কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি

পেমেন্ট গেটওয়ে সেবা দেওয়ার লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
দেশের কোনো সরকারি বন্দর কর্তৃপক্ষের সাথে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম পেমেন্ট গেটওয়ে চুক্তি। এই অংশীদারিত্ব একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২ জানুয়ারি বাগেরহাটের মোংলায় মোংলা বন্দর কার্যালয়ে এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং ব্র্যাক ব্যাংক সাউথ জোনের সিনিয়র জোনাল হেড, তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এখন থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সহজেই বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ান-স্টপ সেবা, জাহাজ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা, যান্ত্রিক সুবিধা, নিয়োগ, খনিজ পানি ইত্যাদি সেবার বিনিময়ে প্রাপ্ত পেমেন্টগুলো নিতে পারবে। বন্দরের স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বন্দরের অফিশিয়াল ওয়েবসাইট (www.empa.com.bd) থেকে ভিসা, মাস্টারকার্ড, ডায়নামিক কিউআর এবং বিকাশ ওয়ালেট ব্যবহার করে পোর্ট ফি পরিশোধ করতে সক্ষম হবেন।
এছাড়া ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ কাস্টমাইজড রিপোর্ট ম্যানেজমেন্ট পোর্টাল সুবিধাও উপভোগ করবে।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে থেকে সদস্য (অর্থ) মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল এবং উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তামো. সিদ্দিকুর রহমান খান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব গভর্নমেন্ট রিলেশনস খন্দকার এমদাদুল হক, সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড আল আমিন শেখ, পাবলিক সেক্টরের ইউনিট হেড মাহাবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের গৌরবময় ৩০ বছরের পথচলা

সাউথইস্ট ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বেসরকারি খাতের ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক শিল্পপতি এম এ কাশেমের হাত ধরে গৌরবময় পথচলা শুরু করে। প্রথম থেকেই দেশের ব্যাংকিং খাতে আস্থা, উদ্ভাবন ও মানসম্পন্ন সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে ব্যাংকটি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেন। গত তিন দশকে ব্যাংকটি রূপ নিয়েছে একটি আধুনিক, ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠানে, যার মূল লক্ষ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন এবং নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি ব্যাংকটির আর্থিক ও সামাজিক খাতে অব্যাহত অবদানকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম এ দীর্ঘ যাত্রায় গ্রাহক, অংশীদার ও সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সততা, আস্থা আর উদ্ভাবনের পথ ধরেই আমাদের এগিয়ে চলা। এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও গ্রাহক, শিল্পী-সাহিত্যিক, অর্থনৈতিক-বাণিজ্যিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংকের ঢাকা জেলার নির্বাহী-কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় মার্কেন্টাইল ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক। শনিবার (২৪ মে) কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
১৫ ওভার ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেয় ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
ফাইনাল ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের ১৫ ওভারে করা ১০৭ রানের জবাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ব্যাংকের অ্যামেচার কর্পোরেট ক্রিকেট দল। এর আগে গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপক্ষে ৯ উইকেটে এবং মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিতে সক্ষম হয় ব্র্যাক ব্যাংক। ধারাবাহিক পারফরম্যান্সের মধ্য দিয়ে মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয় ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংক দলের অধিনায়ক ও ব্যাংকটির প্রকিউরমেন্ট অফিসার আলাউদ্দিন মনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন। ব্যাংকটির কার্ড অপারেশনসের অফিসার ঈশান বণিক প্লেয়ার অব দ্য ফাইনাল ও সেরা বোলার নির্বাচিত হন। এই আধিপত্য ব্র্যাক ব্যাংকের আলরাউন্ড নৈপুণ্যের প্রতিফলন।
এমন গৌরবময় অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস এবং ক্রিকেট দলের পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.) বলেন, এই জয় কেবল ক্রিকেট নিয়েই নয়; এটি আমাদের দলগত পারফরম্যান্স, শৃঙ্খলা এবং উৎকর্ষতার প্রতি অবিচল প্রতিশ্রুতিরও প্রতিফলন। এই চ্যাম্পিয়নশিপ ব্র্যাক ব্যাংকের প্রাণবন্ত কর্মক্ষেত্র সংস্কৃতিকে তুলে ধরে, যেখানে পারস্পরিক সহযোগিতা ও পারফরম্যান্স সমান তালে চলে। ব্র্যাক ব্যাংকের কর্মীরা যে মাঠে এবং মাঠের বাইরে লক্ষ্য অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চ্যাম্পিয়নশিপ তার-ই উদাহরণ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সাতক্ষীরার একটি রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএফআইইউয়ের ডাইরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মো. শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইয়ের জয়েন্ট ডাইরেক্টর মো. রোকন-উজ-জামান ও মো. মাহমুদুল হক ভুঁইয়া এবং ডেপুটি ডাইরেক্টর মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখাপ্রধান মো. সাদেক আলী। সাতক্ষীরা অঞ্চলের ৩৪টি তফসিলভুক্ত ব্যাংকের মোট ৮০জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের নতুন ডিএমডি আশানুর রহমান

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আশানুর রহমান। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আশানুর রহমান মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২০০৪ সালে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর বা ট্রান্সফরমেশন পর্বে তিনি সিটি ব্যাংকে যোগদান করেন। সেসময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রতিষ্ঠা করেন।
তিনি রয়্যাল ব্যাংক অফ কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে আবার সিটি ব্যাংকে ফেরেন এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকাস্যুরেন্স চালু করা।
আশানুর বর্তমানে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু উচ্চপর্যায়ের কমিটির সক্রিয় সদস্য। এর মধ্যে রয়েছে সেটেলমেন্ট কমিটি, কেপিআই ড্রাইভিং কমিটি, রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন কমিটি, একাধিক স্ট্র্যাটেজিক প্রকল্পের স্টিয়ারিং কমিটি ইত্যাদি।
২০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আশানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক সম্পন্ন করেন। কানাডায় তিনি ইনভেস্টমেন্ট ফান্ডস বিষয়েও অধ্যয়ন করেছেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক

দেশের তৃণমূল পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকসহ দেশের ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশব্যাপী ৩ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে।
গত ৫ মে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ডিইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, সৈয়দা আমিনা ফাহমিন, ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, এইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মাহমুদা আখতার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সহযোগিতা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা অর্জনে ভূমিকা রাখবে। উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গতি আনবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।
কাফি