রাজধানী
আজও শাহবাগ মোড় অবরোধ, তীব্র যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল। যার করণে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
সরজমিন দেখা যায়, ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট অনুযায়ী খণ্ড খণ্ড হয়ে ভাগ হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা, “ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; অবিলম্বে করতে হবে ইত্যাদি স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। বিকাল ৫টা পর্যন্ত চলবে ছাত্রদলের শাহবাগে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানী
ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।
বুধবার (২১ মে) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।
ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ বুধবার (২১ মে) যাত্রাবাড়ির কয়েকটি স্থানে দুপুর ১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, দোলাইরপাড় থেকে দনিয়া শনির আখড়া সড়কের উভয়পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে’

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘নগরের পিতা নেই তাহলে কাজ করবে কে? দায়ী আসিফ নজরুল ও আসিফ মাহমুদ’

নগরের পিতা নেই তাহলে কাজ করবে কে? আসিফ নজরুল ও আসিফ মাহমুদকে আমরা দায়ী করছি বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
‘সারা ঢাকাবাসী ইশরাককে মেয়র হিসেবে চায়’

সারা ঢাকাবাসী ইশরাককে মেয়র হিসেবে চায় বলে জানিয়েছেন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন ইশরাক সমর্থক।