পুঁজিবাজার
ন্যাশনাল হাউজিংয়ের সব শেয়ার বিক্রয় করবে ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির এক কর্পোরেট উদ্যোক্তার নিকট থাকা কোম্পানির সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নিকট কোম্পানির ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৪টি শেয়ার রয়েছে। এই কর্পোরেট উদ্যোক্তার সম্পূর্ণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক/ব্লক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা।
এসএম

পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড (ইআইএল) এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের (এআইএল) শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এ ক মি পেস্টিসাইড ৭৭ লাখ ৫০ হাজার টাকার,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ২৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
পুঁজিবাজার
বিএটিবিসির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৭.৯৬ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৬.৭৫ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ৫.৮৮ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ৪.৯২ শতাংশ, মাইডাস ফাইন্যান্স পিএলসি’র ৪.৭৬ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র ৪.৫৯ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৪.৫২ শতাংশ, আমরা টেকনোলজিস এর ৪.৫১ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর ৪.৩২ শতাংশ কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯.৯৭ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সেরশেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৭৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর ৯.৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯.২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ৭.৩১ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্সের ৭.০০ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের৬.৬৭ শতাংশ দরবেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বিএটিবিসি

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)। আজ কোম্পানিটির ৩৯ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার। ২৩ কোটি ৮০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক এশিয়া এবং আইএফআইসি ব্যাংক।
কাফি
পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এসময় ২৩২ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ ।
রোববার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ২১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৩ পয়েন্ট কমে ১১৬৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ৬২ পয়েন্ট কমে ২০৫৮ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৮৬৫ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৫১ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির, বিপরীতে ২৩২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি