পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ৮১ হাজার ২৩০টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৩ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল মিলসের ১ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ৭২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম

পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই জেমিনি সি ফুডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১০ টাকা ৬০ পয়সা। আর আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৭৮ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৪৮ টাকা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসুন স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওয়াটা কেমিক্যালস। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইসিবি, কেডিএস এক্সেসরিজ, কে অ্যান্ড কিউ এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭২ লাখ ০৬ হাজার টাকার। আর ২৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসি, রহিমা ফুড কর্পোরেশন, সি পার্ল বিচ, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডমিনেজ স্টিল এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচক বাড়লো, সামান্য কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ১৬৮ কোম্পানি শেয়ার দর বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১১৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ২০৭৩ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৭০৩ কোটি ০২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৪ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৮টি কোম্পানির, বিপরীতে ১৫৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম