
এরপর নির্ধারিত দিনের আগে নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা মনে করিয়ে দেবে বিকাশ। গ্রাহক চাইলে একাধিক অটো পে চালু করে রাখতে পারবেন। আবার যেকোনো সময় অটো পে অপশন বাতিলও করতে পারবেন।
অটো পে মেন্যু থেকেই চালু থাকা সব ‘অটো পে’র তালিকা দেখা যাবে। বিকাশ অটো পে সম্পর্কে বিস্তারিত দেখে নেয়া যাবে এই ঠিকানায়।
অর্থসংবাদ/এমআই

কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে তারেক রেফাত উল্লাহ খানকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
তারেক রেফাত উল্লাহ খান গত ২৭ মে ২০২৫ থেকে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে, উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানের ট্রান্সফর্মেশনে অবদানের স্বীকৃতি হিসেবে এপ্রিল ২০২৫-এ তাঁকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়।
ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওর দায়িত্ব গ্রহণ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পজিশনের জন্য তারেক রেফাত উল্লাহ খানই আদর্শ লিডার, যিনি ব্যাংকটিকে আগামীর প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবেন। তাঁর ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও বেশি আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান করে গড়ে তুলবে—যার ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহকদের জীবনে, ব্যাংকিং খাতে, সমাজে ও দেশে।
ব্যাংকিং খাতের নির্ভরযোগ্য লিডার তারেক ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রায় তিন দশকের বেশি সময় ধরে ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকে কাজ করেন। তাঁর কর্মজীবনে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে উদ্ভাবনের বিশেষ দক্ষতার প্রমাণ দিয়েছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর এই দীর্ঘ পথচলা উদ্ভাবন, শুদ্ধাচার এবং ইমপ্যাক্টের এক পরিপূর্ণ সমন্বয়।
আইএফআইসি ব্যাংকে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে তিনি করপোরেট ব্যাংকিং ডিভিশনে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে দায়িত্ব পালনকালে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিইও ও চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড লাভ করেন।
গ্লোবাল আউটলুক ও একাডেমিক উৎকর্ষতা তারেক ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্নেন্স, লিডারশিপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (মার্কেটিং) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স করপোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের আইভি লীগ খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কর্নেল ইউনিভার্সিটি থেকে মর্যাদাপূর্ণ সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন। ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক নতুন এক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের যুগে প্রবেশ করছে, যা ব্যাংকটিকে বাংলাদেশের সবচেয়ে আস্থার ও অগ্রসরমান ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের কর্মশালা

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ইন্টারনাল কন্ট্রোল ফর এন্টি-ফ্রড এন্ড রিলেটেড সিগনিফিকেন্ট কমপ্লায়েন্স ইস্যুজ অফ দি ব্যাংক শীর্ষক অর্ধ-দিবসব্যাপী একটি কর্মশালার আয়োজন করে।
গত ৩০ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী। কর্মশালাটিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক মো. ফরহাদ হোসেন। কর্মশালায় ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা অঞ্চলের ১৫টি এডি শাখার ম্যানেজার অপারেশনগণ অংশগ্রহণ করেন।
এ আয়োজনে কমপ্লায়েন্স, সুশাসন এবং প্রতারণা প্রতিরোধে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে নিয়োগ পেলেন ড. এম কামাল উদ্দীন জসীম

ইসলাামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইং-এর প্রধান হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ অবজারভার, দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, ভিয়েতনাম, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।
কর্পোরেট সংবাদ
এএমএল চ্যাম্পিয়নদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

সম্প্রতি দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) সচেতনতা ক্যাম্পেইন’ চ্যাম্পিয়ন সহকর্মীদের সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১০ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুদ্ধাচার ও কমপ্লায়েন্সের মানদণ্ডে অনন্য ভূমিকা রাখা ১১ জন সহকর্মীকে সম্মানিত করা হয়, যাদের মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন ব্রাঞ্চ থেকে এবং তিনজন অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। ক্যাম্পেইনে সর্বাধিক অংশগ্রহণের জন্য ব্যাংকটির ডিসট্রিবিউশন নেটওয়ার্ককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। এসময় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, এএমএল কমপ্লায়েন্স আমাদের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষা করার পাশাপাশি আমাদের ওপর গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করে। ব্যক্তিগত ইচ্ছা ও প্রচেষ্টা যে নৈতিক ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মূল্যবোধকে ধারণ করে, এই ক্যাম্পেইনের চ্যাম্পিয়নরা সেটি প্রমাণ করে দেখিয়েছেন।
‘বৈধ লেনদেনে সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্য নিয়ে এএমএল সচেতনতা ক্যাম্পেইনটি শুরু হয় ২০ জুলাই ২০২৫। ক্যাম্পেইনে ব্যাংকটির ২,৬০০-এরও বেশি কর্মী অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়া আউটরিচ, দেশব্যাপী আয়োজিত কনফারেন্স, ব্রাঞ্চ-ভিত্তিক কার্যক্রম এবং কুইজের মাধ্যমে সারাদেশে ৯০ লাখেরও বেশি মানুষের কাছে এই ক্যাম্পেইনের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে ব্যাংকটি।
এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে এএমএল সচেতনতায় নিজেদের শীর্ষ অবস্থান ও ভূমিকা আরও সুদৃঢ় করেছে। ব্যাংকটি দেশব্যাপী কমপ্লায়েন্স কালচার এবং নৈতিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার প্রসার ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্পোরেট সংবাদ
আইবিটিআরএ’র ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৩ তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ’র মহাপরিচালক মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি ও এন. এস. এম. রেজাউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.মিজানুর রহমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।