পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে বারাকা পাওয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এসবিএসি ব্যাংক, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্সিং, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
রেকিট বেনকিজারের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১ শতাংশ।
মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩২ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩২ টাকা ১০ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭৯ টাকা ৬৪ পয়সা, যা গত বছর একই সময়ে ৫৯ এাকা ২৩ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৩ টাকা ৯ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ‘কাফন মিছিল’ করবে বিনিয়োগকারীরা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফন মিছিল করবেন সাধারাণ বিনিয়োগকারীরা।
আগামী সপ্তাহে ‘কাফন মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রেসিডেন্ট এসএম ইকবাল হোসেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৪১৫টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬ কোটি ৩৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের এমডির দায়িত্বে ডিএমডি আবিদুর রহমান চৌধুরী

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবিদুর রহমান চৌধুরী।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ মে থেকে আবিদুর রহমান চৌধুরীকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে।
এর আগে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কিছু অনিয়মের অভিযোগের তদন্তের স্বার্থে এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে ৪ মে থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এমডি ছুটিতে থাকাকালীন, আবিদুর রহিম চৌধুরী ৪ আগস্ট পর্যন্ত এমডি বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কোম্পানি সচিব নিয়োগ দিলো ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক পুলক চৌধুরীকে কোম্পানির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কাফি