কর্পোরেট সংবাদ
বর্ষসেরা এসএমই ব্যাংকার অ্যাওয়ার্ড জিতলেন সৈয়দ আব্দুল মোমেন

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন কোরাস এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৫-এ বর্ষসেরা এসএমই ব্যাংকার-ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভিয়েনায় আয়োজিত কোরাস রিইনভেন্ট ফোরামে বিশ্বব্যাপী এসএমই ব্যাংকিংয়ে যারা উদ্ভাবন, ইমপ্যাক্ট এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে অসামান্য অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।
ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেনের সাথে এই পুরস্কার জিতেছেন কিউএনবি তুর্কিয়ের ওকে ইলদিরিম (গোল্ড) এবং অ্যালায়েন্স ব্যাংক মালয়েশিয়া বেরহাদের রেমন্ড চুই (সিলভার)-এর মতো স্বনামধ্যন্য গ্লোবাল লিডাররা। সৈয়দ আব্দুল মোমেনের এই অর্জন এসএমই ব্যাংকিংয়ে অগ্রগামী হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিজয়ীদের নির্বাচন করা হয়েছিল কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে ৪৭টি দেশের মানুষের দেওয়া ভোটের ফলাফল মূল্যায়নে ছিল একটি অভিজ্ঞ জুরি বোর্ড।
২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর সৈয়দ আব্দুল মোমেন ২০১৭ সালে ব্যাংকটির হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালে পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে দেশে অর্থায়নের সুযোগ বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়ন এবং ইমার্জিং বিজনেসে ব্যাংকিং খাতে বেঞ্চমার্ক স্থাপনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে অনবদ্য হয়ে উঠেছে।
এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “এই বৈশ্বিক সম্মাননা কেবল সৈয়দ আব্দুল মোমেনের জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যও গর্বের ও আনন্দের। এটি অন্তর্ভুক্তিমূলক এসএমই ব্যাংকিংয়ে আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাঁর কর্ম এই খাতের সেরাদের সাথে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হতে দেখা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
কোরাস হলো একটি শীর্ষস্থানীয় অলাভজনক সংস্থা, যারা বিশ্বব্যাপী ১,২০০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। ব্যাংকিং, বিমা ও আর্থিক খাতের লিডারদের নিয়ে এই খাতের রূপান্তর ঘটাতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
কাফি

কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন

শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স কনফারেন্স আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল “স্ট্রেনদেনিং এন্টি মানি লন্ডারিং প্র্যাকটিসেস ফর সেফার ফিন্যান্সিয়াল ফিউচার”। সম্প্রতি ঢাকার একটি হোটেলে সফলভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিটি ব্যাংকের সারা দেশের সকল শাখা থেকে আগত দুইশ’র অধিক শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এ. এফ. এম. শাহিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার ও ঈঅগখঈঙ মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একাধিক তথ্যবহুল অধিবেশনের মধ্যে বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ এবং উপ-পরিচালক সুদীপ্ত ঘোষ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং প্রতিরোধ কমপ্লায়েন্স অনুসরণের গুরুত্ব এবং আর্থিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। এই কনফারেন্সটি দেশের ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের শাখা পর্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধ চর্চাকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
কাফি
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি

পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ২৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।
এই উপলক্ষ্যে গত বুধবার (২ জুলাই) রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। এদিন সর্বমোট ২৩৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
হাইব্রিড মুডে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ৬৯জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে ১৮০জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ভার্চুয়ালী তাদের পদোন্নতি পত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানের বক্তব্যে সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “আইএফআইসি ব্যাংকের অন্যতম প্রধান শক্তি আমাদের মানবসম্পদ। দক্ষ, নিবেদিত ও যোগ্য জনবলই আমাদের টেকসই অগ্রগতির চালিকাশক্তি। যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি শুধু কর্মপ্রেরণা বৃদ্ধি করে না, বরং একটি সুসংগঠিত কর্মপরিবেশ গড়ে তোলে যা দীর্ঘমেয়াদে ব্যবসার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উল্লেখ্য, গত ১ জুন একই ভাবে ১১৬জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।
কাফি
কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকে কর্মীদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ক্যাম্পেইন ও সচেতনতা সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় ফ্যাটি লিভার প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে দিনব্যাপী এই সেশনের আয়োজন করা হয়।
গত ২১ মে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য ছিল, প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের আওতায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
দিনব্যাপী এই আয়োজন দুটি গুরুত্বপূর্ণ সেশনে বিভক্ত ছিল। চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চৌধুরী তাসনিম হাসিন লিভারের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘ডায়েট টু প্রিভেন্ট ফ্যাটি লিভার’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
অন্যদিকে, গ্যাস্ট্রোএন্টারোলজির জুনিয়র কনসালটেন্ট ড. ইফতিখার ইমাম ‘ফ্যাটি লিভার– লক্ষণ, জটিলতা এবং চিকিৎসা’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। দেহের সামগ্রিক স্বাস্থ্যের ওপর ফ্যাটি লিভারের প্রভাব এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে তিনি কথা বলেন।
শিক্ষামূলক সেশনের পাশাপাশি হেলথ ক্যাম্পে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও মেডিকেল টেস্টের ব্যবস্থা। এগুলোর মধ্যে ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী নারী এবং নতুন মায়েদের জন্য বিশেষায়িত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং পারসোনালাইজড পুষ্টি পরিকল্পনা ব্যবস্থা। এছাড়াও কর্মীরা রক্তে শর্করা, রক্তচাপ, উচ্চতা ও ওজন পরিমাপসহ বিএমআই মূল্যায়নের মতো প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষারও সুযোগ পেয়েছিলেন।
এই উদ্যোগটি ব্যাংকটির সহকর্মীদের মাঝে লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েও সহায়তা করেছে। এই আয়োজন নিয়ে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ ভবিষ্যতেও এমন আয়োজনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে ব্যাংকটিকে।
এমন কর্মীবান্ধব উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ বলেন, আমরা আমাদের সহকর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই হেলথ ক্যাম্পের আয়োজন তার-ই প্রতিফলন। আমাদের এই উদ্যোগে সহায়তার জন্য ইউনাইটেড হাসপাতালকে জানাই আন্তরিক ধন্যবাদ।
ব্র্যাক ব্যাংক সহকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণবন্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও সূর্যমুখী লিমিটেডের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও সূর্যমুখী লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ই-কমার্স শপিং ০ শতাংশ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সূর্যমুখী লিমিটেড-এর ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সূর্যপে’তে (ShurjoPay) যুক্ত প্রায় ১৪০০ ই-কমার্স মার্চেন্টের কাছ থেকে পণ্য ক্রয়ে ০ শতাংশ হারে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের ডিজিটাল কেনাকাটার অভিজ্ঞতাও আরও উন্নত হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সূর্যমুখী লিমিটেডের এমডি ও সিইও ফিদা হক।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; সূর্যমুখী লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্টাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন ও আই পে সেফ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সকল ধরনের পেমেন্ট প্রদান করা যাবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।