কর্পোরেট সংবাদ
সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল

জাতীয় পাঠ্যক্রমের আওতাভিত্তিক বাংলা মিডিয়ামের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক। টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
গত ২৫ মে ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আগামী’-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেডকোয়ার্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং ইংরেজি যোগাযোগ দক্ষতা প্রদর্শনের এক জাতীয় মঞ্চের ভূমিকা পালন করে। পাঁচটি বিভাগের ৩৩টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক, আঞ্চলিক এবং ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার সুযোগ পেয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের লাইবা মুনতাহা গ্রুপ-এ (গ্রেড ৯-১০) থেকে এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অ্যারন নাফি গ্রুপ বি (গ্রেড ১১-১২) থেকে বিজয়ী হন। চূড়ান্ত প্রতিযোগীদের তাঁদের বিষয়বস্তু, পরিবেশনা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। একটি বিশেষজ্ঞ প্যানেল দর্শকদের সামনে সরাসরি এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে।
আয়োজনে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং উইমেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’-এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রায়ম্যান, এক্সামসের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সামসের মাস্টার ট্রেইনার সানা শহীদ।
টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ক্লাব গ্রোথ ডিরেক্টর মো. গোলাম দস্তগীর, ডিটিএম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোয়্যালিটি ডিরেক্টর ফয়েজ উদ্দিন আহমেদ এবং ঢাকা বাংলাদেশ টোস্টমাস্টার্স ক্লাবের প্রাক্তন সভাপতি মো. তাহমিদুল ইসলাম।
এই আয়োজন নিয়ে মো. মাহীয়ুল ইসলাম বলেন, এই প্রতিযোগিতার আয়োজন শুধু পাবলিক স্পিকিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নয়, বরং এটি সারাদেশের শিক্ষার্থীদের প্রতিভা, আত্মবিশ্বাস এবং অপার সম্ভাবনা উদ্যাপনের একটি মঞ্চও। ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরাই হলো আগামী দিনের কারিগর। এই কারণেই আমরা এমন সব উদ্যোগে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তরুণদের স্বপ্নকে লালন করে এবং তাঁদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রানশক্তি হিসেবে গড়ে উঠতে ক্ষমতায়িত করে।
ম্যাক্সিম রায়ম্যান বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁদের কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় সহায়তা করতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের মাঝে থট লিডার এবং বিশ্ব নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাবো।
‘আগামী’ সেগমেন্টের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংয়ের বাইরেও শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাঁদের আত্মন্নোয়নে ভূমিকা রাখছে, যাতে তাঁরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিস কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম। ময়মনসিংহ জোনপ্রধান আ. কাদের সরদারের সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এসএম
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম ও কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস উপস্থিত ছিলেন।
এসএম
কর্পোরেট সংবাদ
সর্বজনীন পেনশন স্কিম গতিশীল করতে এনআরবি ব্যাংকের সঙ্গে সমঝোতা

জাতীয় পেনশন স্কিম বাস্তবায়ন আরও গতিশীল করার লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে চারটি পৃথক কর্মসূচি রয়েছে- প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য একটি ইউনিক পেনশন আইডি প্রদান করা হয়, যার মাধ্যমে তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে তাদের চাঁদা এবং মুনাফা পর্যবেক্ষণ করতে পারেন। অবসরোত্তর আর্থিক নিরাপত্তার পাশাপাশি, এই স্কিমে আয়কর রেয়াত, ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি সহঅংশীদারত্বের সুবিধাও রয়েছে।
কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের নিট ডিপোজিট প্রবৃদ্ধি সাড়ে ৮ হাজার কোটি টাকা

চলতি ২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৮ হাজার ৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এই ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন। বিগত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এই লক্ষণীয় ডিপোজিট প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন মাইলফলক ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।
এই সাফল্য উদ্যাপনের লক্ষ্যে ব্যাংকটি ১৫ জুলাই ২০২৫ ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ব্রাঞ্চ নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগ দেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
এ সময় ব্র্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
ব্যাংকের এমন সাফল্যে গ্রাহক আস্থা এবং গ্রাহকদের সাথে সুসম্পর্কের বিষয়টির ওপর জোর দিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকের সাথে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময়ে এবং সামনের বছরগুলোতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে আমাদের এমন সাফল্য অব্যাহত থাকবে।
কর্পোরেট সংবাদ
এসডিজি অ্যাওয়ার্ড অর্জন করলো ইউনিলিভার বাংলাদেশ

বাংলাদেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কারও অর্জন করেছে।
ষাট বছরেরও বেশি সময় ধরে, ৩৯.২৫% সরকারি মালিকানাধীন এই এফএমসিজি (কনজিউমার গুডস / ভোগ্যপণ্য) কোম্পানিটি শুধু আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ও সরবরাহ করেই নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক অবদান রেখে চলেছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ১৩টিতে কৌশলগতভাবে অবদান রেখে আসছে এবং ২০২০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষের জীবন স্পর্শ করেছে ও ইতিবাচক প্রভাব ফেলেছে।
২০২৫ সালের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড উদ্যোগে ‘সেরা টেকসই কোম্পানি’ হিসেবে সম্মাননা অর্জনের পাশাপাশি, ইউনিলিভার বাংলাদেশ আরও ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ সামগ্রিক ভাবে সর্বোচ্চ সংখ্যক সম্মাননা অর্জন করেছে।
ইউনিলিভার বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য পুরস্কৃত হয়েছে। ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ ক্যাটাগরিতে ‘ডোমেক্স অ্যান্ড ভূমিজ’স ফাইট অ্যাগেইনস্ট পুওর স্যানিটেশন’, ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘এমপাওয়ারিং দ্য ইয়ুথ ইন ভলান্টিয়ারিজম’ এবং ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ ক্যাটাগরিতে ‘ওয়েস্ট ওয়ার্কার্স লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ইন চট্টগ্রাম’ প্রকল্পেও পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ ক্যাটাগরিতে ‘রেসপনসিবল সোর্সিং ফর আ গ্রিনার টুমরো’ এবং ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ‘সাসটেইনেবিলিটি ইন মোশন: টুওয়ার্ডস আ গ্রিনার টুমরো’ প্রকল্পে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, বাংলাদেশ সাসটেইনেবল সামিটে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ এই সম্মাননাগুলো লাভ করে।