কর্পোরেট সংবাদ
বান্দরবানে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

‘ব্যাংক শুধু টাকা রাখে—এই ধারণাটাই বদলে গেলো আজ। কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই বিষয়ে কোনো ব্যাংক যে কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দিতে পারে, তা জীবনে এই প্রথম দেখলাম’—উথুয়াই মারমার কণ্ঠে কেবল বিস্ময় নয়, ছিল আত্মবিশ্বাসের নতুন দীপ্তিও। তিনি নাইক্ষ্যংছড়ির একজন তরুণ কৃষি উদ্যোক্তা, আর এই প্রশিক্ষণ তাঁকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।
বান্দরবানের পাহাড়ি জনপদে কৃষি মানে এতদিন ছিলো জীবনধারণের সংগ্রাম। কিন্তু সেই কৃষিই এখন হয়ে উঠছে সম্ভাবনার অন্য নাম—বাজার, প্রযুক্তি আর উদ্যোক্তাবোধে মোড়ানো টেকসই জীবিকার নতুন দিগন্ত। আর এই রূপান্তরের যাত্রায় সঙ্গী হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় ইউসিবি সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে একটি দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৭০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
রুমার কৃষক অংম্রা থুই মারমা প্রশিক্ষণ শেষে বলেন, আমি ভাবতেই পারিনি, কেউ একদিন বান্দরবানে এসে কাজু বাদাম আর কফি চাষ নিয়ে বলবে! এখন শুধু চাষ নয়, আমি কৃষিকে পুরোপুরি একটি ব্যবসা হিসেবে ভাবছি।’ এই প্রশিক্ষণ শুধু তথ্য দেওয়ার আয়োজন ছিল না, এটি ছিল আত্মবিশ্বাস গড়ার এক কর্মশালা। কৃষি উদ্যোক্তারা জেনেছেন—কীভাবে ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়; আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কৌশল; প্রাণিসম্পদ ও মৎস্য চাষে নতুন দৃষ্টিভঙ্গি; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করে বাজারে তুলে ধরা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। ইউসিবির মতো আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা থাকলে এখানকার কৃষকরা উদ্যোক্তায় পরিণত হতে পারেন।
সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান। তাঁর মতে, এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যকে পুঁজি করে প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগের মাধ্যমে আমরা এক নতুন ভবিষ্যতের দিকে এগোতে পারি। ইউসিবি এই রূপান্তরে পাশে আছে এবং থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিটিভির ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
রেজাউল করিম সিদ্দিক বলেন, আধুনিক কৃষি মানে শুধু জমিতে চাষ নয়—সঠিক পরিকল্পনা, বাজার বোঝা এবং প্রক্রিয়াজাতকরণ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি। বান্দরবানের পাহাড়ি জমিতে কাজু বাদাম, কফি, কমলা, আম কিংবা মাশরুম—সবই এখন সম্ভব।
এই প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য শুধু কৃষি বিষয়ে জ্ঞান দেওয়া নয়—গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে তাঁদেরকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে দেওয়া।
অংশগ্রহণকারী অংম্রা থুই মারমা শেষে বলেন, আগে ভাবতাম শুধু উৎপাদন করলেই হলো, এখন বুঝছি ব্র্যান্ড তৈরি করাটাও আমার কাজ। একদিন আমার নিজের কাজু বাদামের একটা ব্র্যান্ড হবে—এই স্বপ্নটাই এখন আমার শক্তি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।
হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল ও প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ডা. শ্রাবণী চক্রবর্তীর যোগদান

বন্দরনগরীর সর্ববৃহৎ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং পেলভিক এন্ডোস্কোপিক সার্জন হিসেবে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী। নারীদের স্বাস্থ্যসেবায় ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি এভারকেয়ার টিমে যুক্ত হয়েছেন।
ডা. চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনী ও অবসে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি, দেশে ও বিদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি, হিস্টেরোস্কোপি এবং আই.ভি.এফ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন।
তিনি পেলভিক এন্ডোস্কোপিক সার্জারিতে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত, বিশেষ করে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেকটমি, ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিস অপারেশন, প্রোল্যাপ্স অপারেশন এবং প্রজনন সক্ষমতা চিকিৎসায় তিনি অভিজ্ঞ। হিস্টেরোস্কোপির মাধ্যমে মাসিকের সমস্যা নির্ণয় ও চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ডা. চক্রবর্তী নিঃসন্তান দম্পতিদের জন্য আইভিএফ, আইইউআই, ল্যাপারোস্কোপিক পরীক্ষা ও প্রয়োজন হলে সার্জারির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।
ডা. চক্রবর্তী শুধু গাইনী চিকিৎসায় নয়, নারীদের ক্যানসারের (ডিম্বাশয়, জরায়ুমুখ ও জরায়ুর ভেতরের স্তর) স্ক্রিনিং ও অপারেশনেও অভিজ্ঞ। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, নিরাপদ প্রসব ও মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর নানা প্রকল্পেও কাজ করেছেন। তার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এই অঞ্চলের নারীদের আরও উন্নত ও আধুনিক নারীস্বাস্থ্য সেবা প্রদান করবে বলে আশা করা যায়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন রাশেদুল আমিন

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোহাম্মদ রাশেদুল আমিন পদোন্নতি পেয়েছেন।
এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৫ সালে অফিসার হিসেবে আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি যথাক্রমে ডিবিবিএল ও ওয়ান ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০১৯ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে মাস্টার্স অব কমার্স সম্পন্ন করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে “ট্রেইনিং ফর ট্রেইনারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ইকবাল পারভেজ চৌধুরী ও ডেপুটি ক্যামেলকো এবিএম মহসীন কামাল মোল্লা।
বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান, মো. আনোয়ারুল হক , আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
‘তারা’ গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের বিশেষ আয়োজন

‘প্যারেন্টিং: আ শেয়ার্ড জার্নি অব পার্টনারশিপ’ শীর্ষক এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মা দিবস উদ্যাপন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনটি ছিল ব্র্যাক ব্যাংক ‘তারা’ গ্রাহক ও তাঁদের স্বামীদের নিয়ে। এই আয়োজনে আধুনিক প্যারেন্টিং-যাত্রায় প্যারেন্টিং, সম-অংশীদারিত্ব এবং সর্বোপরি সুস্থতা নিয়ে আলোকপাত করা হয়েছে।
গত শনিবার (১৭ মে) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পেশাদার ব্যক্তি, অভিভাবক এবং সমাজে পরিবর্তন নিয়ে আসা ব্যক্তিত্বরা, যারা কথা বলেছিলেন প্যারেন্টিং এবং পরিবার ব্যবস্থাপনা নিয়ে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েলবিং পার্টনার ‘মনের বন্ধু’র পরিচালনায় একটি ওয়েলনেস ওয়ার্কশপ। মনের বন্ধুর প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা এবং লিড সাইকোলজিক্যাল কাউন্সেলর কাজী রুমানা হকের নেতৃত্বে এই ওয়ার্কশপে মানসিক সুস্থতা, ইতিবাচক প্যারেন্টিং, আত্ম-পরিচর্যা এবং ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে সাপোর্ট সিস্টেম গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেশন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে কাজী রুমানা হকের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনারও আয়োজন করা হয়। যেখানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ, শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব কার্ডস, বন্ডস অ্যান্ড কাস্টোডিয়াল অপারেশনস ইশরাত জাহান এবং ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক। বাসায় পিতা-মাতার একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে প্যানেলিস্টরা ক্যারিয়ার ও অভিভাবকত্বের মধ্যে ভারসাম্য রক্ষা নিয়েও কথা বলেন।
এছাড়াও, অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা ফাইন্যান্সিয়াল ওয়েলনেসের ওপর একটি সেশন পরিচালনা করেন, যেখানে তিনি উপস্থিত মানুষদের কাছে ‘তারা’ প্রোডাক্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ইনিশিয়েটিভস রাজিবুল আহসান ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ নিয়ে একটি সেশন পরিচালনা করেন।
এই প্রাণবন্ত সন্ধ্যার সমাপ্তি হয়েছিল অর্থী আহমেদ ড্যান্স অ্যাকাডেমির কর্মজীবী মায়েদের একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠান শেষে নেটওয়ার্কিংয়ের প্রসারে ডিনারের আয়োজন করে ব্র্যাক ব্যাংক ‘তারা ফোরাম’।
এই আয়োজনে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড সাজিয়া হোসেন এবং মেহরুবা রেজা।
বক্তব্যে তাঁরা গ্রাহক এবং গ্রাহকদের পরিবারের সামগ্রিক ফাইন্যান্সিয়াল ওয়েলনেসে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।